Skip to content
Home » শুভ সকাল মেসেজ  এসএমএস ও ফেসবুক স্ট্যাটাস

শুভ সকাল মেসেজ  এসএমএস ও ফেসবুক স্ট্যাটাস

  • by
শুভ সকাল মেসেজ  এসএমএস ও ফেসবুক স্ট্যাটাস 

শুভ সকাল মেসেজ  এসএমএস ও ফেসবুক স্ট্যাটাস

প্রিয় পাঠক, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো সবাই। আমরা আমাদের প্রিয়জনকে কিংবা ভালোবাসার মানুষকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মুঠোফোনে একটি এসএমএস পাঠায় সেটি হচ্ছে শুভ সকাল। সে সকল বন্ধুদের জন্য আজকে আমি কিছু শুভ সকাল এসএমএস ফেসবুক স্ট্যাটাস মেসেজ শেয়ার করব।

আমাদের আজকের এই পোস্টটি শুধুমাত্র তাদের জন্য যারা। শুভ সকাল বা সকালের শুভেচ্ছা লিখতে পারেনা। আমরা আজকে সেই সকল ভাই ও বোনেদের জন্যে নতুন নতুন শুভ সকাল এসএমএস স্ট্যাটাস নিয়ে এসেছি।শুভ সকাল মেসেজ  এসএমএস ও ফেসবুক স্ট্যাটাস নিচে দয়ো হলো।

শুভ সকাল এসএমএস

  • ফুল দিয়ে নয়, চিঠি দিয়ে নয়; ছোট্ট একটা এসএমএস দিয়ে তোমাকে জানাই শুভ সকাল। তোমার সারাটাদিন ভালো কাটুক।নতুন দিন শুরু হল,

মনটা আমার ভালো হলো।

সূর্য মামা উঁকি দিল,

পাখিরা সব উড়ে গেল।

মা আমাকে বকা দিল,

তাইতো আমার ঘুম ভাংলো ।

-শুপ্রভাত-

  • শুনে যাও ভোরের পাখি,

একটা কথা বলে রাখি,

আছে এক বন্ধু আমার,

মনে পড়ে সকাল বিকাল,

কিভাবে যে কাটল রাত,

জানাই তাকে “সুপ্রভাত”।

মৃদু হাওয়া, শীতল পরিবেশ চিক চিক করে শিশির,

পাখির কলতানে চারিদিক মাতআরা।

শুধু তুমি নেই পাশে বন্ধু আমার।

চোখটা একটু খুলে দেখ,

বলছি তোমায় ভাল থেকো ।

সূর্য মামার মিষ্টি হাসি,

ফুল ফুটেছে রাশি রাশি।

শুভ হোক আজ্কের দিন,

বলছি তোমায় গুড মর্নিং।

শুভ সকাল মেসেজ

অনেক ছেলে মেয়ে আছে যারা শুভ সকাল মেসেজ লিখতে পারেনা। কিংবা সুন্দর সুন্দর এসএমএস ভাবতে পারেনা। তাদের জন্য কিছু নতুন শুভ সকালের মেসেজ নিচে শেয়ার করা হলো।

  • প্রতিদিন নতুন ভাবনা,

নতুন চিন্তা নতুন আশা

নিয়ে দিন শুরু করো,

তাহলে সারা দিন ভালো কাটবে।

শুভ সকাল

  • নতুন সকাল মানেই নতুন একটা দিনের শুরু। সারাটা দিন আনন্দে কাটুক। তোমাকে নতুন দিনের অনেক অনেক শুভেচ্ছা।

একটি নতুন সকাল তোমাকে

নতুন কিছু দেওয়ার ক্ষমতা রাখে।

যদি তুমি সেই সকালটাকে তার

মর্যাদা দিয়ে বরণ করতে পারো।

শুভ সকাল

  • সূর্যের প্রখর আলোয় আলোকিত হোক তোমার জীবন। শুভ সকাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *