Skip to content
Home » জমি পরিমাপ করার নিয়ম বা সূত্র

জমি পরিমাপ করার নিয়ম বা সূত্র

  • by
জমি পরিমাপ করার নিয়ম বা সূত্র

আপনারা যারা জমে পরিমাপ করতে চাচ্ছেন বা জমি পরিমাপ শিখতে চাচ্ছেন তাদের জন্য আজকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবো। যদি আপনারা নিজে নিজেই জমি পরিমাপ করতে চান তাহলে আমাদের এই পোস্টটি মনোযোগ সহকারে পরবেন। কারণ আজকে আমরা জমির পরিমাপ করনের খুঁটিনাটি সফল মেজারমেন্ট আপনাদের সাথে শেয়ার করব।

জমি পরিমাপ করার নিয়ম

আমাদের দেশে জমি পরিমাপ করার জন্য সরকার  কর্তৃক অনেক অফিস রয়েছে। যেখানে আবেদন করলে তারা খুব সহজে আপনার জমির পরিমাণ করে আপনাকে বুঝিয়ে দিবে। এই অফিসগুলো হচ্ছে স্থানীয় প্রশাসন, ভূমি রেজিস্ট্রেশন অফিস।এই অফিসগুলোতে আপনি আবেদন করলে সরকার কর্তৃক আমিন আপনার বাড়িতে এসে আপনার ভুমি পরিমাপ করে দিয়ে যাবে। এর জন্য আপনাকে একটি সরকার কর্তৃক ফি অফিসে জমা দিতে হবে।

এছাড়াও যদি আপনি নিজেই আপনার জমি পরিমাপ করতে চান তাহলে সেটি করতে পারবেন। জমি পরিমাপ করার জন্য আজকে আমরা কিছু সহজ পদ্ধতি আপনাদের শেখাব। এর জন্য আপনাকে প্রথমে শিখতে হবে জমি পরিমাপ করার মিটার ইঞ্চি বর্গফুট বর্গ মিটার ইত্যাদি।

জমির পরিমাপ হিসাব

জমির পরিমাপ হল জমির ক্ষেত্রফল নির্ণয় করা। জমির পরিমাপ করার জন্য বিভিন্ন উপায় ব্যবহার করা হয়। একটি প্রধান উপায় হল মানচিত্র বা নকশা ব্যবহার করে জমির ক্ষেত্রফল নির্ণয় করা। অন্য একটি উপায় হল GPS (জিপিএস) ব্যবহার করে জমির পরিমাপ করা।

জমি পরিমাপ করতে হলে কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। যে পদক্ষেপ গুলো আপনার জানা থাকলে আপনি খুব সহজে জমির পরিমান হিসেব করতে পারবেন। তাহলে চলুন নিচে জমি পরিমাপ এসব গুলো দেখা যাক।

জমির আয়তন নির্ণয় করুন। জমির আয়তন নির্ণয়ের জন্য আপনার জমির দৈর্ঘ্য এবং প্রস্থ জানা প্রয়োজন। আপনি একটি টেপ  ব্যবহার করে এটি নির্ণয় করতে পারেন। জমির আয়তন মাপতে হবে একবার জমির দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে হবে ।যেমন, জমির আয়তন = দৈর্ঘ্য x প্রস্থ। সর্বনিম্ন প্রয়োজনীয় প্রশ্নগুলি সমাধান জানতে হবে। জমির পরিমাপ করার সময় আপনাকে নিম্নলিখিত প্রশ্নগুলি জানতে হবে –

  • জমি কোন আকারের?
  • জমিটি বাড়ি, মাঠ বা কৃষি জমি এমন কোন উদ্দেশ্যে ব্যবহৃত হয়?
  • জমি পরিমাপ করার জন্য কি ধরণের পরিকল্পনা ব্যবহার করা যাবে?

ভূমি পরিমাপের একক কি?

উত্তর: ভূমি পরিমাপের একক বিভিন্ন দেশে বিভিন্নভাবে ব্যবহার হয়ে থাকে। মেট্রিক এককে ভূমি পরিমাপের জন্য ব্যবহৃত একক হল স্কয়ার মিটার (বর্গ মিটার)। এছাড়াও প্রচলিত ব্যবহৃত একক হল হেক্টর (একটি কাঠামো বা আয়তনে একটি বর্গক্ষেত্র যা লম্বা ও প্রস্থের গুণফল হল 10,000 বর্গ মিটার)।

জমির লিংক কি?

উত্তর: জমির লিংক বলতে আমরা আমাদের জমির রেকর্ড অনুসন্ধান করে থাকি। বর্তমান সময়ে বাংলাদেশ সরকার সকল জমির কাগজপত্র অনলাইনে দিয়ে দিয়েছে। যার ফলে আমরা খুব সহজে অনলাইন পেতে আমাদের সকল ধরনের তথ্য খুঁজে বের করতে পারি।

১ পয়েন্ট সমান কত ফুট?

উত্তর: ১ পয়েন্ট সমান ৪.৩৫৬ বর্গ ফুট (প্রায়)।

১২ ইঞ্চি = ১ ফুট ৩ ফুট= ১ গজ

ভূমি যে কোন সাইজের কেন ভূমির দের্ঘ্য ও প্রস্থে যদি ৪৮৪০ বর্গগজ হয় তাহলে এটা ১.০০ একর (এক একর) হবে। যেমনঃ প্রস্থ ২২ গজ সুতরাং ২২০ গজ×২২ গজ= ৪৮৪০ বর্গগজ। ভূমির দৈর্ঘ্য ২২০ গজ ।

বর্গগজ/বর্গফুট অনুযায়ী শতাংশ পরিমাণ

  • ৮০.১৬ বর্গগজ= ১ কাঠা
  • ৭২১.৪৬ বর্গফুট= ১ কাঠা
  • ৪৩৫৬০ বর্গফুট= ১ একর
  • ১৮ ইঞ্চি ফুট= ১ হাত (প্রামাণ সাই)
  • ৪৮৪০ বর্গগজ = ১ একর ধরে
  • ৪৮৪০ বর্গগজ = ১ একর
  • ৪৩৫.৬০ বর্গফুট= ০১ শতাংশ
  • ১৬১৩ বর্গগজ= ১ বিঘা
  • ১৪৫২০বর্গফুট= ১ বিঘা
  • ৫.০১ বর্গগজ = ১ ছটাক
  • ৪৫.০৯ বর্গফুট= ১ কাঠা
  • ২০ বর্গহাত = ১ ছটাক

Post tag:

জমির পরিমাপ pdf.জমির পরিমাপ ক্যালকুলেটর.জমির পরিমাপ ক্যালকুলেটর অনলাইন.জমির পরিমাপ একক.১ বিঘা সমান কত কানি।

কাঠা, বিঘা ও একরের মাপ

  • ১৬ ছটাক = ১/ কাঠা
  • ২০ (বিশ) কাঠা = ১ বিঘা
  • ৩ বিঘা = ১.০০ একর।
  • ০.০১৬৫ অযুতাংশ = ১/কাঠা
  • ০.৩৩ শতাংশ বা ০.৩৩০০ অযুতাংশ = ১ বিঘা

Read More:

মায়ের ভালোবাসার স্ট্যাটাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *