Skip to content
Home » ইসলামিক উক্তি বাণী স্ট্যাটাস পোস্ট ছবি

ইসলামিক উক্তি বাণী স্ট্যাটাস পোস্ট ছবি

  • by
ইসলামিক উক্তি বাণী স্ট্যাটাস পোস্ট ছবি

সম্মানিত পাঠক আমার সালাম নিবেন সালামুআলাইকুম। আজকে আপনাদের সাথে ইসলামিক উক্তি বাণী স্ট্যাটাস পোস্ট নিয়ে কিছু কথা শেয়ার করব। পোস্টগুলো ভাল কাজ নিয়ে ও কোরআনের বাণী আয়াত নিয়ে। এখানে কিছু কোরআনের আয়াত পাবেন । যেগুলো আমরা সরাসরি পবিত্র কোরআন থেকে নিয়েছি এবং কিছু উক্তি জ্ঞানীদের বই থেকে নিয়েছি।

আজকের অনচ্ছেদ সমূহ:

  • ইসলামিক উক্তি বাণী স্ট্যাটাস পোস্ট
  • জ্ঞানীদের বই থেকে কিছু উক্তি

ইসলামিক উক্তি বাণী স্ট্যাটাস পোস্ট

ইসলামিক ছবি

বাণী সমূহ

আয়াত নং

  • নিশ্চয় আল্লাহ তাদের সঙ্গে আছেন, যারা পরহেযগার এবং যারা সৎকর্ম করে।
সূরা আন নাহল- আয়াত: ১২৮
  • যে একটি সৎকর্ম করবে, সে তার দশগুণ পাবে এবং যে, একটি মন্দ কাজ করবে, সে তার সমান শাস্তিই পাবে। বস্তুতঃ তাদের প্রতি জুলুম করা হবে না।
সূরা আল আনআম- আয়াত: ১৬০

 

  • যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে, তাদের জন্যে রয়েছে সুসংবাদ এবং মনোরম প্রত্যাবর্তণস্থল।
সূরা আর-রাদ- আয়াত: ২৯
  • যারা বিশ্বাস স্থাপন করে, এবং সৎকর্ম সম্পাদন করে, আল্লাহ তাদেরকে ক্ষমা ও মহান প্রতিদানের প্রতিশ্রুতি দিয়েছেন।
সূরা আল মায়িদাহ- আয়াত: ৯
  • যে ব্যক্তি একটি ভালো কাজ করবে তার জন্য রয়েছে অনুরূপ ১০টি কল্যাণমূলক পুরস্কার ।
হাদিসে কুদসি
  • যে ভালো কাজ করবে, সে তার প্রতিদান পাবে; এবং যে মন্দ কাজ করবে, সে তার প্রতিফল পাবে ।
আল কোরআন
  • হে নবী (সাঃ), যারা ঈমান এনেছে এবং সৎ কাজ সমূহ করেছে, আপনি তাদেরকে এমন জান্নাতের সুসংবাদ দিন, যার পাদদেশে নহরসমূহ প্রবাহমান থাকবে ।
সূরা আল-বাকারা, আয়াত ২৫
  • আর ক্ষমা করার অভ্যাস গড়ে তোল, সৎকাজের নির্দেশ দাও এবং মুর্খ জাহেলদের থেকে দূরে থাক ।
সূরা আল আরাফ, আয়াত- ১৯৯
  • যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে । তাদের প্রাপ্য পরিপুর্নভাবে দেয়া হবে । আর আল্লাহ অত্যাচারীদেরকে ভালোবাসেন না ।
সূরা আল ইমরান, আয়াত- ৫৭
  • আর আল্লাহকে ভয় কর, এবং জেনে রেখো যে, আল্লাহ তোমাদের যাবতীয় কাজ অত্যন্ত ভালো করেই দেখেন ।
সূরা বাকারা, ২৩৩ আয়াতের শেষাংশ
  • হে মুমিনগণ ! তোমরা রুকু কর, সেজদা কর, তোমাদের পালনকর্তার এবাদাত কর এবং সৎকাজ সম্পাদন কর, যাতে তোমরা সফলকাম হতে পার ।
সূরা আল হাজ্জ, আয়াত- ৭৭
  • যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম সম্পাদন করে, তাদের অভ্যর্থনার জন্যে আছে জান্নাতুল ফেরদাউস।
সূরা আল কাহফ- আয়াত: ১০৭
  • যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম ( ভালো কাজ ) সম্পাদন করে- আমি সৎকর্মশীলদের পুরস্কার নষ্ট করি না।
সূরা আল কাহফ- আয়াত: ৩০
  • যারা ঈমান এনেছে এবং সৎকাজ ( ভালো কাজ ) করেছে , তারাই জান্নাতের অধিবাসী । তারা সেখানেই চিরকাল থাকবে ।
সূরা বাকারা, আয়াত ৮২

জ্ঞানীদের বই থেকে কিছু উক্তি

১. সামান্য কিছু অভাবের জন্য ভালো কাজ গুলি নষ্ট হয়ে যায় ।

— এডওয়ার্ড এইচ হরিম্যান

২. আমি ভালো করে কথা বলতে পারিনা, কিন্তু ভালো কাজ করতে পারি ।

— অমিত কালান্ত্রি

৩. একটি ভালো কাজ চালিয়ে যাওয়ার মাধ্যমেই শিল্পী তার কৃতজ্ঞতা প্রকাশ করে ।

— ক্রিস জামি

৪. সৃষ্টিকর্তা যখন আমাদের ভালো কাজে খুশি হন, তখন তিনি তাঁর আনন্দ প্রকাশ করতে সুন্দর প্রাণী, পাখি, প্রজাপতি ইত্যাদি আমাদের কাছে পাঠান ।

— মোঃ জিয়াউল হক

৫. ভালো কাজের ফলাফল ভালো কিছুই হয় । আর খারাপ কাজের ফলাফল খারাপই হয় ।

— অজানা

Read More:

আবেগ নিয়ে উক্তি বাণী স্ট্যাটাস পোস্ট ইমোশনাল কথা ছবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *