Skip to content
Home » ৩০+টি জনপ্রিয় ইসলামিক ইমু আইডির নাম

৩০+টি জনপ্রিয় ইসলামিক ইমু আইডির নাম

জনপ্রিয় ইসলামিক ইমু আইডির নাম

৩০+টি জনপ্রিয় ইসলামিক ইমু আইডির নাম,বর্তমান সময়ে সামাজিক যোগাযোগের অনেকগুলো মাধ্যম রয়েছে। যেগুলোর মধ্যে রয়েছে টুইটার পিন্টারেস্ট ফেসবুক। তবে বর্তমান সময়ে যোগাযোগ বা কথা বলার জন্য একটি জনপ্রিয় সফটওয়্যার বা মাধ্যম হচ্ছে ইমু। দিনদিন ইমু ব্যবহারকারীর সংখ্যা বেড়ে চলেছে। এর কারণ হচ্ছে এই মুহূর্তে খুব স্বল্প টাকায় এমবি দিয়ে দীর্ঘক্ষণ কথা বলা যায়। এছাড়াও এই সফটওয়্যারটি ব্যবহার করা খুবই সহজ যার কারণে ব্যবহারকারীরা খুব স্বাচ্ছন্দে ব্যবহার করে থাকে।

কিন্তু অনেক মানুষ আছে যারা ধর্মীয় রীতি-নীতি অনুসরণ করে থাকে সর্বক্ষেত্রে। তারা বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়ায় সার্চ করে থাকে ইমুতে একটি ইসলামিক নাম দেওয়ার জন্য। আজকে আমরা আপনাদের কিছু জনপ্রিয় ইসলামিক নাম আপনাদের সাথে শেয়ার করব। যেখান থেকে আপনি আপনার পছন্দের ইমু নামটি বাছাই করে আপনার আইডিতে দিতে পারবেন।

ইসলামিক ইমু আইডির নাম

যারা ভাবছেন ইমু চালাবেন কিন্তু কি নাম দিবেন। আমিতো ইসলামিক রীতিনীতি অনুসরণ করি আমি ইমু আইডির কি নাম দেব? তাদেরকে বলব আপনাদের কোন চিন্তা নেই। কারণ আমরা আপনাদের সাথে আজকে কিছু জনপ্রিয় ইমু আইডির নাম কালেক্ট করে আপনাদের সাথে শেয়ার করব। যে নামগুলো অবশ্যই আপনাদের পছন্দ হবে এবং এই নামগুলো ইসলামিক শরীয়ত সম্পন্ন নাম।

এ পোস্টটি মূলত আলোচনা করা হবে ইমু আইডির নাম সম্পর্কে। যাতে করে আপনি খুব সহজেই সমস্থানাম সংগ্রহ করে নিতে পারেন এবং সেখান থেকে আপনার পছন্দের নামটি বাছাই করে আপনার ইমু আইডিতে সেট করতে পারেন।

এখন আপনাদের সাথে ইসলামিক ইমু নাম শেয়ার করব। যদি আপনাদের এই নামগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের এই পোস্টটি শেয়ার করবেন এবং অন্য যে মুসলিম ভাই-বোনেরা রয়েছে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন।

আমরা মূলত এখানে ছেলেদের এবং মেয়েদের উপরে নাম প্রকাশ করেছে। আপনারা যে নামটি প্রয়োজন সেটা সংগ্রহ করে নিতে পারবেন। যদি মেয়ে ভিজিটর হয়ে থাকেন তাহলে মেয়েদের নাম শহর করবেন এবং যদি ছেলে বেজেটার হয়ে থাকেন তাহলে সুন্দর নাম সংগ্রহ করবেন। আপনাদের সুবিধার্থে আমরা ছেলে এবং মেয়েদের আলাদা ভাবে নাম সিলেক্ট করে দিয়েছি।

বাংলাদেশি মেয়েদের ইমু নাম্বার-সুন্দরী মেয়েদের মোবাইল নম্বর

ইমু আইডির নাম

ছেলেরে নাম

  • করুণার ভিখারী।
  • পাপীপয় দুনিয়া।
  • আল্লাহর পাপিষ্ট বান্দা।
  • এসো শান্তির আঙিনায়।
  • জীবন রাঙাতে কোরআন।
  • হারিয়ে যাবো একদিন।
  • উম্মাহর পথের কান্ডারী।
  • ইসলামিক নুরে নুরান্বিত।
  • দয়া ভিখারি।
  • পাপীষ্ঠ জীবন।
  • এসো কুরআনের মহিমায়।
  • আলোর দিশারী।
  • এসো মহান রবের দিকে।
  • দয়াল তোর লাইগা রে।
  • জানার নাম ইসলাম।
  • মহান রবের গোলাম।
  • দুদিনের মূসাফির।

মেয়েদের নাম

  1. পবিত্র হৃদয়।
  2. ইসলামিক কন্যা।
  3. রাব্বায়াতুল বাইত।
  4. জান্নাতি হবু হুর।
  5. জান্নাতি জীবন।
  6. চীরচেনা রুপে আমি।
  7. ভালোবাসি আল্লাহকে।
  8. আল্লাহ আমার প্রান৷
  9. জান্নাতি রমনী।
  10. আমি ফাতেমার উত্তরসূরী।
  11. চরিত্রটা মাশাল্লাহ।
  12. ভালোবাসবো বিয়ের পরে।
  13. আমার স্বামী আমার বেহেস্ত।
  14. রাসুল আমার প্রান৷

পরিশেষে আপনাদের একটি কথাই বলবো যদি আমাদের এই ওয়েবসাইটের পোস্টটি ভাল লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা পোস্টটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যাতে তারাও সুন্দর একটি ইসলামিক নাম দিয়ে ইমু আইডি খুলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *