কপালের টিপ নিয়ে উক্তি ২০২২,২০২৩, সম্মানিত পাঠক, আজকে আমরা আপনাদের সাথে কপালের টিপ নিয়ে উক্তি শেয়ার করব। কিছুদিন আগে আলোচিত টিপ নিয়ে শিরোনামঃ হয়েছিল সে বিষয়কে কেন্দ্র করে আজকে আপনাদের সাথে কপালের টিপ নিয়ে কিছু শক্তিশালী উক্তি আপনাদের সাথে শেয়ার করব। যাতে আপনারা সোশ্যাল মিডিয়ায় এই উক্তিগুলো শেয়ার করে তীব্র প্রতিবাদ জানাতে পারেন।
- মানুষ নাকি আজকাল ওয়েস্টার্ন পোশাক পড়া মেয়েদের মায়ায় বেশি পড়ে, কিন্তু আমি কেন বারবার তোমার পড়নে থাকা শাড়ি, কপালের লাল টিপ আর কাজল কালো চোখের মায়ায় পড়ি?
- মেয়েদের কপালের কালো টিপ দেখলে মনে হয়, এ যেন বাগানের মাঝে লাল জবা ফুল ফুটে উঠেছে।
- আমি হলাম সেই প্রেমিক, যে দেখানোর জন্য তোমাকে ভালোবাসেনি। আমি হলাম সেই প্রেমিক যে প্রতিদিন তোমায় কপালে টিপ আর কাজল পড়িয়ে দেওয়ার আশায় মাতাল হয়ে থাকি!
- কি প্রয়োজন এত সাজগোজ করার? যেখানে একটি লাল টিপ মানুষকে তার মায়ায় ফেলে দিতে পারে।
- লোকে আমায় পাগল ভাবুক, লোকে আমায় বোকা ভাবুক তাতে কি? আমি আজীবন তোমার কপালের লাল টিপ আর চোখের মায়ায় পড়ে রইবো।
- তোমার কপালের লাল টিপ এর মায়ায় প্রতিনিয়ত পড়ে যাচ্ছি, তোমার চোখের মায়াবী চাহুনির কাছে প্রতিনিয়ত দুর্বল হচ্ছি, তোমার ঠোঁটের সেই মিষ্টি হাসির কাছে প্রতিবার হার মানছি.. বলবে কি তুমি কোন মায়াবী দেশের রাজকন্যা?
- আমার কাছে তোমাকে দেওয়ার মত লাল টিপ ছাড়া আর কিছুই নেই.. কারণ তোমার জন্যই তো লাল টিপ তাদের সৌন্দর্য খুঁজে পেয়েছে।
- কোনোদিন যদি তোমার সৌন্দর্যের সংজ্ঞা চাও তবে বলবো.. সে ছিল এক অপরুপা, পরনে তার ছিল লাল টিপ, খোঁপায় ছিল লাল ফুল, কাজল কালো চোখ যেটা নিমিষের মধ্যে কাউকে তার মায়ায় ফেলে দিতে যথেষ্ট!
কপালের টিপ নিয়ে কবিতা
উপরে আপনাদের সাথে কপালে টিপ বা লাল টিপ নিয়ে অনেকগুলো একটি শেয়ার করা হয়েছে। এখন আমরা আপনাদের সাথে কপালের টিপ নিয়ে একটি কবিতা শেয়ার করব। কবিতাটি আপনার মনোযোগ সহকারে পড়বেন তাহলে বিষয়টি বুঝতে পারবেন।
চাদের সাথে টিপের কোন তুলনাই হয়না,
তবু কপালের ভাজে চাঁদও
যেন হার মেনে যায়,
তোমার কালো টিপ,
একটা ছোট্ট টিপ,
কি আশ্চর্যজনক ভাবে,
দুমড়ে মুচড়ে দিল,
যেন কোথাও ঝরনার সৃষ্টি হল,
থেমে যাওয়া নদী স্রোতস্বিনী হল,
গোধূলির আকাশটা তার চেনা রঙ হারিয়ে ফেলল,
একটা ছোট্ট টিপ,
অথচ কৃষ্ণগহ্বরে বিলীন হওয়ার মত করে,
নিজেকে হারিয়ে ফেললাম,
তারার মত করে খসে পরব আবার,
তবে এবার টিপ হব।
তোমার কপালের একটা ছোট্ট টিপ.
লাল টিপ
– কবি তারেক হাসান – দুরন্ত পাখি
মায়া-তোর মায়ায় ভুলে ছিলাম অতীত
তোর চোখের কোণে দেখেছিলাম
বর্তমানের খানিক আবেগী ভালবাসা
আর ভবিষ্যৎ এর কিছু অবান্তর স্বপ্ন।
তবুও ভালবেসেছিলাম —–এক
হৃদয়হীনার কাছে দিয়েছিলাম মন,
স্বপ্নের বাণিজ্যে ক্ষতিগ্রস্ত সওদাগর আমি
রাজ্যহারা রাজার মত ঘুরি পথে পথে
ভিখারির মত, ভালবাসা ভিক্ষা করি দুয়ারে।
রাতজাগা পাখির মত, করি ছুটাছুটি
দক্ষিণ বেঁলকুনির চেয়ারটা অসহায়ের মত দোলে
আমার কষ্টে সে হতে চায় সমবেদী,
তবুও থেমে থাকেনা রাতদিন
ফিরে আসার অপেক্ষায় আজও আশাবাদী।
মায়া-তুই আজ ও কপালের লাল টিপ
পড়তে ভালবাসিস!
আমি শতশত লাল টিপ এনে রেখেছি
তোর কপালে নিজ হাতে পড়াবো বলে,
শূন্য হৃদয়ে, হাহাকারে করি চিৎকার!
কতটুকু ব্যথিত হলে খুশি তুই?
তবুও লাল টিপ দেখতে চাই তোর কপালে
মনের আয়নায় ভেসে বেড়ায় সেই লাল টিপ
বধূ সেজে আসবি কি কোন কালে?
কপালের কালো টিপ নিয়ে উক্তি
কপালে টিপ করে হচ্ছে মেয়েদের সৌন্দর্যের প্রতীক। মেয়েরা যদি সুন্দরভাবে সেজে থাকে তাহলে কপালের টিপ না পড়লে তার পরিপূর্ণ হয় না। যার ফলে তারা বিভিন্ন ধরনের ব্যবহার করে থাকে যেমন কালো টিপ লাল টিপ সবুজ টিপ। মেয়েদের অপরূপ সৌন্দর্যে সাজাতে হলে তাদের কপালে টিপ পরতে হবে। আজকে আমরা ঠিক না উপরে কিছু শক্তিশালী উক্তি আপনাদের সাথে শেয়ার করেছি। যুক্তিগুলো চাইলে আপনারা করতে পারেন সেই সাথে আপনাদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন।
Read More>>
ভ্রমন ও শিক্ষা সফর নিয়ে উক্তি বাণী ও স্ট্যাটাস
মেয়েদের প্রপোজ করার এসএমএস (SMS), মেসেজ, উক্তি, স্ট্যাটাস, পিকচার, ছবি
৩০+ বসন্তের রোমান্টিক স্ট্যাটাস SMS
রমজান মাস নিয়ে উক্তি ,এস এম এস, পিকচার
১৪২৯ পহেলা বৈশাখের কবিতা ,শুভেচ্ছা বার্তা ও ছবি
পহেলা বৈশাখ রোমান্টিক এস এম এস,উক্তি,স্ট্যাটাস ও ছবি ২০২২