১৪ ফেব্রুয়ারি ফানি স্ট্যাটাস, উক্তি, এস এম এস,আজ ভ্যালেন্টাইন্স ডে, সবাইকে ভ্যালেন্টাইন্স ডের শুভেচ্ছা ও অভিনন্দন। বরাবরের মতো আজকেও আমরা আপনাদের সাথে শেয়ার করব 14 ফেব্রুয়ারি সানি স্ট্যাটাস উক্তি এসএমএস। 14 ই ফেব্রুয়ারি হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস। ফেব্রুয়ারী 14 তারিখে এই দিবসটি উদযাপিত হয় সারা বিশ্বব্যাপী। আমাদের দেশে পহেলা ফাল্গুন 13 ই ফেব্রুয়ারি পরের দিনে হচ্ছে 14 ফেব্রুয়ারি। যার ফলে আমাদের অতীত পহেলা ফাল্গুন এর উৎসব উদযাপন করার পরদিনই আমরা ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করে থাকে। যার ফলে আমাদের এই ভ্যালেন্টাইন্স ডে একটি ঐতিহ্য হিসেবে চলে আসতেছে।
ভ্যালেন্টাইন্স ডে ফানি স্ট্যাটাস
ভ্যালেন্টাইন্স ডে আসলে যেমন প্রেমিক-প্রেমিকারা স্কুল কলেজ ইউনিভার্সিটি ছেলে-মেয়েদের একটি আনন্দ লেগে যায় তেমনি কিছু বন্ধুবান্ধব আছে যারা তাদের বন্ধু-বান্ধবদের ফানি কিছু কথা বলে কিংবা স্ট্যাটাস লিখে তাদের উইশ করতে চায়। ঠিক আছে আমরা তেমন কিছু ফানি স্ট্যাটাস এসএমএস আপনাদের সাথে শেয়ার করবো যেগুলো হয়তো আপনারা আগে কখনো শোনেননি। এই ফানি স্ট্যাটাস গুলো আপনারা আপনাদের প্রিয় জন কিংবা বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে তাদের ভ্যালেন্টাইন্স ডে শুভেচ্ছা জানাতে পারেন কিংবা উইশ করতে পারেন।
ভ্যালেন্টাইনের প্রথম প্রহরে অর্থাৎ রাত বারটায় প্রেমিক-প্রেমিকার ফোনালাপ-
প্রেমিক : বিশ্বাস কর লক্ষিটি আমি শুধু তোমাকেই ভালবাসি।
আপরপ্রান্তে অবিশ্বাসমাখা কন্ঠে…
:সত্যি বলছো তো? তাহলে বলো তো কে আমি?
প্রেমিক : না ইয়ে মানে আননোন নাম্বার থেকে করেছো তো তাই চিনতে পারছি না। তাই বলে আবার রাগ কোরো না প্লিজ তোমার গলা তো আমার যুগ যুগ ধরে চেনা।
আরো পড়ুন: ১৪ ফেব্রুয়ারি ভালবাসা দিবস sms-happy valentine day এসএমএস পিকচার
ভালবাসা দিবসে দুই তরুন-তরুনী।
তরুনী : একবার এক ছেলে চুমু খাওয়ার প্রস্তাব করেছিল আমাকে। শুনেতো আমি প্রায় অজ্ঞান হয়ে গিয়ে ছিলাম।
তরুন : তাহলে বাদ! তরুনী : মানে??
তরুন : না মানে আমি যে প্রস্তাব করার প্লান করছিলাম সেটা করলেতো তুমি মারাই যেতে।
স্ত্রী : এই শোন, ভ্যালেন্টাইনস ডেতে কথা দাও, আজ থেকে তুমি আমার আত্মীয়দের ভালোবাসবে। স্বামী : অবশ্যই। দেখ, ইন ফ্যাক্ট আমি কিন্তু তোমার শাশুড়িকে আমার শাশুড়ির চেয়ে বেশি ভালোবাসি।
আরো পড়ুন: ভালোবাসা দিবস (১৪ ফেব্রুয়ারি) – বাংলার কবিতা
ভালোবাসার সংজ্ঞা জানতে চাওয়া হলে,
ছাত্রঃ ভালোবাসার পূর্ণ অর্থ হলো ভা- ভালো-মন্দ চিন্তা না করে লো- লোকলজ্জা উপেখ্খা করে বা- মা-বাবার মুখে চুনকালি দিয়ে সা- সাগরে ঝাঁপ দেয়া। গণিত
শিক্ষকঃ যার দৈর্ঘ্য, প্রস্থ ও বেধ নেই শুধু গভীরতা আছে তাকেই ভালোবাসা বলে।
ডাক্তারঃ ভালোবাসা এমন এক রোগের নাম, যা ঘুম নষ্ট করে, ক্ষুধা কমায়, চিন্তা বৃদ্ধি করে।
পুলিশঃ ভালোবাসা এমন এক জেলখানা যেখানে হৃদয় বন্দীদের খেলা চলে।
কবিঃ ভালোবাসা মানে উদাস হয়ে যাওয়া।
রাজনীতিবিদঃ ভালোবাসা হলো পার্কে, গাছতলায়, চাইনিজে সেমিনার আর বক্তৃতা।
ভিখারীঃ ভালোবাসা হলো একজনের মন অন্যজনকে ভিড়্গে দেয়া, অন্যজনের মন ভিড়্গে নেয়া।
কুলিঃ ভালোবাসা মানে অপরের সুখ-দুঃখ আঁটি বেঁধে বহন করা।
মাঝিঃ ভালোবাসা হলো মান-অভিমান এবং কিছু আবেগের দাঁড় টানা।
বিক্রেতা: ভালোবাসা হচ্ছে হৃদয়ের বেচাকেনা।
বাড়িওয়ালাঃ ভালোবাসা মানে দুই বেড, বাথ, ড্রইং আর একটা সুন্দর বারান্দা।
ব্যর্থ প্রেমিকঃ ভালোবাসা বলে নেই তো কিছু, ভালোবাসা মানে ফাঁকি।
প্রপোজ করলে আজকেই করো,,,, কারণ আমি শুক্রবারে কাউকে ফেরাই না
জীবনে অনেক কিছুই পেয়েছি,,,,, কিন্তু বাংলা ২য় পত্রে পিতার নিকট টাকা চেয়ে পত্র লেখার টাকা গুলো আজও আমি পাইনি
আজকে গরীব বলে,,,, নিজে ফেসবুক চালাতে হয়,,,বড় লোক হলে ড্রাইভার রাখতাম?
আমার ধৈর্যের পরীক্ষা নিও না,,,,, আমি বিটিভির এড দেইখা ? বড় হইছি!
‘বহিপীর’ নাটক এ যদি তাহেরা না পালাইতো,,,,,, তাহলে এত বড় নাটক পড়া লাগতো না।
আইন নিজের হাতে তুলে নেবেননা,,,,,, মশা ধরে? পুলিশের হাতে তুলে দিন??
সবার জীবনে প্রে‘ম আসে,,, আমার জীবনেও এসেছিল,,,, কিন্তু সেদিন ছিলাম আমি মঙ্গল গ্রহে।।।
‘বহিপীর’ নাটক এ যদি তাহেরা না পালাইতো,,,,, তাহলে এত বড় নাটক পড়া লাগতো না
ছোট বেলায় অনেক Cute ছিলাম.! মানুষের নজর লাইগা কালো হইয়া গেছি.!
তেলাপোকা দেখে বিছানায়
হিসু করা মে`য়ে গুলি
Facebook এ এসে বলে কিনা
বিয়ের প`র জামাই পিটাবে,,…..,।
————————————————————-
ইংলিশ টু নোয়াখাইল্যা
U know what! I miss u ভেরি much.
তুই জানোনি!
ত্যোয়ার লাই আঁর কইলজা হাডি যায়।
——————————————————
আম্মু- কিরে তুই না বললিঈদের পর থেকে পড়তে বসবি!
আমি- কোন ঈদ সেটা বলিনি আম্মু!