Skip to content
Home » মন খারাপের ডিপ্রেশন নিয়ে স্ট্যাটাস- ছোট গল্প, এস এম এস

মন খারাপের ডিপ্রেশন নিয়ে স্ট্যাটাস- ছোট গল্প, এস এম এস

মন খারাপের ডিপ্রেশন নিয়ে স্ট্যাটাস

সম্মানিত পাঠক, আজকে আমরা আপনাদের সাথে মন খারাপ ডিপ্রেশন স্ট্যাটাস নিয়ে কিছু আলোচনা করব। মন খারাপ  বা ডিপ্রেশন খুবই অস্বস্তিক একটা  বিষয়। যা মানুষকে তিলে তিলে মেরে ফেলে। এই ডিপ্রেশনের কারণে অনেক মানুষ  আত্মহত্যার  করতে বাধ্য হয়। আবার অনেকেই আছে তার ডিপ্রেশনকে সবার সামনে তুলে ধরার জন্য বিভিন্ন ধরনের উক্তি স্ট্যাটাস শেয়ার করে থাকে। ওকে আমরা ডিপ্রেশন নিয়ে সুন্দর কিছু উক্তি শেয়ার করব বা স্ট্যাটাস শেয়ার করব। যে স্ট্যাটাস গুলো পড়লে আপনাদের মন ভালো হয়ে যাবে।

মন খারাপের ডিপ্রেশন নিয়ে স্ট্যাটাস

>>মানুষের জীবনের মূলত দুটি কারণে দু পেশার চলে আসে, একটি হচ্ছে না পাওয়ার বেদনা। আর একটি হচ্ছে সব থাকা সত্ত্বেও না পাওয়ার বেদনা।

>>সব সময় নিজেকে ছোট ভাববেন। ভাববেন এটা আমার ছিল না।    তাহলে দেখবেন আপনার আর কোন কষ্ট থাকবে না।

>>উপরে বসে থাকলে যেমন রোদ বৃষ্টির ঝড় শরীরে লাগবে। এর ফলে আপনার অনেক কষ্ট হবে, কিন্তু যদি আপনি পারেন নিচে বসে থাকেন তাহলে ঠান্ডা এবং ছায়ায়  স্থানে বসে থাকতে পারবেন। এর ফলে আপনার কোন কষ্ট হবে না। তদ্রুপ ছোট ভবন তাহলে দেখবেন আপনার আর কোন কষ্ট থাকবে না।

>>আপনি কখনো কারো কাছে আশা করব না। তাহলে দেখবেন আপনি আর কখনো দুঃখ পাবেন না। আল্লাহ সুবহানাতায়ালা বলেছেন বান্দার উদ্দেশ্যে, হে বান্দা তুমি ভয় পেয়ো না, দুঃখ পেয়ো না। তোমার রব তোমাকে খুব শীঘ্রই দান করবে এবং তুমি সন্তুষ্ট হয়ে যাবে। তুমি শুধু তোমার রবের উপাসনা কর এবং তাকে ভয় করো। 

মন খারাপের ছোট স্ট্যাটাস

মন খারাপের ছোট স্ট্যাটাস

যারা মন খারাপের ছোট স্ট্যাটাস করতেছেন তাদের জন্য আজকে আমরা মন খারাপ নিয়ে ছোট স্ট্যাটাস শেয়ার করলাম। যদি আপনারা মন খারাপের ছোট স্ট্যাটাস গুলো পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই পোস্টে পরবেন।

>>মন সবার জন্য খারাপ হয় না, শুধু কাছের মানুষের অবহেলার কারণে মন খারাপ হয়।

>> দূরের মানুষ কষ্ট দিলে দুঃখ মনে হয় না। এর মানুষ কষ্ট দিলে তা ভোলা যায় না।

>> দুঃখ যাদের নিত্য সঙ্গী তাদের আমার দুঃখ কিসের।

>>তুমি যদি বলো পদ্মা মেঘনা একদিন দিব পারি, তুমি যদি বলো চাঁদের কপালে  বানাবো আমার বাড়ি।

মন খারাপের স্ট্যাটাস হুমায়ুন আহমেদ 

আমরা আপনাদের সাথে শেয়ার করব হুমায়ূন আহমেদের জনপ্রিয় কিছু মন খারাপের স্ট্যাটাস। হুমায়ূন আহমেদ লেখক এর জগতে খুব জনপ্রিয় জন লেখক ছিলেন। তার অসংখ্য উপন্যাস ছোটগল্প রয়েছে। তিনি  জনপ্রিয় একজন লেখক ছিলেন।  আজকে আমরা আপনাদের সাথে হুমায়ূন আহমেদের মন খারাপের স্ট্যাটাস শেয়ার করবো।

∗ঘর খুলিয়া বাহির হইয়া

জ্যোৎস্না ধরতে যাই,

হাত ভর্তি চান্দের আলো

ধরতে গেলে নাই ।

— হুমায়ূন আহমেদ

∗যত্ন করে কাঁদানোর জন্য খুব আপন মানুষগুলোই যথেষ্ট ।

— হুমায়ূন আহমেদ

∗কিছু কিছু সময় আসে যখন আমরা বিশ্বাস ও অবিশ্বাসের সীমারেখায় অবস্থান করি । তখন আমরা একই সঙ্গে দেখতে পাই ও পাইনা, বুঝতে পারি ও পারিনা, অনুভব করতে পারি ও পারিনা, সে বড় রহস্যময় সময় ।

—- হুমায়ূন বোকা মানুষ গুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে, কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না ।

— হুমায়ূন আহমেদ

মন খারাপের গল্প

মন খারাপের পৃথিবীর সব মন খারাপের গল্প গুলো এক হয় না…..আজ যে মেয়েটির এডমিশনের হতাশায় মন খারাপ.. তার সাথে রাতের খোলা আকাশের নীচে চা খেতে থাকা ছেলেটার মন খারাপ এক হবেনা। জীবনের কোন একটা প্রান্তে এসে পৃথিবীর সব চাইতে সফল মানুষটার ও খুব করে মন খারাপ হয়…….পৃথিবীর সবারই তাই সবার নিজস্ব কিছু মন খারাপের গল্প থাকে। সময়ের সাথে সাথে মন খারাপের গল্পের ভুমিকা বদলায়,গল্প বদলায়… কিন্তু অলস বিকেল গুলোতে সেই মন খারাপ একটু হলেও ভাবায় সবাইকে……তোমার কিংবা আমার মন খারাপের বীজ বোনার কাজটা শুরু হয়ে যায় সেই ছোট বেলাতেই….ছোট থেকেই ভাল স্কুলে ভর্তি হওয়া নিয়ে প্রতিযোগিতা শুরু, কার ছেলে কত মোটা-চিকন…কত সুন্দর-কালো…এসব নিয়ে শুরু হয় মন খারাপের গল্প…শৈশবের প্রতিযোগীতার বাজারে আমি বোধহয় একটু ছোটই ছিলাম,তাই আমার শৈশব নষ্ট হয়ে গেছে সেই প্রতিযোগিতায় জিততে না পারার দুঃখে। কোন দিন বাবা হলে আমি আমার সন্তানকে বলব,

“তোর যা ইচ্ছে হয় শিখ,কোন প্রতিযোগীতায় তোকে প্রথম হতে হবে না কিংবা প্রতিবেশীকে দেখানোর জন্যে লাগবে না কোন নামি স্কুলে পড়া…. তোর ডায়েরীতে কোন মন খারাপের গল্পের স্থান হবে না”…. মন খারাপের গল্প গুলোতে আমি চাইবোনা আমার সন্তান সামিল হোক, চাইবোনা তার ডায়রিটাও ভরে থাকুক অপূনর্তার গল্পে….

শত চেস্টার পরেও তবুও নিজের কিছু মন খারাপের গল্প তবুও থেকে যায়…..আচ্ছা, নিজের মনটাকে কতভাবে ভুলিয়ে রাখা যায়? “মন” জিনিসটা বোকা হলেও এতো বোকা কি? যে শত কষ্ট গোপন করেও হাসি মুখে সব ভুলিয়ে দেবে!!…..সব হাসির আড়াল হতে একবারের জন্য হলেও কিন্তু উকি দিয়েই যায় মানুষের বেদনার কাব্যগুলো….সব মানুষেরই তাই বোধহয়  মন খারাপের গল্প থাকে, থাকতে হয়। দাগী আসামী থেকে শুরু করে সাধু পুরুষ, হত দরিদ্র থেকে বিলিয়নিয়র, সবারই এই একান্ত মন খারাপের গল্প থাকে…..আর এই গল্পগুলো কিন্তু সময় অসময় বিবেচনা না করে হঠাৎ করেই এসে হানা দেয়। আর নিমিষেই কালো মেঘে ছেয়ে যায় হৃদয়ের নীলাকাশ…..কোন কারণ বা অন্য কিছুর পরোয়া করে না এই মন খারাপের অনুভূতি। তখন শুধু মন একটা কথাই বোঝে, মন ভালো নাই রে… মন ভালো নাই……মন খারাপের রাত গুলোতে খুব করে তাই বলতে ইচ্ছা হয়,

“আমার গল্প শুনে আলোকিত হয় তোমার উৎসব, গল্প শেষে এই আমি আঁধারের মতোই নীরব”

মন খারাপের এসএমএস

আরো পড়ুন:

মায়ের ভালোবাসার স্ট্যাটাস

স্মার্ট আইডি কার্ড ডাউনলোড 2023

বাংলাদেশি মেয়েদের ইমু নাম্বার-সুন্দরী মেয়েদের মোবাইল নম্বর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *