স্বামী স্ত্রী নিয়ে ভালবাসার উক্তি,বাণী,স্ট্যাটাস,পিক,কবিতা। সম্মানিত পাঠক, আমাদের পোষ্টে ভিজিট করার জন্য আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে স্বামী স্ত্রী নিয়ে ভালোবাসার উক্তি বাণী স্ট্যাটাস পিকচার কবিতা।
যদি আপনি ভেবে থাকেন স্বামী স্ত্রী নিয়ে ভালোবাসার কিছু কথা উক্তি এবং স্ট্যাটাস আপনার খুবই প্রয়োজন। তাহলে আপনি সঠিক পোস্ট এ ভিজিট করেছেন। কারণ আজকে আমরা স্বামী-স্ত্রী নিয়ে ভালোবাসার কিছু নতুন এবং পৃথিবীর সকল জ্ঞানী-গুণীদের লিখে যাওয়া উক্তি বাণী স্ট্যাটাস শেয়ার করব। তাহলে চলুন নিচে বিস্তারিত দেখা যাক।
আজকের বিষয়
- স্বামী স্ত্রী নিয়ে ভালবাসার উক্তি
- স্বামী স্ত্রীর ভালবাসার মেসেজ
- স্বামী স্ত্রীর ভালবাসার ফেসবুক স্ট্যাটাস 2022
- স্বামী স্ত্রীর রোমান্টিক কথা
- স্বামী স্ত্রীর রোমান্টিক পিক
- স্বামী স্ত্রীর রোমান্টিক কবিতা
স্বামী স্ত্রী নিয়ে ভালবাসার উক্তি
স্বামী-স্ত্রীর সম্পর্ক পবিত্র সম্পর্ক। এই সম্পর্কের মধ্যে রয়েছে সত্যি কারের ভালোবাসা। স্বামী হচ্ছে অর্ধাঙ্গিনী এবং স্ত্রী হচ্ছে স্বামীর অর্ধাঙ্গিনী। একজন আরেকজনকে ছাড়া অপরিপূর্ণ। এই স্বামী-স্ত্রীর ভালোবাসাকে অটুট রাখার জন্য আজকে আমরা ভালোবাসার উক্তি শেয়ার করব।
স্বামী স্ত্রীর ভালবাসা কে নিয়ে অনেক ব্যক্তিবর্গ জ্ঞানীগুণীরা উক্তি বলে গেছেন। আজকে আমরা সেই উক্তি গুলো আপনাদের সাথে শেয়ার করব।
>>>মন ভালো রাখতে বৌকে ফেসবুক, ফোনবুক, নোটবুক সহ সব ধরণের একাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিন ।
– মার্ক জুকারবার্গ
>>>সেই কাপুরুষ যে স্ত্রীর কাছে প্রেমিক হতে পারেনি ।
– কাজী নজরুল ইসলাম
>>>প্রতিদিন একবার স্ত্রীকে ” আমি তোমাকে ভালোবাসি ” বললে মাথার সব দুশ্চিন্তা দূর হয়ে যায় ।
– সত্যজিৎ রায়
>>>স্ত্রীদের যথেষ্ট পরিমাণে সময় দিন, নাহলে যথেষ্ট পরিমাণে বিশ্বাস করুন। সংসার আর যুদ্ধক্ষেত্র মনে হবে না ।
– সুনীল গঙ্গপাধ্যায়
>>>স্ত্রীকে সপ্তাহে একদিন ফুচকা খাওয়াতে এবং মাসে একদিন ঘুরতে নিয়ে গেলে স্বামীর শরীর সাস্থ ভালো থাকে ।
– সমরেশ মজুমদার
>>>অন্য নারীর সাথে পরকীয়া করার চেয়ে স্ত্রীকে একবেলা পেটানো ভালো। তবে পেটানোর পরে তিনগুণ বেশি ভালোবাসা আবশ্যক ।
– জহির রায়হান
>>>স্বামীর ওপর স্ত্রীর অধিকার এই যে, স্বামী তার খাবার, পোশাক পরিচ্ছদ, বাসস্থান এবং আনুষঙ্গিক জিনিসপত্র সরবরাহ করবে ।
– আল কুরআন
>>>মেয়েদের মনে ভালোবাসা এবং অভিমান দুটোই থাকে বেশি। তাই অভিমানটাকে ভালোবাসার চেয়ে বড় করে দেখা যাবে না । তাই স্বামীদের উচিৎ স্ত্রীর সব অভিমান ভালোবেসে ভাঙানো ।
– ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
>>>একটা শিশুকে দুনিয়ার মুখ দেখাতে মা যে কষ্ট সহ্য করে তা বাবা সারাজীবন ভালোবেসেও শোধ করতে পারে না। তাই প্রত্যেকটা স্বামীর উচিৎ তাঁর সন্তানের আম্মুকে কোনোরকম কষ্ট না দেয়া ।
– জীবনানন্দ দাশ
>>>যুদ্ধে বিজয়ী হলেই বিপ্লবী হওয়া যায় না৷ প্রকৃত বিপ্লবী তো সেই যে স্ত্রীর মনের একমাত্র বীরপুরুষ ।
– চে গুয়েভারা
>>>যে স্বামী সকালে ঘুম থেকে উঠে স্ত্রীকে কমপক্ষে পাঁচ মিনিট জড়িয়ে ধরে রাখে তাঁর কর্মক্ষেত্রে বিপদের আশংকা থাকে কম ।
– রবীন্দ্রনাথ ঠাকুর
>>>স্ত্রীলোকদিগের উপর যেমন কঠিন শাসন, পুরুষের উপর তেমন কিছু নেই। কথায় কিছু হয় না, ভ্রষ্ট পুরুষের কোন সামাজিক দণ্ড নেই। একজন স্ত্রী সতীত্ব সম্বন্ধে কোন দোষ করিলে সে আর মুখ দেখাইতে পারে না। হয়তো আত্মীয় স্বজন তাকে বিষ প্রদান করেন, আর একজন পুরুষ প্রকাশ্যে সেই সব কাজ করিয়া রোশনাই করিয়া জুড়ি হাকাইয়া রাত্রিশেষে পত্নীকে চরণরেণু স্পর্শ করাইয়া আসেন, পত্নী পুলকিত হয়েন ।
– বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
আরো পড়ুন:
বৃষ্টি নিয়ে ক্যাপশন ৩০ টি বৃষ্টির রোমান্টিক উক্তি,এস এম এস ,ছবি
মা দিবসের বাণী শুভেচ্ছাবাণী পিক উক্তি
কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে উক্তি এস এম এস স্ট্যাটাস
শবে কদর শুভেচ্ছা স্ট্যাটাস উক্তি ও হাদিস জানুন ২০২২
চাঁদ নিয়ে ভালোবাসার উক্তি ও নতুন স্ট্যাটাস ক্যাপশন
কপালের টিপ নিয়ে উক্তি ২০২২,২০২৩
বেইমান মানুষ নিয়ে উক্তি । বেইমান মানুষ নিয়ে কিছু শক্তিশালী স্ট্যাটাস
স্বামী স্ত্রীর ভালবাসার মেসেজ
স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে পবিত্র সম্পর্ক। এ সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য একজন স্বামী এবং একজন স্ত্রী সর্বোচ্চ চেষ্টা করে। একজন স্বামী তার স্ত্রীকে সর্বোচ্চ ভালবাসতে। স্বেচ্ছায় কোন পরিস্থিতিতে যেন তার স্ত্রী কষ্ট না পায়। আবার বিপরীত ক্ষেত্রে একজন স্ত্রী চায় কোন অবস্থাতে যেন তার স্বামী কষ্ট না পায়। সে সর্বোচ্চ চেষ্টা করে তার স্বামীকে ভালবাসতে। এ লক্ষ্যে আজকে আমরা আপনাদের সাথে স্বামী স্ত্রীর ভালোবাসার কিছু মেসেজ শেয়ার করব। যে মেসেজগুলো স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়িয়ে দিতে সাহায্য করবে।
>>>এই বুকেতে লিখেছি যে
শুধু তোমার নাম।
স্বপ্ন তুমি, সাধনা তুমি,
তুমি আমার প্রান।”
>>>>গাছের জীবন লতা পাতা,
মাছের জীবন পানি,
ছেলের জীবন টাকা পয়সা,
মেয়ের জীবন স্বামী।”
>>>>তােমায় নিয়েই আমার মনের
মাঝে হাজার চাওয়া-পাওয়া।
তােমার বধূ হয়ে আমার
সারাজীবন গান গাওয়া।
>>>ঘুমি ঘুমি স্বপ্ন দেখি
কত হাজার হাজার
তুমি শুধু আমার,
তুমি শুধু আমার,
তুমি শুধু আমার।”
>>>>তােমায় ভেবেই দিনের শুরু..
রাত্রিও ভাের হয়,
তুমি আছাে বলেই..
আমার ভালাে থাকা হয়।”
>>>>জোনাকি হলো রাতের বাতি,
স্বপ্ন নাকি ঘুমের সাথী।
এই মন হলো এক মায়াবী পাখি,
আর তুই আমার সারা জীবনের সাথী।”
>>>>তােমার ভালােবাসার বাঁধনে,
বাধা আমার মন।
আমার হৃদয়ে লেখা,
শুধু তােমারই নাম।”
স্বামী স্ত্রীর ভালবাসার ফেসবুক স্ট্যাটাস 2022
বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া অনেক ধাপ এগিয়ে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে আছে যারা তাদের স্বামী কিংবা স্ত্রী কে বিভিন্ন ধরনের ফেসবুক স্ট্যাটাস দিয়ে খুশি করে থাকেন। যেমন ছেলেরা কর্মমুখী। যেকোনো কাজের কারণে তারা বাড়ি থেকে অনেক সময় দূরে থাকেন কিংবা কাজের উদ্দেশ্যে বিদেশে পাড়ি জমান। তখন তারা তাদের স্ত্রীকে খুশি রাখার জন্য বিভিন্ন সময় তাদের ফেসবুক প্রোফাইলে বিভিন্ন ধরনের ভালবাসার স্ট্যাটাস দিয়ে থাকে তাদের স্ত্রীদের উপলক্ষ করে। আজকে আমরা সেই রকমই কিছু নতুন ধরনের স্বামী স্ত্রীর ভালোবাসার ফেসবুক স্ট্যাটাস আপনাদের সাথে শেয়ার করব।
>>>একদম নিখুঁত মানুষখুঁজতে যেও না ,
বিধাতা মানুষের ভিতরকিছু কিছু খুত মিশিয়ে দিয়েছে;
বেশি নিখুঁত মানুষ খুঁজতে গেলে,
তুমি ভালোবাসার কোনোমানুষই পাবে না..!
>>>সারাক্ষন ভাল থেকো, ভালবাসা মনে রেখ ।
দিনের বেলা হাসি মুখে, রাতের বেলা অনেক সুখে॥
নানা রঙের স্বপ্ন দেখ, স্বপ্নের মাঝে আমায় রেখ॥
>>>স্বপ্ন দিয়ে আঁকি আমি, সুখের সীমানা ।
হৃদয় দিয়ে খুজি আমি, মনের ঠিকানা ।
ছায়ার মত থাকবো আমি, শুধু তার পাশে,
যদি বলে সে আমায় সত্যি ভালবাসে॥
>>>মনেতে আকাশ হয়ে রয়েছো ছড়িয়ে,
বলনা কোথায় রাখি তোমায় লুকিয়ে।
থাকি যে বিভোর হয়ে শয়নে স্বপনে॥
যেও না হৃদয় থেকে দূরে হারিয়ে,
আমি যে ভালবাসি শুধু-ই তোমাকে
>>>সুন্দর রাত তার চেয়ে সুন্দর তুমি,
মনের দরজা খুলে দেখ তোমার অতেক্ষায় দাড়িয়ে আছি আমি।
দু’হাত বাড়ালাম আমি তোমার তরে,
তুমি কী নিবে আমায় ভালবেসে আপন করে ?
>>>তুমি চাঁদ নও তবে চাঁদের আলো।
তুমি ফুল নও তবে ফুলের সৌরভ।
ও তুমি নদী নও তবে নদীর ঢেউ।
তুমি অচেনা নও তুমি আমার চেনা কেউ॥
স্বামী স্ত্রীর রোমান্টিক কথা
স্বামী স্ত্রীর রোমান্টিক কথা। স্বামী স্ত্রী যখন একসাথে হয় তখন তাদের মধ্যে বিভিন্ন ধরনের কথা হয়ে থাকে। কিন্তু তখন তারা একত্রে না থেকে দুইজন দুই প্রান্তে থাকে তখন তাদের মধ্যে বিভিন্ন ধরনের রোমান্টিক কথার আবির্ভাব হয়। যেমন স্বামী যদি বিদেশে থাকে স্ত্রী যদি দেশে থাকে তাহলে তাদের মুঠোফোনে বিভিন্ন ধরনের রোমান্টিক কথোপকথন হয়ে থাকে। আবার অনেকে আছে যারা বেশি রোমান্টিক না। তারা কিছু রোমান্টিক কথা বলে তাদের স্ত্রীকে খুশি করার জন্য অনেক সময় নেট মাধ্যমে সার্চ করে থাকেন। তাদেরকে লক্ষ করে আজকে আমরা স্বামী স্ত্রীর রোমান্টিক কথা নিয়ে হাজির হয়েছি। যদি আপনি এই কথাগুলো বলেন তাহলে অবশ্যই আপনার স্ত্রী কিংবা স্বামী অনেক খুশি হবেন।
ভালোবাসার মানুষগুলোর কথা অনেক সুন্দর ভালোলাগা বিরাজমান
যা কারো কাছে ইলেকট্রিক শট আবার কারো কাছে সাগরের তলদেশের মত।
এই ওঠো অনেক সকাল হয়েছে
হুম
হুম না ওঠে
যাচ্ছো কোথায়? একটু কাছে আসো।
আহা কি করছ? সবসময় দুষ্টুমি করতে হয়না। আমার মাথার চুলগুলো এলোমেলো করে দিলে,,,
জি আর সেটা তোমার সাথে,,,
আর দুষ্টুমি করো না এখন ফ্রেস হয়ে এসো যাও
যাচ্ছে তার আগে একটু হাসো তো
এই বলে আমার কাছের মানুষটিকে কাছে নিলাম এবং আমার বুকের উপর সে কয়েকটি ঘুসি মেরে পালিয়ে গেল।
স্বামী স্ত্রীর রোমান্টিক পিক
উপরে আমরা আপনাদের সাথে শেয়ার করেছি স্বামী স্ত্রীর ভালবাসার উক্তি ভালবাসার ফেসবুক স্ট্যাটাস ভালোবাসার এসএমএস। এখন আমরা আপনাদের সাথে শেয়ার করবো স্বামী স্ত্রীর রোমান্টিক পিকচার। জে পিক গুলো আপনারা আপনাদের ফেসবুক আইডি কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সেখানে ক্যাপশন লিখে স্বামী-স্ত্রীর উদ্দেশ্যে ভালোবাসার মেসেজ দিতে পারেন। তাহলে চলুন রোমান্টিক পিক গুলো দেখা যাক।
স্বামী স্ত্রী নিয়ে ভালবাসার কবিতা
>>>তুমি যখন আমার বন্ধু ছিল
তুমি অসাধারন ছিলে
তুমি যখন আমার বয়ফ্রেন্ড ছিল
আপনি অসামান্য ছিল
তুমি যখন আমার বাগদত্তা
আপনি প্রশংসনীয় ছিল
আমার স্বামী হিসাবে এখন
আপনি অবিশ্বাস্য
আপনি নিখুঁত প্রেমিক হয়েছে
জীবনের প্রতিটি সন্ধিক্ষণে
এরকম প্রেমময় স্বামী
আমি গর্বিত স্ত্রী ami
আমি তোমাকে ভালোবাসি.<<<<
সর্বশেষে আপনাদের একটু কথা বলবো যদি আমাদের এই পোস্ট আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই পোস্টটি শেয়ার করে দিবেন। এর ফলে অনেক romantic-couple আছে যারা তাদের ভালোবাসার মেসেজ গুলো তাদের মনের মানুষের কাছে শেয়ার করতে পারবে।