Skip to content
Home » প্রবাদ বাক্য তালিকা-নতুন নতুন প্রবাদ বাক্য

প্রবাদ বাক্য তালিকা-নতুন নতুন প্রবাদ বাক্য

  • by
প্রবাদ বাক্য তালিকা

প্রবাদ বাক্য তালিকা

আজকে আমরা বিভিন্ন ধরনের প্রবাদ বাক্য তালিকা সম্পর্কে কথা বলবো। আমরা অনেকেই আছি যারা কথায় কথায় প্রবাদ বাক্য ব্যবহার করে থাকি। প্রবাদ বাক্য বলাটা এক ধরনের আর্ট।প্রবাদ বাক্য বলতে অনেক বড় একটি বিষয়কে সর্টকাটে একটি প্রবাদ দ্বারা বোঝানো হয়।

আমরা অনেকে আছি এই প্রবাদ গুলো জানিনা। কিংবা এ প্রবাদগুলো কিভাবে কোথায় থেকে শিখবেন সে সম্পর্কে তেমন কোন ধারণা নাই।তাদের উদ্দেশ্যে এবং তাদের কথা মাথায় রেখে আজকে আমরা অনেকগুলো প্রবাদ বাক্য আপনাদের শোনাবো। যা আপনাদের দৈনন্দিন কাজে অনেক কাজে লাগবে।এ প্রবাদ বাক্য ব্যবহার করে আপনি অতি সহজে আপনার মনের ভাব প্রকাশ করতে পারবেন এবং আপনার বন্ধু মহলে আপনি সবাইকে বিনোদন দিতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে প্রবাদ বাক্য গুলো শোনা যাক।

আরো পড়ুন:

রোমান্টিক এস এম এস

 নতুন সব প্রবাদের তালিকা

  1. একতাই বল
  2. সময় এবং নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না
  3. একতাই বল বিভেদে পতন
  4. যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়
  5. মানুষ জন্মগতভাবে স্বাধীন কিন্তু সর্বত্র সে শৃঙ্খলিত
  6. জোর যার মুল্লুক তার
  7. সময় এবং নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না
  8. পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি
  9. পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি
  10. অলস মস্তিষ্ক শয়তানের কারখানা
  11. কয়লা ধুলে ময়লা যায় না
  12. ভালো হতে পয়সা লাগে না
  13. আঙ্গুর ফল টক
  14. অতি লোভে তাঁতি নষ্ট
  15. প্রয়োজন আইন মানে না
  16. চকচক করলেই সোনা হয় না
  17. ঢাকা কুকুর কামড়ায় না
  18. পরিশ্রমই সৌভাগ্যের প্রসূতি
  19. শূন্য কলসি বাজে বেশি
  20. ভুল করা মানুষের স্বভাব
  21. দির মস্তিষ্কের লোকেরা জয়লাভ করে
  22. হাতি ঘোড়া গেল তল মশা বলে কত জল
  23. বলা সহজ করা কঠিন
  24. এক হাতে তালি বাজে না
  25. মানুষ ভাবে এক আর হয় এক
  26. চোরে-চোরে মাসতুতো ভাই
  27. যে নিজের চেষ্টা করে আল্লাহ তাকে সাহায্য করে
  28. সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড়
  29. অল্প বিদ্যা ভয়ংকরী
  30. যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ
  31. যেমন কর্ম তেমন ফল
  32. সততাই সর্বোৎকৃষ্ট পন্থা
  33. খারাপ সংবাদ বাতাসের আগে ধায়

উপরে আমরা যে প্রবাদ বাক্য গুলো নিয়ে আলোচনা করেছি আশা করি আপনাদের উপকারে আসবে।যদি এ প্রবাদগুলো দিয়ে আপনাদের স্বল্প পরিমাণে উপকারে আসে তাহলে আমরা সার্থক।আমরা চেষ্টা করেছি সর্বোকৃষ্ট প্রবাদ বাক্য গুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তারপরও যদি আপনাদের কোন প্রবাদ বাক্য জানার প্রয়োজন থাকে তাহলে আপনার আমাদের কমেন্ট বক্সে যোগাযোগ করবেন আমরা আরো ভালো ভালো প্রবাদবাক্য রিচার্জ করে বের করে তার তৎক্ষণাৎ আপডেট করে দেবো এবং আপনাদের পড়ার সুযোগ করে দেবে যাতে আপনারা ভবিষ্যতে আরো ভালো ভালো প্রবাদ বাক্য শিখতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *