আইপিএল ফাইনাল কলকাতা টু চেন্নাই আজকের খেলা
আইপিএল ২০২১ ফাইনাল প্রথম ম্যাচে অর্থাৎ আজ মুখোমুখি হচ্ছে কলকাতা টু চেন্নাই সুপার কিংস। যেখানে আজ আপনাদেরকে এখানে লাইভ আপডেট দেব এছাড়াও আপনাদেরকে লাইভ শুরুর আগে জানাবো যে আপনারা কোথায় কোথায় লাইভ দেখতে পাবেন মোবাইল ফোনে অথবা টিভিতে ।
শুরু হয়ে গেছে আইপিএল ফাইনাল ম্যাচ। আজকে কলকাতা টু চেন্নাই। গত এপ্রিলে ভারতের শুরু হয় আইপিএল সিরিজ।29 শে মার্চের পর খেলোয়াড়দের মধ্যে কর্নার বিস্তারের কারণে পিছিয়ে দেওয়া হয় আইপিএল খেলা। আইপিএলের এই দ্বিতীয় পর্ব শুরু হয় সেপ্টেম্বরে। আইপিএল খেলা টি সংযুক্ত আরব আমিরাতে পুরোদমে চলতেছে এখন। আইপিএলের ফাইনাল সৃষ্টি দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আইপিএল ফাইনাল কলকাতা টু চেন্নাই আজকের খেলা সম্পর্কে কিছু কথা।
ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস এবং ইয়ন মরগানের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে আজ। আজকে আইপিএলের চ্যাম্পিয়ন হবে? ভক্তদের মনে দেখা দিয়েছে বিশালের প্রশ্ন।গত বছরের তুলনায় এ বছর চেন্নাই দল আরো বেশি শক্তিশালী হয়েছে। কারণে দলের নেতৃত্বে রয়েছে ধনী। তার অসাধারণ অভিজ্ঞতার কারণে তাকে দেখে সবাই একটু আতঙ্কে থাকে।কারন সে যেকোনো সময় ম্যাচের পরিবর্তন ঘটিয়ে দিতে পারে।
এদিকে ভারতের প্রথমার্ধে হেরে যাওয়া কলকাতা, সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয়ার্ধে ভালো পারফর্মেন্স দেখিয়ে তারা ফাইনালের দিকে ধাবিত হয়েছে। এই কারনে মনে হচ্ছে তারা চেনা একসাথে ভালো একটা পারফরম্যান্স দেখাবে।
এক্ষেত্রে আজকের ম্যাচের জন্য আমরা আপনাদেরকে কলকাতা দলের খেলোয়াড়দের জন্য ফিল্ম ইলেভেন প্রদান করেছি। কলকাতা নাইট রাইডার্স এর যারা যারা খেলবে একনজরে তাদের লিস্ট।
1) আন্দ্রে রাসেল / সাকিব আল হাসান
2) দীনেশ কার্তিক
3) রাহুল ত্রিপাঠি
4) সম্রাট বরুণ
5) ইয়ান মরগান
6) ভেঙ্কটেশ আইয়ার
7 ) সুবমান গিল,
8) সুনীল নারাইন
9) শিবম মাভি
10) ফার্গুসন
11) নীতিশ রানা