Skip to content
Home » প্রথম রোজা নিয়ে স্ট্যাটাস-ক্যাপশন,শুভেচ্ছা উক্তি

প্রথম রোজা নিয়ে স্ট্যাটাস-ক্যাপশন,শুভেচ্ছা উক্তি

প্রথম রোজা নিয়ে স্ট্যাটাস-ক্যাপশন,শুভেচ্ছা উক্তি

প্রথম রোজা নিয়ে স্ট্যাটাস, প্রত্যেক বছর রহমতে একটি মাস হিসেবে আমরা রমজান মাস পেয়ে থাকি ।এই মাসের গুরুত্ব এবং ফজিলত অপরিসীম। এই মাসে রোজা রাখার পাশাপাশি পাঁচ ওয়াক্ত সালাত এবং তারাবির নামাজ আদায় করে প্রত্যেকটি  মুসলমানের দায়িত্ব। এ মাসের ইবাদত বন্দিদের কারণে অনেক পাপী তাপী  মুক্তি পায়। রমজান মাসে ৩০ টি রোজাকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম ১০ টি রোজা হচ্ছে রহমত। তারপরের দশটি রোজা হচ্ছে মাগফেরাত ও তৃতীয় ১০ দিন হচ্ছে নাজাত।একজন ব্যক্তি যদি ৩০ টা রোযা পালন করে থাকে তাহলে তার মধ্যে মুমিনের অনেকগুলো গুন চলে আসে। এর জন্য রোজার গুরুত্ব অপরিসিম।

মাহে রমজানের স্ট্যাটাস

আপনারা যারা রমজান মাসকে কেন্দ্র করে স্ট্যাটাস খুজতেছেন তাদের জন্য সুন্দর কিছু স্ট্যাটাস নিয়ে হাজির হয়েছি। আপনারা চাইলে প্রথম রমজানের এই স্ট্যাটাস গুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়া শেয়ার করে মাহে রমজানের শুভেচ্ছা বিনিময় করতে পারেন।

>> আল্লাহ বলেছেন রোজা আমার জন্য তার প্রতিদান আমি নিজেই।

>> ইফতারের পূর্ব পর্যন্ত প্রতিটি রোজাদারের জন্য ফেরেশতা দোয়া করতে থাকে।

— আল হাদিস

>>মানুষের কাছে গুনাহ মোচনের সবথেকে বড় মাধ্যম হচ্ছে রোজা।

— আল হাদিস

>>রমজান মাসে শয়তানকে বন্দী করে রাখা হয়। রমজান মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। রমজান মাসে ইবাদতের উসিলায় অনেক পাপী মুক্তি পায়।

>>আমাদের শুধু রমজান মাসকে কেন্দ্র করেই ইবাদত বন্দেগী করলে হবে না। সারা বছর আল্লাহর ইবাদত বন্দেগি করতে হবে এবং পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে।

>>আল্লাহর আদেশে রোজাদার ব্যাক্তিদের জন্য প্রতিদিন জান্নাতকে সজ্জিত করা হয়।

— আল হাদিস

>>রোজার মাস শুরু হলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়।

— আল হাদিস

>>রোজার সর্বশেষ রাত্রে আল্লাহ তার সকল বান্দাগণকে মাফ করে দিবেন।

— আল হাদিস

ইফতার নিয়ে স্ট্যাটাস

ইফতার নিয়ে স্ট্যাটাস

এখন আপনাদের মাঝে ইফতার নিয়ে সুন্দর কিছু স্ট্যাটাস শেয়ার করা হলো:

>>সাহল ইবনে সা’দ (রাঃ) বলেন যে, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ লোকেরা যতক্ষণ না তারা দ্রুত ইফতার করবে ততক্ষণ তারা ভাল অবস্থায় থাকবে।

>>সাহল ইবনে সা’দ (রাঃ) বলেন যে, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ লোকেরা যতক্ষণ না তারা দ্রুত ইফতার করবে ততক্ষণ তারা ভাল অবস্থায় থাকবে।

>>রোজা এই চেতনা আমাদের সবার হৃদয়ে থাকুক এবং আমাদের আত্মাকে ভিতর থেকে আলোকিত করুক।

— মনিকা জনসন

> >রোজা এমন একটি ঢাল যা দিয়ে একজন বান্দা নিজেকে আগুন থেকে রক্ষা করে।

(ইমাম আহমদ, সহীহ)

রমজানের ক্যাপশন

>> নামাজ পড়ো, রোজা রাখ, কলমা পড় ভাই,তোর আখেরের কাজ করে নে সময় যে আর নাই ।

— কাজী নজ্রুল ইসলাম

>> রোজা হলো আত্মসংযম যা আমাদেরকে সকল মন্দ কাজ থেকে বিরত রাখে।

— আল হাদিস

>>আমাদের মুসলমান হতে হবে সব সময়ের জন্য, শুধু রমজান মাসের জন্য নয়।

— সেইন্ট অগাস্টিন

>>প্রতিটি রোজাদার বান্দাকে আল্লাহ তায়ালা নিজ হাতে তাদের পুরস্কার তুলে দিবেন।

— আল হাদিস

>>প্রতিটি রোজাদার বান্দার মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকের চেয়ে বেশী ঘ্রানযুক্ত।

— আল হাদিস

>> হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। যেমন ফরজ করা হয়েছিলো তোমাদের পূর্ববর্তী লোকদের উপর । যেন তোমরা পরহেযগারী অর্জন করতে পার।

— আল কুরআন

রোজা নিয়ে শুভেচ্ছা উক্তি

>>রোজার একটি অন্যতম ফজিলত হলো রোজার মাধ্যমে আচার-আচরণ ও চরিত্র সুন্দর হয়।

— আল হাদিস

>>রোজার মাসকে কাজে লাগিয়ে আমরা যেন নিজেদের আত্মশুদ্ধি করতে পারি এ বিষয়ে আমাদের খেয়াল রাখা উচিৎ।

— প্যারাসেলসুস

>> রোজা, নামাজ এবং বাকি সকল ইবাদতগুলো মানুষকে অন্য যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি শক্তিশালী করে তোলে।

>> জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করার জন্য মানুষের সবথেকে বড় ঢাল হলো রোজা।

— আল হাদিস

অগ্রিম রমজানের শুভেচ্ছা স্ট্যাটাস

>>আসসালামু আলাইকুম। আমি আপনাকে অগ্রিম রমজানের শুভেচ্ছা জানাই। রমজান মাস মুসলমানদের জন্য একটি পবিত্র মাস যা বিশেষভাবে পূর্বাভাস করে আল্লাহর কাছে বেশী প্রার্থনা করতে ও আল্লাহর দয়া ও করুণার অপেক্ষায় রয়েছে। আশা করি রমজান মাস আপনাকে পবিত্র এবং সমৃদ্ধ করে তুলবে।

>>আসসালামু আলাইকুম, রমজান মুবারক! আশা করি এই পবিত্র মাহে আল্লাহ আপনাকে সকল সুখ, সমৃদ্ধি এবং আনন্দ দান করবেন। রমজান আসলে একটি শিক্ষামূলক মাস যা মানুষকে তাদের আত্মশুদ্ধি এবং আল্লাহর ভরিু করে তোলে।  আপনার সকল দু’আ গ্রহণ করা হলো।

 ট্যাগ পোস্ট:

রমজানের শুভেচ্ছা আরবি।রোজার শুভেচ্ছা।রমজানের পিকচার।

রোজা নিয়ে কবিতা

রোজা রাখো

রমজান আলী রনি

———————————–

শোনো সকল মুসলমান ভাই

রমজানের এই মাসে

চাঁদের হাসি আকাশ নীড়ে

খিলখিলিয়ে হাসে।

 

বিশ্ব মুসলিম পথ চলে তাই

আলোর পাখি হয়ে

রোজা রাখো নামাজ পড়ো

আল্লাহ পাকের ভয়ে।

 

মাহে রমজান পবিত্র মাস

আর পাবে না ফিরে

মৃত্যু এসে ধরবে তোমায়

প্রাণপাখি কে ঘিরে।

 

রোজা রাখো ধোকা কমাও

সঠিক পথে চলো।

আরো পরুন:

২০২৩ সালের প্রথম রোজা কত তারিখে

আইয়্যামে বীজের রোজা কি এবং এই রোজা রাখার ফজিলত

রোজা রাখার নিয়ত-ইফতারের দোয়া ও সেহরি দোয়া রাংলায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *