Skip to content
Home » বন্যা নিয়ে কবিতা ও স্ট্যাটাস

বন্যা নিয়ে কবিতা ও স্ট্যাটাস

বন্যা নিয়ে কবিতা ও স্ট্যাটাস। সম্মানিত পাঠক, আমাদের ওয়েবসাইটে প্রবেশ করার জন্য আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব বন্যা নিয়ে কবিতা এবং স্ট্যাটাস। যদি আপনি বন্যা নিয়ে সুন্দর একটি কবিতা এবং কিছু স্ট্যাটাস জানতে চান তাহলে সঠিক পোস্টে ভিজিট করেছেন। কারণ আজকে আমরা অনেক সুন্দর বন্যা নিয়ে কবিতা স্ট্যাটাস আপনাদের সাথে শেয়ার করব।

বন্যা নিয়ে কবিতা

বর্তমান সময়ে বাংলাদেশের অনেক অঞ্চলে বন্যার পানিতে প্লাবিত হয়েছেগ সেখানকার অনেক মানুষ বন্যার পানির সাথে জীবন যুদ্ধে লড়ছে।বাংলাদেশে অনেক মানুষ তাদের সাধ্য অনুযায়ী সেখানে ত্রাণ নিয়ে তাদেরকে সাহায্য করতেছে। যারা ত্রান দেয়ার সাধ্য নাই তারা তাদের জন্য প্রাণভরে দোয়া করতেছে যাতে তারা সুস্থ থাকে এবং সেখানকার সমস্যার সমাধান হয় খুব তাড়াতাড়ি।

বন্যার চোখে নেই ঘুম

– মোঃ রিয়াদ আহমেদ

                                                             —————————————————

মধ্য রাত মেঘলা আকাশ

অঝরে ঝরছে বৃষ্টি

রহিম মিয়া তাকিয়ে আছে

এক পলকও পরে নেই তার দৃষ্টি।

তখন সবার চোখে ঘুম

ঘুম নেই রহিমের

নেই আর বন্যার চোখে ঘুম

কিভাবে মানুষ করবে খুন

ভেসে গেছে আক্কাসের ঘরখানা

গনগন করে ছুটে আসছে,

রহিম ভাবছে এই বুঝি দিবে হানা।

চারদিকে আর্তনাদের হাহাকার

ভেসে গেছে সর্বটুকু

নেই কিছু বাকি আর

অনাহার কেটেছে দুইটি প্রহর

ত্রাণ নিয়ে আসে নেই একটিও বহর,

এভাবে কাটবে কি প্রতিটি প্রহর।

বন্যা নিয়ে স্ট্যাটাস

আমাদের দেশের প্রত্যেক বছর আষার এবং শ্রাবণ মাসে বানের জল আসে। এই জল কার জন্য সুখময় আবার কারো জন্য দুঃখময় হয়ে আসে। আজকে আমরা আপনাদের সাথে বান্যা নিয়ে কিছু সুন্দর স্ট্যাটাস শেয়ার করব। স্ট্যাটাস গুলো আপনারা চাইলে সবার সাথে শেয়ার করতে পারেন।

>>বৃষ্টি অল্পস্বল্প হলে মন্দ না, বেশি হলে তো বন্যার কান্না।

>>একটা সময় ছিল যখন, মন খারাপ হলে মন খুলে কাঁদতাম কিন্তু এখন মনটাও যেন কেমন হয়ে গেছে চাইলে খরার সৃষ্টি হয় কিন্তু বন্যার সৃষ্টি হয় না।

>>এমন উদার নাই বা হলে যে উদারতা বন্যা ডাকে আমি শুধু চেয়ে থাকি তোমারি পানে।

>>আষাঢ়-শ্রাবণ ভাসিয়ে জলে, অঝর কোনে কৌতূহলে, বে হিসেবি গোল্লাছুটে যাচ্ছে হৃদয় অন্যরূটে বন্যা আসুক রাত পোহালে।

>>বৃষ্টি মানে কারো কাছে প্রেম কবিতা বা হাজারো বিলাসিতা। আবার বৃষ্টি মানে কারো কাছে চরম দূর্ভোগ তথা  ভয়াবহ সর্বনাশা।

বন্যা নিয়ে উক্তি

বন্যা নিয়ে যারা উৃক্তি খজছেন। তাদের জন্য কিছু সুন্দর উক্তি আপনাদের সাথে শেয়ার করলাম। বন্যা কে কেন্দ্র করে অনেক ব্যক্তিবর্গ তাদের নিজের চিন্তা ধারায় অনেক উক্তি লিখে গেছেন। এবার সে উক্তিগুলো আপনাদের সাথে বা আপনাদের সুবিধার্থে উপস্থাপন করা হলো।

>>কথায় আছে পুরনো চাল ভাতে বাড়ে। আর স্মৃতি? কেন বৃষ্টি হয়ে ঝরে আবার একদিন বন্যা হয়ে ফেরে।

>>স্মৃতির সাগরে ভেসে যেতে পারি, যদি সঙ্গে তোকে পাই! ভাঙা-গড়ার খেলায় মেতেই, চলো ইচ্ছে দেশে হারিয়ে যাই।

>>তিন ভাগ জল মাঝের প্রতিটি বাড়ি ভাবছি ঘরে বসে রয়েছি, এই হচ্ছে বন্যার রূপ।

>>আমি যেন সমুদ্র সৈকত তুমি তোমার প্রতি আমিনা চায় আমার ঢেউ অনেকটা এগিয়ে ফিরি ভাটার টানে, জোয়ারের জলে বন্যা চায় না যে কেউ।

>>নদীর অকাল প্লাবনে যদি ভাঙ্গন ধরে বাঁধের কিনারে বন্যা হয়ে ভাসাবো তোকে, আগলে রেখে স্মৃতির মিনারে।

 জানতে চাইলে আরও পড়ুন:

 বন্যা নিয়ে পিকচার

বন্যা নিয়ে স্ট্যাটাস

 বন্যা নিয়ে পিকচার

বন্যা নিয়ে কিছু কথা

 বন্যা প্রকৃতির একটি আশীর্বাদ। বন্যা মানুষের দুর্দিন ডেকে আনে ঠিক তেমনি বন্যা মানুষের উপকার করে। বন্যা না হলে আমাদের দেশের মাটি উর্বর হতো না ।যার ফলে সব ধরনের খাদ্যশস্য উৎপাদন অনেক কমে যেত। কিন্তু বর্তমান সময়ে বন্যা হওয়ার কারণ হচ্ছে মানুষ। কারণ তারা যদি খাল-বিল নদী পরিষ্কার রাখতেন এবং এগুলো যত্ন করতো তাহলে এই বন্যার পানির হাত থেকে সবাই বেঁচে যেত। এর জন্য আমাদের সবসময় আমাদের আশেপাশের খাল-বিল নদ-নদী পরিষ্কার রাখতে হবে এবং এই খাল-বিল-নদী-নালার যত্ন নিতে হবে। এর ফলে আমরা যেকোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *