Skip to content
Home » আই এফ আই সি ব্যাংক হোম লোন-সম্পূর্ন তথ্য

আই এফ আই সি ব্যাংক হোম লোন-সম্পূর্ন তথ্য

  • by
আই এফ আই সি ব্যাংক হোম লোন

আই এফ আই সি ব্যাংক হোম লোন

কি ভাবছেন বাড়ি তৈরি করবেন। কিন্তু হাতে কোনো টাকা নেই। আপনার কোন চিন্তা নেই আইএফ আই সি ব্যাংক তাদের হোম লোন সিস্টেম চালু করেছে।আপনারা কিভাবে আই এফ আই সি ব্যাংক হোম লোন নিতে পারবেন সে সকল নিয়ম আজকে আপনাদের সাথে শেয়ার করব।এই পোস্টটি সম্পূর্ণ পড়বেন তাহলে আপনি আইএফআইসি ব্যাংকের হোম লোন সিস্টেম সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন।

১৯৭৬ সালে প্রতিষ্ঠার পর থেকে ব্যাংকটির বেশিরভাগ শেয়ারই রাষ্ট্রীয় মালিকানায় ছিল। পরবর্তীতে ১৯৮৩ সালে ব্যাংকটি পুরোপুরি বাণিজ্যিক ব্যাংক হিসেবে চলা শুরু করে।

আই এফ আই সি ব্যাংক বিশেষ সুবিধাসমূহ

  1. প্রপার্টির বা লাইফ ইন্সুরেন্স থাকা আবশ্যক নয়
  2. ১ বছর থেকে সর্বোচ্চ ২০ বছর (প্রফেশনাল), ২৫বছর(বেতনভুক্ত) মেয়াদে লোন নেবার সুবিধা
  3. ২ কোটি টাকা পর্যন্ত লোন সুবিধা (সর্বোচ্চ ৭০%)
  4. লোন প্রসেসিং ফি ০.৫% (বিপ্রপার্টির মাধ্যমে লোন নিলে)

সুদের হার——– ৯.০০%

আরো পড়ুন: প্রবাসী কল্যাণ ব্যাংক লোন ফরম ২০২২

প্রয়োজনীয় কাগজপত্র

  1. গত ১২ মাসের ব্যাংক স্টেটমেন্ট
  2.  বেতনভোগী কর্মচারির জন্য লেটার অফ ইন্ট্রোডাকশন
  3. স্যালারি সার্টিফিকেট / ট্রেড লাইসেন্স / প্রফেশনাল সার্টিফিকেট
  4.  গত ১২ মাসের সকল লোন স্টেটমেন্ট
  5.  ক্রেডিট কার্ড থাকলে গত ৬ মাসের স্টেটমেন্ট
  6.  ২ কপি পাসপোর্ট সাইজ ছবি
  7. টিআইএন-এর কপি
  8. গত ৬ মাসের ইউটিলিটি বিল

আরো পড়ুন: বিকাশ থেকে লোন নেওয়ার নিয়ম-১০০০০ টাকা লোন

লোন খরচের বিস্তারিত

 ১% আর্লি সেটেলমেন্ট ফি

 প্রপার্টির মূল্যের ০.০৫% প্রপার্টির মূল্যায়ন চার্জ

 বকেয়া অ্যামাউন্টের উপর ৩% লেট পেমেন্ট ফি

লোন পাবার যোগ্যতা

 বয়স সর্বনিম্ন ২২ থেকে সর্বোচ্চ ৬৫ বছর

 সর্বনিম্ন মাসিক আয় ৩৫০০০ টাকা

যদি আপনি এই ব্যাংক থেকে হোম লোন নিতে চান তাহলে উপরের যে নিয়ম গুলো রয়েছে সে সকল নিয়মের আওতায় যদি আপনি পড়েন তাহলে আপনি আই এফ আই সি ব্যাংক থেকে হোম লোন নিতে পারবেন।আপনাদের এই ব্যাংকটি সম্পর্কের যদি আরো কোন তথ্য জানার থাকে তাহলে আপনি আমাদের কমেন্ট বক্সে যোগাযোগ করবেন আমরা আপনার সঠিক উত্তরটি আমাদের ওয়েবসাইটে কিংবা কমেন্ট বক্সে আপলোড করে দেব। আমাদের এই ওয়েবসাইটটি বুকমার্ক করে রাখবেন যাতে সব সময় আপডেট নিউজ আপনারা পেতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *