Skip to content
Home » ৩০+ বসন্তের রোমান্টিক স্ট্যাটাস SMS

৩০+ বসন্তের রোমান্টিক স্ট্যাটাস SMS

৩০+ বসন্তের রোমান্টিক স্ট্যাটাস SMS

৩০+ বসন্তের রোমান্টিক স্ট্যাটাস SMS-বসন্ত এসে গেছে, যখনই এই কথাটি শুনে তখনই বসন্তের বাতাস মনে হয় বলতেছে। তাই আপনাদের জন্য বসন্তের রোমান্টিক স্ট্যাটাস এসএমএস নিয়ে হাজির হয়েছি। আপনি কি বসন্তের রোমান্টিক স্ট্যাটাস খুঁজতেছেন? তাহলে আপনি সঠিক পোস্ট এ ভিজিট করেছেন। কারণ আজকে আমরা আপনাদের সাথে বসন্তের সব নতুন নতুন রোমান্টিক স্ট্যাটাস এসএমএস শেয়ার করব। যাতে আপনারা এই বসন্তে আপনাদের প্রিয় মানুষটির সাথে বসন্তের রোমান্টিক স্ট্যাটাস গুলো শেয়ার করে তাদের বসন্তের শুভেচ্ছা জানাতে পারেন।

Read More>> পহেলা ফাল্গুন ছবি

বসন্তের রোমান্টিক স্ট্যাটাস

বসন্তের রোমান্টিক স্ট্যাটাস

আজকে আপনাদের সাথে নতুন কিছু বসন্তের এসএমএস ও স্ট্যাটাস নিয়ে হাজির হয়েছি। যদি আপনি বসন্তের স্ট্যাটাস খুঁজে থাকেন তাহলে এখানে আপনারা নতুন নতুন স্ট্যাটাস পেয়ে যাবে। যদি আমাদের এই স্ট্যাটাস গুলো ভালো লেগে থাকে আপনাদের তাহলে আমরা সার্থক। এছাড়াও স্ট্যাটাস এর পাশাপাশি আপনারা আমাদের ওয়েবসাইটের অ্যাড গুলোতে ক্লিক করবেন। যার ফলে আমাদের অনুপ্রেরণা আরো বেড়ে যাবে। এতে আমরা আরো নতুন নতুন স্ট্যাটাস এসএমএস আপনাদের সাথে শেয়ার করতে পারব। তাহলে চলুন বসন্তের স্ট্যাটাস গুলো দেখা যাক।

  • গাছে গাছে নতুন পাতা..

ফুল ফুটছে বেস।

সব পাখির মন খারাপ..

শীতের হলো শেষ।

নতুন রুপে,নতুন সাজে..

নিভাবে মনের আগুন।

তাইতো আজ প্রকৃতি জুড়ে।।

বসন্তের ফাগুন।

  • দেখো বসন্তের বাতাস বইছে আজি

এসো বসন্তের রঙে সাজি,

আজ ঘুরে ফিরে চাইছে না যে

আমার এ মনের মাঝি ।

  • হয়তো ফুটেনি ফুল রবীন্দ্র সংগীতে যত আছে

হয়তো গাহেনি পাখি অন্তর উদাস সুরে

হয়তো কুসুম কলি ঘিরে

আকাশে মেলিয়া আখি

তবুও ফুটেছে জবা, দুরন্ত শিমুল গাছে

তার তলে ভালোবেসে বসে আছে বসন্ত পথিক ।

  • কত বসন্ত আসে

কত বসন্ত যায়

কত কোকিল পথ হারিয়ে

কণ্ঠ থেমে যায় অবলীলায়

শুধু আমি কোথাও যেতে পারলাম না

তোমাকে ছেড়ে কোথাও না ।

  • বসন্ত মাস ভালোবাসায় ভরপুর

তুমি আর আমি ঘুরবো সারা দুপুর

বসন্তের ফুল গুঁজে দেবো তোমার খোঁপায়

ভালোবাসার এটাই তো সেরা সময় ।

  • হে বসন্ত ক্ষণিকের মায়ায় যাসনে তুই চলে

যদিও যাবি যাস তুই আমায় একটু বলে

যাবার সময় দিস আমায় তোর রংয়ের একটুখানি ছোঁয়া

দিবি কি আমায় ? আমি এই অল্প খানি চাই

সারাজীবন থাকবো আমি তোরই অপেক্ষায়

  • আজ আমি বৃষ্টিতে ভিজেছি

আর মন খুলে কেঁদেছি

কেউ বুঝতেই পারিনি যে আমার

চোখ থেকে গড়িয়ে পড়ছে বৃষ্টির জল

নাকি চোখের জল

তাইতো বৃষ্টি এলেই আমি

নিজেকে ভাসিয়ে দেই বৃষ্টির জলে

  • প্রকৃতি সেজেছে আজ অপরূপ সাজে

মনের মাঝে একটি সুর বাজে

শিমুলের বনে আজ লেগেছে আগুন

আজ কি তবে আবার এসেছে ফাগুন

বসন্তের রোমান্টিক SMS

বসন্তের রোমান্টিক SMS

প্রিয় ভিজিটর আপনাদের বসন্তের রোমান্টিক স্ট্যাটাস এর পাশাপাশি আপনাদের জন্য অনেকগুলো নতুন এসএমএস নিয়ে আসলাম। আপনারা যারা বসন্তের রোমান্টিক এসএমএস খুঁজছেন তাদের উদ্দেশ্যে আজকে আমরা কিছু নতুন নতুন রোমান্টিক বসন্তের এসএমএস নিয়ে হাজির হয়েছি। যদি এসএমএস গুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্ট করবেন এবং এই পেজের একটি এডে ক্লিক করবেন।

  • আগুন ভরা আকাশ..

গরম গরম বাতাস..

ছিরবিরানি গা..

গরম কমে না..

কলসি কলসি জল..

মাথায় দিবি কত বল..

এইতো সবে শুরু..

ভালো থেকো গুরু.

  • একটি কবিতা..

একটি পলাশ..

একটি কোকিল..

তুমি আর আমি..

সব মিলিয়ে আজ..

—বসন্ত।*

  • শীত গেলো গরম এল,

পুকুরের পানি ময়লা হল।

গরমের এখনো নুতন রুপ,

নদীতে দিতে হবে ডুপ।

ওরে আমার বন্ধু গন,

তোমাদের গরমের নিমন্ত্রণ।*

  • বসন্তের আগমনে কোকিলের সুর,

গ্রীষ্মের আগমনে রোদেলা দুপুর।

বর্ষার আগমনে সাদা কাশফুল,

এই দুপুরে তোমাকে দেখতে মন হলো বেকুল।

  • গাছে গাছে নতুন পাতা..

ফুল ফুটছে বেশ।

সব পাখির মন খারাপ..

শিতের হল শেষ।

নতুন রুপে,নতুন সাঁঝে..

নিভাবে মনের আগুন।

তাইতো আজ প্রকৃতি জুড়ে।।

বসন্তের ফাগুন।*

  • প্রকৃতি সেজেছে আজ অপরূপ সাজে,

মনের মাঝে একি সুর বাজে।

শিমুলের বনে আজ লেগেছে আগুন,

আজ কি তবে আবার এসেছে ফাগুন?

  • *আমি চলে যাচ্ছি..

৫ মাস আর হয়তো দেখা হবে না..

যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি তাহলে ক্ষমা করে দিও ..

….ইতি..

  • হে বসন্ত,

খনিকের মায়ায় যাসনে তুই চলে..

যদিও যাবি,

যাস তুই আমায় একটু বলে।

যাবার সময়,

দিস আমায় তোর রঙের একটু খানি ছোয়া।

দিবি কি আমায়??

আমি এই অল্প খানি চাই,

সারাজীবন থাকবো আমি তোরই অপেক্ষায়।**

পরিশেষে আপনাদের একটি কথাই বলবো। যদি আমাদের এই বসন্তের স্ট্যাটাস এবং এসএমএস এই পোস্টটি ভাল লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন সেই সাথে আমাদের পেজের একটি এডে ক্লিক করবেন। এর ফলে আমাদের আত্মবিশ্বাস আরো বেড়ে যাবে এবং নতুন কিছু আপনাদের দেওয়ার চেষ্টা করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *