Skip to content
Home » পহেলা বৈশাখের সমগ্র কবিতা সমূহ ২০২৩

পহেলা বৈশাখের সমগ্র কবিতা সমূহ ২০২৩

  • by
পহেলা বৈশাখের সমগ্র কবিতা সমূহ ২০২২

পহেলা বৈশাখের সমগ্র কবিতা সমূহ ২০২৩ । সম্মানিত পাঠক, আপনাকে জানে পহেলা বৈশাখের অভিনন্দন ও শুভেচ্ছা। যারা পহেলা বৈশাখের কবিতা চাচ্ছেন তাদের জন্য আজকের এই পোস্ট। কারণ আজকে আমরা আপনাদের জন্য পহেলা বৈশাখের সমগ্র কবিতা সমূহ শেয়ার করব। আপনারা খুব সহজে আমাদের ওয়েবসাইট থেকে শুভ নববর্ষের কবিতা গুলো সংগ্রহ করতে পারবেন।

বর্তমান সময়ে পহেলা বৈশাখ উপলক্ষে যে কবিতাগুলো রয়েছে ঘুরেফিরে সেই কবিতা গুলা শেয়ার করা হচ্ছে। এর কারণ হচ্ছে নতুন প্রজন্মের যারা রয়েছে তারা নববর্ষ বা পহেলা বৈশাখ উপলক্ষে নতুন কোন কবিতা নিয়ে আসতেছে না। যার ফলে আমাদের বাধ্য হয়ে ঘুরেফিরে একই কবিতা শেয়ার করতে হচ্ছে। তাহলে চলুন রবীন্দ্রনাথ এর পহেলা বৈশাখের কবিতা শেয়ার করা যাক।

আরো পড়ুন: ১৪২৯ পহেলা বৈশাখের কবিতা ,শুভেচ্ছা বার্তা ও ছবি

পহেলা বৈশাখ পান্তা ইলিশের পিক,ফটো,ছবি

পহেলা বৈশাখ রচনা class 5, class 7,9,10

রবীন্দ্রনাথ ঠাকুর পহেলা বৈশাখ নিয়ে কবিতা

আজকে আমরা আপনাদের সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের পহেলা বৈশাখের কবিতা শেয়ার করব। রবীন্দ্রনাথকে বিশ্বকবি বিশ্বসেরা পহেলা বৈশাখ নিয়ে কবিতা এসো হে বৈশাখ কবিতা টি শেয়ার করব।

এসো হে বৈশাখ

রবীন্দ্রনাথ ঠাকুর

 

এসো এসো এসো হে বৈশাখ

তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষের দাও উড়ায়ে,,

বৎসরের আবর্জনা দুর হয়ে যাক

যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি,

অশ্রু বাষ্প সুদূরে মিলাক !!””

 

মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা

অগ্নিস্নানে শুচি হোক ধরা

রসের আবেশরাশি শুষ্ক করি দাও আসি,,

আনো আনো আনো তব প্রলয়ের শাঁখ

মায়ার কুজ্মটিজাল যাক দূরে যাক !!”

বাংলা নবর্বষ ছন্দ কবিতা

পহেলা বৈশাখের সমগ্র কবিতা সমূহ

শুভ নববর্ষ সবাইকে,

সাজাও আঁকড়ে সাজাও পাথরে।

পহেলা বৈশাখ এসেছে,

শুভ হোক সবার মনে।

সূর্য উঠেছে সোনার আলোতে,

স্নিগ্ধ বাতাস ফুলে ফুটে।

সাজাও ঘর ঘরে গান ও মধু,

হাসি খুশি নিজের মুখে।

পহেলা বৈশাখ এসেছে,

সবার ভরসা আর আশা।

আনন্দে মিশে যাক সকল,

হৃদয় ভরিয়ে নববর্ষের ভাষা।

১৪২৯ পহেলা বৈশাখের কবিতা ,শুভেচ্ছা বার্তা ও ছবি

প্রত্যেক বছর বাংলা নতুন বছরকে উদযাপন করার জন্য আমরা বাংলা পহেলা বৈশাখ উদযাপন করে থাকি। এই পহেলা বৈশাখে কিরে বিভিন্ন ধরনের বইমেলা সংস্কৃত অনুষ্ঠান হয়ে থাকে। সেসকল অনুষ্ঠানে পয়লা বৈশাখের ছন্দ কবিতা শেয়ার করার জন্য নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্য বিভিন্ন ধরনের কবিতা আবৃত্তি করে থাকে। আজকে আমরা সেরকমই কিছু বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখের ছন্দ কবিতা নিয়ে হাজির হয়েছি। যাতে আপনারা কবিতা গুলো খুব সহজে আবৃত্তি করে সবাইকে শোনাতে পারেন।

বাজে ঢোল বাজে ঢাক

ঐ এলো বৈশাখ !!””

মেলা হবে খেলা হবে

হবে কবি গান,,,,

 

বৈশাখে বাঙালির নাচে মন প্রাণ !!””

মন নাচে প্রাণ নাচে

হাসে কবি গুরু

ঝড় এলে বুক কাঁপে

ভয়ে দুরু দুরু !!

 

পহেলা বৈশাখের কবিতা দুই নং

বৈশাখ এলো কাল বৈশাখীর

হাওয়ায়-হাওয়ায় ধেয়ে,,

বৈশাখ এলো বাউলের বেশে

বৈশাখী গান গেয়ে !!””

 

উচ্ছ্বাসের এই দিনে নবীন

ছড়াও প্রেমের বার্তা ,,

তোমরা জাতির ধরবে হাল

আর হবে দেশের কর্তা !!””

 

বৈশাখ এলো ক্ষিপ্ত বেগে

সিঁদুর মেঘের গায়,,

বৈশাখ এলো উগ্রতা নিয়ে

কৃসনো মেঘের নায় !!””

 

শোষণ যুলুম রুখে দাড়াও

তাড়াও দুখের দিন ,,

সব বেদনা ভুলে বাজাও

হেথায় সুখের বীণ !!””

 

পুরোনো সব দুঃখ ভুলে

ফিরে এলো প্রহেলা বৈশাখ,,

সব ভেদাবেদ ভুলে বাজাও

ন্যায় শাসনের হর্ষ !!””

 

এদেশ আমার জন্মভূমি

এদেশ আমার প্রাণ ,,

কাঁদলে কেউ দুখে

পড়ে হৃদয় সুতোয় টান !!””

বাংলা নববর্ষের কবিতা সমগ্র

বাংলা নববর্ষের শুভেচ্ছা বাণী ও কবিতা নিয়ে আজকে আমাদের এই পোস্ট। যারা নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য নববর্ষের কবিতা সমগ্র খুজতেছেন তারা সঠিক পোস্ট ভিজিট করেছেন। কারণ আজকে আমরা আপনাদের জন্য নববর্ষের কবিতা সমগ্র নিয়ে হাজির হয়েছি। তাহলে চলুন শেয়ার করা যাক।

’’বছর ঘুরে এলো আবার পহেলা বৈশাখ’’

বাঙ্গালী তাই সেজেছে আজ নববর্ষের সাজ !”

জাতিভেদ ভুলে গিয়ে এক কাতারে তারা

বর্ষবরনের আনন্দে হয়েছে দিশেহারা !!””

 

’’এসো তাই ভুলে যাই জাতি বর্ণ বিদ্বেষ,

’’সারা বছর মিলেমিশে থাকবো মোরা বেশ !!”

 

’’পান্তা ইলিশ, পিঠাপুলি আর বৈশাখী মেলায় ‘’

নাচে গানে উল্লাসে মঙ্গল শোভাযাত্রায় ;’’

হাল খাতার রঙে রঙিন বাজারে দোকান

একই কন্ঠে তারাও গাইছে সাম্য মৈত্রের গান !!”

পহেলা বৈশাখ ছোট কবিতা

যারা পহেলা বৈশাখের ছোট্ট কবিতা চাচ্ছেন তাদের জন্য আজকে আমরা পয়লা বৈশাখ উপলক্ষে কিছু ছোট ছোট কবিতা আপনাদের সাথে শেয়ার করব। যে কবিতাগুলো খুব সহজে আপনারা যে কোন জায়গায় আবৃত্তি করতে পারবেন। চলুন কবিতাগুলো দেখা যাক।

পহেলা বৈশাখ ছোট কবিতা

বৃষ্টি বিহীন, বৈশাখী দিন

দমকা বায়ে, নূপূর পায়ে

যখন আসে, গন্ধ ভাসে !!”

 

আসলে ঝড়, কন্ঠ স্বর

হয়রে ভারী, তবুও আড়ি

ভাঙে ঘর, ভাঙে চর

কান্না বাড়ে, নদীর পাড়ে !!”””

 

পাকা আমের কালো জামের

সঙ্গে লিচু, আরো কিছু

ফলের সাথে সবাই মাতে !!”

 

পহেলা বৈশাখ ছোট কবিতা ২ নং

 

ফুলে ফুলে উড়ে প্রজাপতি

সমীরণ সৌরভ ছড়ায় ,,

মাতিয়া উঠে সবাকার প্রাণ

খুশিতে হৃদয় ভরে যায় !!”

 

পহেল বৈশাখের নতুন প্রভাতে

পাখিরা গাইছে গান ,,

আপন বেগে বহিছে নদী

শোন নদীর কলতান !!”””

 

পহেলা বৈশাখের এই নবীন প্রভাতে

প্রাণে জাগুক নব নব আশা ,,

পহেলা বৈশাখের আজিকে সবাই

নিও মোর প্রীতি ও ভালবাসা !;;

 

প্রভাতে সোনার বরণ রবি

উঠিয়াছে পূর্ব গগনে ,,

মাধবী, মালতী, টগর, করবী

ফুটিয়াছে বনে বনে !!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *