Skip to content
Home » ঈদ মোবারক ফেসবুক স্ট্যাটাস 2022

ঈদ মোবারক ফেসবুক স্ট্যাটাস 2022

  • by
ঈদ মোবারক ফেসবুক স্ট্যাটাস 2022

ঈদ মোবারক ফেসবুক স্ট্যাটাস 2022

জানাই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। বাসর ঘরে চলে আসে পবিত্র ঈদুল ফিতর। পবিত্র এক মাস রোজা রাখার পর পালিত হয় পবিত্র ঈদুল ফিতর। এই ঈদ উদযাপন কে কেন্দ্র করে আমরা আজকে আপনাদের সাথে ঈদ মোবারক ফেসবুক স্ট্যাটাস শেয়ার করব। আমরা চেষ্টা করব নতুন ধরনের ঈদ মোবারক ফেসবুক স্ট্যাটাস আপনাদের সাথে শেয়ার করার। যদি আমাদের এই ফেসবুক স্ট্যাটাস গুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন।

ঈদ মোবারক ফেসবুক স্ট্যাটাস

এখন আপনাদের সাথে একদম নতুন ধরনের ঈদ মোবারক ফেসবুক স্ট্যাটাস শেয়ার করব। বর্তমানে সোশ্যাল মিডিয়া কিংবা ইন্টারনেট মাধ্যমে সার্চ করলে কোন ধরনের স্ট্যাটাস দেখা যায়। যেগুলো হয়তো বা বারবার একটু ভিন্নভাবে সবাই প্রেজেন্ট করে থাকে। কিন্তু আজকে আমরা আপনাদের সাথে একদম ভিন্ন ধরনের ঈদ মোবারক ফেসবুক স্ট্যাটাস শেয়ার করব। যে স্ট্যাটাস গুলো আপনারা চাইলে কপি করে কারও সাথে শেয়ার করতে পারবেন। সে সাথে আপনি ডাউনলোড করেও রাখতে পারেন।

ঈদের দাওয়াত তোমার তরে, আসবে তুমি আমার ঘরে। কবুল করো আমার দাওয়াত, না করলে পাবো আঘাত। তখন কিন্তু দেবো আড়ি, যাবো না আর তোমার বাড়ি। ঈদ মোবারক সবাই কে ঈদের অভিনন্দন

চাঁদ উঠেছে ফুল ফুটেছে দেখবি কে কে আয়, নতুন চাঁদের আলো এসে পড়ল সবার গায় । ঈদ মোবারাক

ঈদ মোবারক ফেসবুক স্ট্যাটাস 2022

হ্যালো প্রিয় এন্ড প্রিয়তম, আর মাত্র কয়েক দিন | আসছে সবার খুশির দিন ! নতুন জামা কিনে নিন, সময় নেই বেশি দিন| দাওয়াত রইল অগ্রিম, আসবেন কিন্তু ঈদের দিন, অপেক্ষায় থাকবো সারাদিন..

তোর ইচ্ছাগুলো উড়ে বেড়াক পাখনা দুটি মেলে, দিনগুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলে। অপূর্ণ না থাকে যেন তোর কোন সুখ, এই কামনায় ঈদ মোবারক।

 

ঈদ আসতে 1 দিন বাকি…..! এতো খুশি কোথায় রাখি……! বলাটা অনেক ইজি! ঈদের কাজে সবাই বিজি…! একটি বছর ঘুরে আসবে সেই দিন….! ঈদের খুশি বিলিয়ে দেওয়ার প্রস্তুতি নিন….! অনেকেই বিজি ঈদের কাজে….! আনান্দ টা সবার মাঝে…….!

যেদিন দেখব ঈদের চাঁদ, খুশি মনে কাটবে রাত। নতুন সাজে সাজব আজ, আজ হলো ঈদের দিন আনন্দে কাটবে সারাদিন। ঈদ মোবারাক

ঈদ মোবারক স্ট্যাটাস

ঈদের সার্বিক অর্থ হচ্ছে উদযাপন বা আনন্দ। মোবারক শব্দের অর্থ হচ্ছে কল্যাণময়। অর্থাৎ ঈদ মোবারক এর অর্থ হচ্ছে কল্যাণময় খুশি আনন্দ। ঈদকে কেন্দ্র করে আজকে কিছু স্ট্যাটাস আপনাদের সাথে শেয়ার করলাম। জ্যেষ্ঠতা চলাফেরা ফেসবুকের মাধ্যমে প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন এবং আনন্দ শেয়ার করতে পারবেন।

ঈদ আনে বস্তা ভর্তি খুশি, তাই তুমি খেয়ো পেট পুরে পোলাও আর খাশি। তাই বলে ঈদ কখনো হবে না বাসি, ঈদ মোবারক।

দূরের মানুষ আসুক কাছে, কাছের জন থাকুক পাশে, মন ছুটে যাক তোমার টানে, নয়া চাদের আগমনে, কাটুক খুশি সবার মনে ¤¤ঈদ বোবারক ¤

সারা দেশে চলছে ঈদের উত্সব। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদ মানে হাজার কষ্টের মাঝেও একটুখানি হাসি। ঈদ মোবারক।

রিমঝিম এই বৃষ্টিতে, ঈদ কাটাবো সৃষ্টিতে । খুশির হাওয়া লাগলো মনে, নাচবে খুকি ক্ষণে ক্ষণে । সাজবে সবায় নতুন পোশাক, ঈদ যেন সারা জীবন রয়ে যাক । “ঈদ মোবারক”

ঈদ মোবারক স্ট্যাটাস

ঈদ মানে হাসি, ঈদ মানে আশা। ঈদ মানে তোমার প্রতি আমার ভালোবাসা। ঈদ মানে দুর আকাশে মিষ্টি চাঁদের হাসি। ঈদ মানে সুখ সাগরে সবাই মিলে ভাসি। ঈদ মোবারক

আকাশের নীল দিয়ে, হৃদয়ের ছোঁয়া দিয়ে, সবুজের অরণ্য দিয়ে, সাগরের গভীরতা দিয়ে তোমাকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।

ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা

মাসব্যাপী পবিত্র সিয়াম সাধনার পর আমরা পবিত্র ঈদুল ফিতর উদযাপন করে থাকে এবং নামায আদায় করে থাকি। একে আরও আনন্দময় করে তোলার জন্য আমরা আমাদের আপনজনদের সাথে ঈদ উদযাপন করে থাকি। এছাড়াও আমরা যারা প্রবাসে কিংবা দূরে আত্মীয়-স্বজন ছেড়ে থাকি। তারা যাতে তাদের প্রিয়জনদের ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা প্রদান করতে পারে। এর ফলে আমরা তাদের জন্য ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা নিয়ে হাজির হয়েছি। আমাদের এই শুভেচ্ছা বার্তা গুলো দিয়ে আপনি আপনার প্রিয়জনদের সাথে ঈদের শুভেচ্ছা বার্তা শেয়ার করতে পারবেন। যদি আমাদের এই শুভেচ্ছা বার্তা গুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিতে পারেন।

কষ্টের আড়ালে সুখের রাশি, প্রতিটা জীবনকেই আমি ভালোবাসি। তাই প্রতিটা জীবনের প্রতিটা সময় শুভ হোক। সবাইকে জানাই ঈদ মোবারক।

রঙ লেগেছে মনে। মধুর এই খনে। তোমায় আমি রাঙ্গিয়ে দিবো ঈদের এই দিনে। “ঈদ মোবারাক

 

ইচ্ছে করে বলতে তোমায় সত্যি ভালোবাসি, বলতাম ঠিকই থাকলে তুমি আমার পাশাপাশি। কোন দূরেতে আছিস বন্ধু আয়না আমার কাছে, আজকের দিনে তোকে আমার পরছে খুব মনে। ঈদ মোবারক।

আজকে খুশির বাধ ভেঙেছে, ঈদ এসেছে ভাই ঈদ এসেছে , শাওআলের চাঁদ ওই উকি দিয়েছে, সবার ঘরে আজ ঈদ এসেছে, সেই দিন আর নয় বেশি দুর, রমযান শেষ হলে কাটবে অপেখখার ঘোর,,, “ঈদ মোবারক”

ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা

ভোর হলো দুর খোল, চোখ মেলে দেখরে। রোযা শেষ রোযা শেষ, ঈদ চলে এল রে। নতুন জামা পড়ব রে, হাসি খুসি থাকব রে . ঈদ চলে এল সবার দুয়ারে। শুভেচ্ছা রয়লো সবাইকে .ঈদ মোবারক ঈদ মোবারক।

রিমঝিম এই বৃষ্টিতে, ঈদ কাটাবো সৃষ্টিতে. খুশির হাওয়া লাগলো মনে, নাচবে খুকি ক্ষণে ক্ষণে সাজবে সবায় নতুন পোশাক, ঈদ যেন সারা জীবন রয়ে যাক “ঈদ মোবারক”

 

যে দিন দেখবো ঈদ এর চাঁদ , খুশি মনে কাটাবো রাত, নতুন সাজে সাজব সেদিন, সেদিন হলো ঈদের দিন, আনোন্দে কাটাবো সারা দিন! ) “ঈদ মোবারক”

ফুল সুভাষ দেয়, দৃষ্টি মণ চুরি করে, খুশি আমাদের হাসায়, দুঃখ আমাদের কাদায়, আর আমার এই এস এম এস তোমাকে ঈদের সুভেছ্ছা জানায়, “ঈদ মোবারক”

ঈদ” মানে খুশী’ গরুর গলায় রশী’ শীতের শর্দি কাসি’ আবার হুজুরের মুখে হাসি’ তবুও ঈদ” ভালোবাসি’ তাই সবাইকে ঈদমোবারক জানিয়ে এবার আমি আসি!

মেঘলা আকাশ মেঘলা দিন, ঈদের বাকি কিছুদিন, কাপড় চোপড় কিনে নিন, গরিব দুঃখির খবর নিন, দাওয়াত রইল ঈঁদের দিন. ) “ঈদ মোবারক”

হাসি খুশি রাশি রাশি

আজ দুখ নিয়েছে বিদায়

সব বেতা ভুলে গিয়ে

বুকেতে বুক মিলাউ

আজ আনন্দ প্রতি প্রাণে প্রাণে

শুভ ক্ষণ, শুভ দিন। মনে রেখ চির দিন।

কষ্ট গুলো দূরে রেখ, স্বপ্ন গুলো পুরন করো,

নতুন ভালো স্বপ্ন দেখো, আমার কথা মনে রেখ।

ঈদ মোবারক

শুভ রজনী, শুভ দিন,রাত পরোলেই ঈদের দিন। উপভোগ করবে সারাদিন,ঈদ পাবে না প্রতিদিন।দাওয়াত রইলো ঈদের দিন।“ঈদ মোবারক”

মেঘলা আকাশ মেঘলা দিন ঈদের

বাকি ১দিন,কাপড় চোপড়

কিনে নিন,গরিব দুঃখীর খবর নিন,

দাওয়াত রইল ঈদের দিন।

“ঈদ মোবারক”

মন চাইছে কারো সাথে কথা বলি।

মন চাইছে কোন প্রিয়জনকে স্মরণ করি।

ঈদ মোবারক বলার সিদ্ধান্ত যখন নিলাম।

ভাবলাম তোমাকে দিয়েই শুরু করি।

ঈদ মোবারক!

আজকে খুশির বাঁধ ভেঙেছে,

ঈদ এসেছে ভাই ঈদ এসেছে

শাওআলের চাঁদ ওই উকি দিয়েছে,

সবার ঘরে আজ ঈদ এসেছে

সেই দিন আর নয় বেশি দূর,

রমযান শেষ হলে

কাটবে অপেখখার ঘোর।

ঈদ মোবারক

আরো জানতে পড়ুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *