Skip to content
Home » বড়দিনের  সেরা ৬০ টি শুভেচ্ছা  বার্তা স্ট্যাটাস এস এম এস ও ছবি ২০২২ ম্যাসেজ

বড়দিনের  সেরা ৬০ টি শুভেচ্ছা  বার্তা স্ট্যাটাস এস এম এস ও ছবি ২০২২ ম্যাসেজ

  • by
বড়দিনের  সেরা ৬০ টি শুভেচ্ছা  বার্তা স্ট্যাটাস এস এম এস

বড়দিনের  সেরা ৬০ টি শুভেচ্ছা  বার্তা স্ট্যাটাস এস এম এস ও ছবি ২০২২ ম্যাসেজ, সবাইকে জানাই বড়দিনের শুভেচ্ছা, এ দিনটির জন্য আমরা অপেক্ষা করি একটি বছর। দিনটি আসলে আমাদের মনে পড়ে যায় জিঙ্গেল জিঙ্গেল কথাটি। বড়দিন আসলে আমরা সবাই ননদের বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন কাছের দূরের সকল মানুষকে জানাই বড়দিনের শুভেচ্ছা এসএমএস পিকচার আরো কত কি। যে সকল ভিজিটর বড়দিনের নতুন নতুন এসএমএস স্ট্যাটাস শুভেচ্ছা বার্তা খুজতেছেন তার সঠিক উত্তর প্রবেশ করেছেন। আজকে আমরা আপনাদের জন্য সুন্দর সুন্দর বড়দিনের শুভেচ্ছা বার্তা নিয়ে হাজির হয়েছি। যারা নিজ জ্ঞানে কোন শুভেচ্ছা বার্তা লিখতে পারেন না তাদের জন্য এই পোস্টটি অনেক হেল্পফুল হবে। তাহলে চলুন দেরী না করে শুভেচ্ছা বার্তা গুলো দেখা যাক।

বড়দিনের শুভেচ্ছা বার্তা পিক

বড়দিন হচ্ছে খ্রীষ্টান ধর্মের একটি অন্যতম প্রধান উৎসব। এই অনুষ্ঠানকে ঘিরে তারা একটি বছর অপেক্ষা করে। এই উৎসবটি তাদের একটি বিশেষ উৎসব। খ্রিস্টান ধর্মাবলম্বীদের ভাষ্যমতে এ দিনে তাদের ঈশ্বর যিশুখ্রিস্টের জন্ম হয়েছিল। তাই খ্রিস্টান ধর্মাবলম্বীরা এদিনটি মহা উৎসব ও ধুমধামের সাথে পালন করে থাকে। বড়দিন তাদের বড় উৎসব হলেও এই উৎসবের মাধ্যমে তারা প্রতিবছর একে অপরের সাথে একটি ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়। 2021 সালের বড়দিনের সুন্দর সুন্দর স্ট্যাটাস শুভেচ্ছাবার্তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। যাতে আপনারা অতি সহজে আপনাদের কাছের মানুষের কাছে এই বার্তা গুলো পৌছে তাদের সাথে একটি ভালোবাসার বন্ধন তৈরি করতে পারেন।

  • এই শীতের সকালে তোমার বড়দিন খুব ভালো কাটুক, শুভ বড়দিন।
  • এই শীতের কুয়াশা ঘেরা সুন্দর মুহূর্তর মতো তোমার জীবনটা হয়ে উঠুক অনেক মধুর, শুভ বড়দিন।
  • আজকের বড় দিনের আলোয় আলোকিত হোক তোমার সামনের আগামী দিনগুলো, শুভ বড়দিন।
  • পার্থনা করি আজকের দিনটি যেন তোমার অনেক সুন্দর কাটুক শুভ বড়দিন।
  • সারাটি বছর যেন যিশুখ্রিস্টের শান্তি বর্ষিত হোক তোমার উপর শুভ বড়দিন

বড়দিনের শুভেচ্ছা বার্তা পিক

বড়দিনের শুভেচ্ছা

“আশা করি তোমার বড়দিনটা

ভীষণ ভালো কাটবে!!

পরিবারের সবাইকে খুশী রেখো,

❦~মেরি ক্রিসমাস~❦”

—————————–

“বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা

তোমায় ও তোমার পরিবারকে..!”

“আমার তরফ থেকে সকলকে

বড়দিন এর অনেক অনেক শুভেচ্ছা

ভালাে কাটুক সকলের এই শুভ দিনটি।”

——————————————-

“আমার তরফ থেকে

তােমাকে ও তােমার পরিবারের

সকলকে ২৫-শে ডিসেম্বর

শুভ বড়দিনের শুভেচ্ছা রইলো।”

——————————

“ক্রিসমাস হলো এমন

একটা যাদুর কাঠি

যার পরশে পৃথিবীর সকল

মানুষকে ছুয়ে যায়

আর দেখায় সুখ,

সান্তি ও সমৃদ্ধির পথ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *