Tips & tricks

ভারত বনাম নামিবিয়া আজকের খেলা (Live ‍score)

ভারত বনাম নামিবিয়া

দুবাই টি-২০ বিশ্বকাপে  সুপার-১২  এ নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হতে চলেছে বিরাট কোহলির ভারত (India) ও গেরহার্ড এরাসমাসের নামিবিয়া (Namibia) । এ বারের টি-২০ বিশ্বকাপে প্রথম বার বিরাট কোহলির ভারতের বিরুদ্ধে খেলতে নামবে নামিবিয়া। টি-২০ বিশ্বকাপে এর আগে কোনও দিন ভারত-নামিবিয়ার সাক্ষাৎ হয়নি। ঈগলসদের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে ক্যাপ্টেন হিসেবে শেষ বার মাঠে নামতে চলেছেন বিরাট কোহলি।

রোহিতের ঝুলিতে আছে ১১৫ ম্যাচে ২৯৮২ রান। একে আছে বিরাট কোহলি (৯৩ ম্যাচে ৩২২৭ রান), দুয়ে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল (১০৭ ম্যাচে ৩১০৩ রান)।৩৪ বছরের রোহিত একমাত্র ব্যাটার যাঁর ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে দেশের হয়ে চারটি টি-২০ সেঞ্চুরি আছে। তাঁর গড় ৩২.৪১। স্ট্রাইক রেট ১৩৯.৪১। রোহিত ১৩৮টি ছয় হাঁকিয়েছেন ও চার মেরেছেন ২৬৬টি। রোহিত ১৯টি টি-২০ ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়ে ১৫বার জিতিয়েছেন। তাঁর ক্যাপ্টেনসিতে ভারত ২০১৮ সালে নিদাহাস ট্রফিও জেতে। টি-২০ বিশ্বকাপ শেষ হলেই কোহলি ২০ ওভারের ফর্ম্যাটে দেশের নেতৃত্ব ছেড়ে দেবেন।

ভারত বনাম নামিবিয়া     (Live ‍score)