Skip to content
Home » ঈদ মোবারক নিয়ে উক্তি,স্ট্যাটাস,ক্যাপশন ও কবিতা

ঈদ মোবারক নিয়ে উক্তি,স্ট্যাটাস,ক্যাপশন ও কবিতা

  • by

ঈদ মোবারক নিয়ে উক্তি,স্ট্যাটাস,ক্যাপশন ও কবিতা ।ঈদকে সামনে রেখে আজকে আমরা আপনাদের সাথে ঈদ মোবারক উক্তি স্ট্যাটাস ক্যাপশন এবং কবিতা শেয়ার করব। ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ভাগাভাগি করে নেওয়ার সময়। মুসলিমদের দুটি প্রধান ধর্মীয় উৎসব তা হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। এ দুটি উৎসবের মধ্যে তারা তাদের প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন করে থাকে।

সেই ঈদকে সামনে রেখে ঈদের আনন্দকে সবার মাঝে পৌঁছে দেওয়ার জন্য আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করবো ঈদ মোবারক উক্তি স্ট্যাটাস ক্যাপশন কবিতা। যদি আপনারা ঈদ স্পেশাল ঈদ মোবারক মুক্তি পেতে চান তাহলে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়বেন। কারণ আজকে আমরা আপনাদের সাথে নতুন কিছু ঈদ মোবারক উক্তি স্ট্যাটাস শেয়ার করব। উক্তি স্ট্যাটাস এর পাশাপাশি কবিতা ও বিভিন্ন ধরনের ঈদ মোবারক ক্যাপশন শেয়ার করব। যদি আমাদের এই পোস্ট আপনার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন।

Read More>>

ঈদ মোবারক পিকচার 2022-শুভেচ্ছা GIF পিকচার-শুভেচ্ছা পোস্টার ডিজাইন

অগ্রিম ঈদ মোবারক পিকচার,শুভেচ্ছা পিকচার,ছবি,ফটো,ওয়ালপেপার ২০২২

ঈদের শুভেচ্ছা কার্ড-শুভেচ্ছা পোস্টার ডিজাইন-শুভেচ্ছা ব্যানার ডিজাইন PNG 2022

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা-এস এম এস,স্ট্যাটাস,উক্তি,পিকচার (৩মে ২০২২)

ঈদ মোবারক নিয়ে উক্তি

সম্মানিত ভিজিটর সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। যারা ঈদ উপলক্ষে ঈদ মোবারক উক্তি খুজতেছেন তারা এ পোস্টটি মনোযোগ সহকারে পড়বেন। কারণ এখন আমরা আপনাদের সাথে ঈদ মোবারক ঈদ স্পেশাল কিছু উক্তি আপনাদের সাথে শেয়ার করব।

>ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি, এই ঈদে সবাইকে ভালোবাসি। ঈদ মোবারক

>এই ঈদে সবাইকে 3 বান্টি ভালোবাসা। ঈদ মোবারক।

>সকল ঈদের সেরা ঈদ। ঈদুল ফিতর খুশির ঈদ। সবাইকে ঈদ মোবারক।

ঈদ মোবারক নিয়ে স্ট্যাটাস

>>দূরের মানুষ আসুক কাছে, কাছের জন থাকুক পাশে,

মন ছুটে যাক তোমার টানে, নয়া চাদের আগমনে,

কাটুক খুশি সবার মনে ,ঈদ বোবারক ***

>>ঈদ আনে বস্তা ভর্তি খুশি, তাই তুমি খেয়ো পেট পুরে পোলাও আর খাশি।

তাই বলে ঈদ কখনো হবে না বাসি, ঈদ মোবারক***

>>নতুন সকাল নতুন দিন। শুভ হোক ঈদের দিন।

নতুন রাত বাকা চাঁদ। রঙ্গীন হোক ঈদের রাত।

ঈদ মোবারক***

ঈদ মোবারক নিয়ে স্ট্যাটাস

>>বলছি আমি আমার কথা, ঈদে থাকবে নাকো মনের ব্যাথা,

আমার জীবনে অনেক চাওয়া, ঈদ থেকে সব পাওয়া,

ঈদের প্রতি তাই এত্ত ভালোবাসা,

ঈদ মোবারক***

>>ঈদের শুভেচ্ছা জানাই তোমাকে, অনেক বেশি খুশি ঘিরে রাখুক তোমাকে,

সব আপনজনের মায়া মাতিয়ে রাখুক তোমাকে, শুধু যখন সালামি পাবে মনে করিও আমাকে***

><>বাকা চাঁদের হাসিতে,দাওয়াত দিলাম আসিতে,

আসতে যদি না পারো ঈদ মোবারক গ্রহন করো***

>>নীল আকাশে ঈদ এর চাঁদ,ঈদের আগে চাঁদনী রাত।

ঈদ হল খুশির দিন,দাওয়াত রইলো ঈদের দিন।

ভালো থেকো সীমাহীন,ঈদ-এর দিন টা তোমার হোক রঙিন

ঈদ মোবারাক***

ঈদ মোবারক নিয়ে স্ট্যাটাস

>>আসছে ঈদ লাগছে ভালো তাই তো আমায় বলতে হলো

ঈদ মানে আশায় ভরা আলো ।ঈদ মানে আশা…

ঈদ মানে সুন্দর জীবন সুন্দর ভালোবাসা***

>>আকাশের সব নীল দিয়ে, প্রভাতের সব আলো দিয়ে,

সমুদ্রের সব গভীরতা দিয়ে,হৃদয়ের সব অনুভূতি দিয়ে,

তোমাকে জানাই ঈদ এর শুভেচ্ছা.***

ঈদ মোবারক নিয়ে কবিতা 2022

ঈদের দিনে করো সাথে থাকবেনা কোনো আরি

জাদ ভেদ ভেদ ভুলে যাবে গরিব মালিক মিশে

শত্রু মিত্র মিলে গড়বো মোরা সুখের এক বাড়ি

ফিরনি শিমুই হবে আরও নানান খাবার

মিলে যাবে সকল হৃদয় ঈদের খুশির স্পর্শে ”

একে অন্যের পাশে বসে করবো মোরা আহার

* Eid Mubarak *

♦ রং লেগেছে মনে, মধুর এই ক্ষনে,

তোমায় আমি রাঙিয়ে দিবো ইদের এই দিনে ।

ঈদ মোবারাক

তোমায় পড়ে মনে,

ঈদের এই খুশীর দিনে,

তুমি কাছে এলে দুঃখ যাই সব ভুলে,

তাইতো তোমায় রেখেছি আমার মনের একটি কোনে ।

তুমি দূরে গেলে কষ্ট গুলো বাড়ে ,

ঈদ মোবারাক

ঈদের শুভেচ্ছা মেসেজ

ঈদ আসলে আনন্দ খুশিতে আমরা সবাই মেতে উঠি। আসলে আমাদের প্রিয়জনদের কথা মনে পড়ে যায়। তার জন্য তাদের শুভেচ্ছা জানানোর জন্য আমরা বিভিন্ন ধরনের ঈদ শুভেচ্ছার মেসেজ সংগ্রহ করে থাকি। আজকে আপনাদের সুবিধার্থে আমরা ঈদ উপলক্ষে নতুন কিছু শুভেচ্ছা মেসেজ আপনাদের সাথে শেয়ার করলাম। যাতে আপনারা খুব সুন্দর ভাবে ঈদের শুভেচ্ছা সবাইকে জানাতে পারেন।

>>ঈদ মানে খুশি, গরুর গলায় রশি, শীতের সর্দি কাশি, আবার হুজুরের মুখে হাসি, তবুও ঈদ ভালোবাসি, তাই সবাইকে ঈদ মুবারক জানিয়ে এবার আমি আসি। *ঈদ মুবারক*

>>ঈদ আনে বস্তা ভর্তি খুশি, তাই তুমি খেয়ো পেট পুরে পোলাও আর খাশি। তাই বলে ঈদ কখনো হবে না বাসি, ঈদ মোবারক।

>>হাই এস.এম.এস. যার কাছে যাবি, যাকে পাবি, তাকেই আমার সালাম দিবি, লাল গোলাপের শুভেচ্ছা দিয়ে ঈদ এর দাওয়াত জানিয়ে দিবি আর মিষ্টি করে বলবি-

>>চিঠি দিয়ে নয়, ফুল দিয়ে নয়। কার্ড দিয়ে নয়, কল দিয়ে নয়। মনের গহীন থেকে মিষ্টি SMS দিয়ে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক…!

>>আমি সরি, আমাকে ভুলে যাও পিলিজ, আমি আর কিছুক্ষন পর চলে যাবো, আমার পরে যে আসবে তাকে নিয়েই তোমরা এনজয় করো, ইতি তোমার প্রিয় রমজান মুবারক। *ঈদ মুবারক।

পরিশেষে আপনাদের একটি কথাই বলতে চাই যদি আমাদের এই পোস্টটি আপনাদের কাছে ভাল লেগে থাকে। তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে ঈদের আনন্দ সবাই উপভোগ করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *