Skip to content
Home » আই ফোন ১৩ দাম-i phone 13 price in bangladesh

আই ফোন ১৩ দাম-i phone 13 price in bangladesh

  • by
আই ফোন ১৩ দাম

আই ফোন ১৩ দাম

i phone 13 price in bangladesh. Apple তাদের পর্বরতি সিরিজ আই ফোন ১৩ এর কাজ সুরু করে দিয়েছে। অতি সিগ্রয়ী তারা বাজারে আনতে চলেছে যদিও তারা এখনো তাদের ফোন সম্পর্কে কোন তথ্য প্রকাশ করেনি। তবে টিপস্টারদের সৌযন্যে আমরা কিছু তথ্য পেয়েছি। সেই তথ্য গুলো আজকে আপনাদের জানাবো।

আই ফোন ১৩ দাম

আই ফোন ১৩ (i phone 13 price in bangladesh)

আই ফোন ১৩ দাম আই ফোন ১২ গত বছর বাজারে তাদের ৪ টি সিরিজ লন্স করেছিলো। তবে তাদের লন্স করা ফোনের মধ্যে আই ফোন ১২ মিনি তেমন বাজার দখল করতে পারেনি। সে খেত্রে আই ফোন এবার বাজারে আই ফোন ১৩ মিনি বদলে অন্য মডেল আনতে পারে।
read more
  • i phone 13 release date
  • i phone 13 price in bangladesh
  • আই ফোন ১৩ স্পেসিফিকেশন
  • আই ফোন ১৩ ভারতের দাম

i phone 13 release date

আই ফোন ১২ গত বছর করোনা মহামারির কারনে কিছুটা দেরিতে বাজারে রিলিজ করেছিলো। অ্যাপেল প্রতিবছর তাদের নতুন ফোন গুলো বছরের শেষ এর দিগে সেপ্টেম্বর এ বাজারে  ছারে। এ বছরো তারা ৮ সেপ্টেম্বর আই ফোন ১৩ এর সিরিজ বাজারে আনবে। সেপ্টেম্বর এর ১৭ তারিখ থেকে প্রি-অর্ডার করা যাবে। যদি এবছর ও করোনা বেরে যায় তাহলে কিছুটা দেরিতে আসতে পারে।

i phone 13 price in bangladesh

অ্যাপল গতো বছর আই ফোন ১২ এর সিরিজে ৫ জি যুক্ত করায় আই ফোন ১১ এর তুলনায়, আই ফোন ১২ মডেলের কিছুটা দাম বেরেছে (৯৯ ডলার) এই মডেলের বিশেষ কোন পরির্বত আনা হবে না। তাই আই ফোন ১২ এর মতো এর দামও ৮০,০০০ টাকার কাছাকাছি রাখা হতে পারে।

আই ফোন ১৩ স্পেসিফিকেশন

তথ্য অনুযায়ী জানা গেছে অ্যাপল আই ফোন ১৩ এ বহুপ্রতীক্ষিত ১২০ হার্টজ রিফ্রেশ ডিসপ্লে থাকবে। এছারা এতে পাওয়া যাবে অ্যাডাপ্টিভ, রিফ্রেস রেট যা ইউজার এর পছন্দ মতো কমাতে বারাতে পারবে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ডিসপ্লেতে হতে পারে। আই ফোন ১৩ তে পেরিস্কোপ ক্যামেরা থাকতে পারে যা আরো জুমের সুবিদা দিতে পারে।

আই ফোন ১৩ ভারতের দাম

আই ফোন ১৩ ভারতে দাম দরা হয়েছে ৯২৯৯৯ রুপি। পারফমেন্স apple A14 bionic ডিসপ্লে ৬.১ ইন্সি( ১৫.৪৯ সেন্টিমিটার) স্টোরেজ ৬৪ জিবি, ক্যামেরা ১২ মেগা +১২ মেগা + ১২ মেগা, ব্যাটারি ৩৫৮৫ এ এম এইস, ram 6 GB.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *