১৪২৯ পহেলা বৈশাখের কবিতা ,শুভেচ্ছা বার্তা ও ছবি। সবাইকে জানায় পহেলা বৈশাখের শুভেচ্ছা ও অভিনন্দন। আপনি কি পহেলা বৈশাখের কবিতা শুভেচ্ছা বার্তা ও ছবি খুঁজতেছেন? তাহলে আপনি সঠিক পোস্টে ভিজিট করেছেন। আজকে আমরা আপনাদের জন্য চৌদ্দশ ১৪২৯ পহেলা বৈশাখের কবিতা শুভেচ্ছা বার্তা ও ছবি নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের মাঝে নতুন নতুন শুভেচ্ছা বার্তা ও ছবি শেয়ার করব। যে ছবিগুলো আপনাদের অনেক ভাল লাগবে এবং সেইসাথে শুভেচ্ছা বার্তা গুলো অনেক ভালো লাগবে।
এছাড়াও আজকে আপনাদের সাথে চৌদ্দশ ১৪২৮ পহেলা বৈশাখের কবিতা শুভেচ্ছাবার্তা ছবি ছাড়াও বেশকিছু লিঙ্ক শেয়ার করব যে লিঙ্ক গুলোতে প্রবেশ করলে আপনারা পহেলা বৈশাখ সম্পর্কে আরো নতুন কিছু জানতে পারবেন এবং নতুন নতুন বিষয় দেখতে পারবেন।
পহেলা বৈশাখ উদযাপন করার জন্য আমরা একটি বছর অপেক্ষা করি। এই দিনটি আসলে আমরা আমাদের কাছের মানুষ এবং মনের মানুষদের কে পহেলা বৈশাখের কবিতা শুভেচ্ছা বার্তা ও ছবি দিয়ে উইশ করে থাকি। এছাড়াও নতুন বছর উপলক্ষে আমরা আমাদের ফেসবুক ওয়ালে বিভিন্ন ধরনের পহেলা বৈশাখ সংক্রান্ত এসএমএস স্ট্যাটাস পিকচার শেয়ার করে থাকি। আজকে আমরা আপনাদের নতুন ধরনের কিছু কবিতা পিকচার শেয়ার করব।
শিরোনাম
- ১৪২৯ পহেলা বৈশাখের কবিতা
- পহেলা বৈশাখের শুভেচ্ছা বার্তা
- পহেলা বৈশাখের অগ্রীম শুভেচ্ছা বার্তা
- পহেলা বৈশাখের ছবি
Read More>>> পহেলা বৈশাখ রোমান্টিক এস এম এস,উক্তি,স্ট্যাটাস ও ছবি ২০২২
১৪২৯ পহেলা বৈশাখের কবিতা
পহেলা বৈশাখ নিয়ে অনেক কবি লেখক সুন্দর সুন্দর কবিতা লিখে গেছেন। বৈশাখ আছে আমরা সেই কবিতাগুলো সবার মাঝে শেয়ার করে এবং পহেলা বৈশাখের আনন্দ উদযাপন করে থাকি। এই পহেলা বৈশাখে কিরে আমরা বিভিন্ন ধরনের বৈশাখের কবিতা আমাদের প্রিয়জনদের সাথে শেয়ার করে বৈশাখের আনন্দ ভাগাভাগি করে নেয়। আজকে আমরা আপনাদের পহেলা বৈশাখের কিছু বাছাইকৃত কবিতা শেয়ার করব। যেগুলো অনেক বড় লেখক এবং কবিরা লিখে গেছে।
এসো হে বৈশাখ, এসো এসো
তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক এসো এসো… যাক পুরাতন স্মৃতি যাক ভুলে যাওয়া গীতি যাক অশ্রুবাষ্প সুদূরে মিলাক যাক যাক এসো এসো… মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা অগ্নি স্নানে শুচি হোক ধরা রসের আবেশ রাশি শুষ্ক করি দাও আসি আনো আনো, আনো তব প্রলয়ের শাঁখ মায়ার কুঁজঝটি জাল যাক, দূরে যাক যাক যাক এসো এসো… |
Come, O Boishakh, come, come
Tapas breathes Mumursure dao uraye Let’s get rid of the garbage of the year Come on. Let’s old memories Let’s forget the song Let the tears vanish far away Let’s go Come on. Let’s get rid of the dirt Be caught clean in a fire bath The obsession of juice Let it dry Bring it, bring it, then the shell of destruction Let Maya’s hump be a net, let it go away Come on. |
ধান কাটা হ’য়ে গেছে
ধান কাটা হ’য়ে গেছে কবে যেন— খেতে মাঠে প’ড়ে আছে খড় পাতা কুটো ভাঙা ডিম— সাপের খোলস নীড় শীত। এই সব উৎরায়ে ওইখানে মাঠের ভিতর ঘুমাতেছে কয়েকটি পরিচিত লোক আজ— কেমন নিবিড়। ওইখানে একজন শুয়ে আছে— দিনরাত দেখা হ’তো কতো কতো দিন, হৃদয়ের খেলা নিয়ে তার কাছে করেছি যে কতো অপরাধ; শান্তি তবু: গভীর সবুজ ঘাস ঘাসের ফড়িং আজ ঢেকে আছে তার চিন্তা আর জিজ্ঞাসার অন্ধকার স্বাদ। |
The paddy has been harvested
When the paddy has been harvested, it is as if straw is lying in the field to eat Broken eggs with broken leaves: Snake shell nest Winter. Inside the field there in all these slopes A few familiar people are sleeping today – how intense. There’s omeone lying there — how many days and nights we’ve seen, What a crime I have committed to him with the game of the heart; Peace Yet: Grasshopper of deep green grass Today the dark taste of his thoughts and inquiries is covered. |
বিড়াল
সারাদিন একটা বিড়ালের সঙ্গে ঘুরে-ফিরে কেবলই আমার দেখা হয় গাছের ছায়ায়, রোদের ভিতরে, বাদামী পাতার ভিড়ে; কোথাও কয়েক টুকরো মাছের কাঁটার সফলতার পর তারপর শাদা মাটির কঙ্কালের ভিতর নিজের হৃদয়কে নিয়ে মৌমাছির মতে নিমগ্ন হ’য়ে আছে দেখি; কিন্তু তবুও তারপর কৃষ্ণচূড়ার গায়ে নখ আঁচড়াচ্ছে, সারাদিন সূর্যের পিছনে-পিছনে চলছে সে। একবার তাকে দেখা যায়, একবার হারিয়ে যায় কোথায়। হেমন্তের সন্ধ্যায় জাফরান-রং-এর সূর্যের নরম শরীরে শাদা থাবা বুলিয়ে-বুলিয়ে খেলা করতে দেখলাম তাকে; তারপর অন্ধকারকে ছোটো-ছোটো বলের মতে থাবা দিয়ে লুফে আনলো সে, সমস্ত পৃথিবীর ভিতর ছড়িয়ে দিলো। |
Cats
All I see is a cat wandering around all day In the shade of the trees, in the sun, a multitude of brown leaves; Somewhere after the success of a few pieces of fish thorns Then inside the white clay skeleton I see my heart sinking like a bee; But still scratching the nails on the black peak, He has been following the sun all day. Once he is seen, Where once lost. On the soft body of the saffron-colored sun in the autumn evening I saw him playing with his white paws; Then he grabbed the darkness with his palm according to the small balls, Spread all over the world. |
বৈশাখ
রবীন্দ্রনাথ ঠাকুর হে ভৈরব, হে রুদ্র বৈশাখ! ধুলায় ধূসর রুক্ষ উড্ডীন পিঙ্গল জটাজাল, তপঃক্লিষ্ট তপ্ত তনু, মুখে তুলি বিষাণ ভয়াল কারে দাও ডাক হে ভৈরব, হে রুদ্র বৈশাখ! ছায়ামূর্তি যত অনুচর দগ্ধতাম্র দিগন্তের কোন্ ছিদ্র হতে ছুটে আসে! কী ভীষ্ম অদৃশ্য নৃত্যে মাতি উঠে মধ্যাহ্ন-আকাশে নিঃশব্দ প্রখর ছায়ামূর্তি তব অনুচর! মত্তশ্রমে শ্বসিছে হুতাশ। রহি রহি দহি দহি উগ্রবেগে উঠিছে ঘুরিয়া, আবর্তিয়া তৃণপর্ণ, ঘূর্ণচ্ছন্দে শূন্যে আলোড়িয়া চূর্ণরেণুরাশ মত্তশ্রমে শ্বসিছে হুতাশ। দীপ্তচক্ষু হে শীর্ণ সন্ন্যাসী, পদ্মাসনে বস আসি রক্তনেত্র তুলিয়া ললাটে, শুষ্কজল নদীতীরে শস্যশূন্য তৃষাদীর্ণ মাঠে উদাসী প্রবাসী— দীপ্তচক্ষু হে শীর্ণ সন্ন্যাসী! জ্বলিতেছে সম্মুখে তোমার লোলুপ চিতাগ্নিশিখা, লেহি লেহি বিরাট অম্বর, নিখিলের পরিত্যক্ত মৃতস্তূপ বিগত বৎসর করি ভস্মসার। চিতা জ্বলে সম্মুখে তোমার। হে বৈরাগী, করো শান্তিপাঠ। উদার উদাস কণ্ঠ যাক ছুটে দক্ষিণে ও বামে, যাক নদী পার হয়ে, যাক চলি গ্রাম হতে গ্রামে, পূর্ণ করি মাঠ। হে বৈরাগী, করো শান্তিপাঠ। সকরুণ তব মন্ত্রসাথে মর্মভেদী যত দুঃখ বিস্তারিয়া যাক বিশ্ব- ’পরে, ক্লান্ত কপোতের কণ্ঠে, ক্ষীণ জাহ্নবীর শ্রান্তস্বরে, অশ্বত্থছায়াতে— সকরুণ তব মন্ত্রসাথে। দুঃখ সুখ আশা ও নৈরাশ তোমার ফুৎকারলুব্ধ ধুলা-সম উড়ুক গগনে, ভ’রে দিক নিকুঞ্জের স্খলিত ফুলের গন্ধসনে আকুল আকাশ— দুঃখ সুখ আশা ও নৈরাশ। তোমার গেরুয়া বস্ত্রাঞ্চল দাও পাতি নভস্তলে, বিশাল বৈরাগ্যে আবরিয়া জরা মৃত্যু ক্ষুধা তৃষ্ণা, লক্ষকোটি নরনারী-হিয়া চিন্তায় বিকল। দাও পাতি গেরুয়া অঞ্চল। ছাড়ো ডাক, হে রুদ্র বৈশাখ! ভাঙিয়া মধ্যাহ্নতন্দ্রা জাগি উঠি বাহিরিব দ্বারে, চেয়ে রব প্রাণীশূন্য দগ্ধতৃণ দিগন্তের পারে নিস্তব্ধ নির্বাক। হে ভৈরব, হে রুদ্র বৈশাখ! |
Boishakh
Rabindranath Tagore O Bhairab, O Rudra Boishakh! Rough flying gray tangle, gray in the dust, Tapahklita hot thin, brush on the face of the poison is terrible Call the car O Bhairab, O Rudra Boishakh! As follower as the shadow Dagdhatamra comes running from any hole in the horizon! What a wonderful way to screw people over Silent sharp Shadow then attendant! Hutash is breathing in the drunkenness. Rahi Rahi Dahi Dahi Ugrabege Uthiche Ghuriya, Aortia grassy, whirling in the air Powdery mildew Hutash is breathing in the drunkenness. Bright-eyed, slender monk, Sit in the lotus position with bloodshot eyes and forehead, Dry waterless fields on the river bank Depressed expatriates: Bright-eyed, slender monk! Burning in front of you Greedy fire, lehi lehi huge amber, Nikhil’s abandoned mortuary last year Do ashes The cheetah burns in front of you. O monk, recite the peace. Let the generous bored voice run south and left, Let’s cross the river, let’s go from village to village, Fill the field. O monk, recite the peace. Compassionate then with mantra Let the world be as sad as it is heartbreaking. In the voice of the weary dove, in the weary voice of the weak Jahnavi, In the shadow of the horse: Compassionate then with mantra. Sadness, happiness, hope and despair In the dust of your breath, The fragrance of the fallen flowers of Nik Nikunj in the direction of Vare Akul Akash: Sadness, happiness, hope and despair. Your purple robe Dao Pati Navastale, Abriya in great monasticism Death, death, hunger, thirst, millions of men and women Crippled Dao Pati Gerua region. Leave the call, O Rudra Boishakh! Breaking midnight wakes up at the outer door, Rob can be on the horizon of animalless burnt grass Silent mute. O Bhairab, O Rudra Boishakh! |
পহেলা বৈশাখের শুভেচ্ছা বার্তা
পহেলা বৈশাখ আসলে আমরা শুভেচ্ছা বার্তা দিয়ে পহেলা বৈশাখের শুভেচ্ছা বিনিময় করে থাকি। সে শুভেচ্ছাবার্তা যদি একটু অন্যরকম হয় তাহলে বিষয়টা আরো ভালো হয়। আজকে আমরা আপনাদের সাথে পহেলা বৈশাখের নতুন কিছু শুভেচ্ছাবার্তা শেয়ার করব। যে শুভেচ্ছা বার্তা গুলো আপনাদের অনেক পছন্দ হবে এবং আপনারা বৈশাখ উপলক্ষে শুভেচ্ছা বার্তা গুলো আপনাদের কাছের মানুষ বন্ধু বান্ধবীকে শেয়ার করে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাতে পারবেন।
আজকে এই শুভ দিনে ভুলে যাও সব কাজ। ?শুভ নববর্ষ |
নতুন সারপ্রাইজ, যাতে তোমার জীবন ভরে উঠুক সুখে ও আনন্দে… শুভ নববর্ষ? |
নতুন আলোয়, নতুন আশায় তোমাকে জানাই শুভ নববর্ষ– |
সেজে ওঠো সবাই নতুন জামা কাপড়ে আনন্দে প্লাবিত হোক চারিদিক.. –শুভ নববর্ষ |
আমরা নিজের পছন্দ মতো শব্দ বসাতে চলেছি সেখানে, বইটির নাম “সুযোগ”,এবং এর প্রথম অধ্যায় হলো “নতুন বছর”। আনন্দে কাটাও এই বছরটি –শুভ নববর্ষ– |
তোমার জীবন ভালোবাসা,আনন্দ এবং সুখে কেটে যাক… –শুভ নববর্ষ– |
তবে বলো লাভ কি পুরোনো স্মৃতি ঘেঁটে? এই বছরে পূর্ণ হোক তোর সকল আশা, নতুন বছরের থেকে এটাই আমার প্রত্যাশা.. –শুভ নববর্ষ– |
গ্রীষ্মের আগমনে রোদেলা দুপুর ! বর্ষার আগমনে সাদা কাশফুল ! তাই তোমায় উইশ করতে মন হল ব্যাকুল ! –শুভ নববর্ষ– |
মন খারাপ আর কষ্টের সাথে নতুন বছরে পাড়ি… খুশীর লগ্নে তেপান্তরে দিল যে মন পাড়ি.. নতুন বছর এসেছে ঘুরে মেতে ওঠো তাড়াতাড়ি… শুভ নববর্ষ |
কিছু দুঃখ, কিছু সুখ। সবচেয়ে সুন্দর এই বাংলার মুখ! নববর্ষের পদার্পণে এসো শাণিত হই নবপ্রাণে। |
হৃদয়ের প্রেমময় স্থান থেকে তোমাকে জানাই নতুন বছরের উষ্ণ অভিনন্দন। শুভ নববর্ষ |
তারা চিরকালীন থাকার জন্যে একটা ভালো জায়গা খুঁজছিল.. আমি ওদেরকে তোমার ঠিকানা দিয়ে দিয়েছি.. শুভ নববর্ষ |
পহেলা বৈশাখের অগ্রীম শুভেচ্ছা বার্তা
বৈশাখ আসলে আমরা অগ্রিম শুভেচ্ছা বার্তা জানাতে পছন্দ করি। প্রত্যেকের জীবনে প্রেম আসে। সে মনের মানুষটিকে সবার আগে শুভেচ্ছা জানানোর আনন্দই অন্যরকম। সেজন্যই আজকে আমরা আপনাদের সাথে পহেলা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা বার্তা শেয়ার করব। যাতে আপনারা আপনাদের মনের মানুষকে অগ্রিম পহেলা বৈশাখের শুভেচ্ছা বার্তা প্রদান করতে পারেন।
শুষ্ক করি দাও আসি, আনো আনো আনো তব প্রলয়ের শাঁখ। মায়ার কুজ্ঝটিজাল যাক দূরে যাক॥ এসো হে বৈশাখ, এসো, এসো” – রবীন্দ্রনাথ ঠাকুর
সমৃদ্ধে ও আনন্দে ভরে উঠুক আগামীর দিনগুলো। শুভ নববর্ষ
বছর সবার কাটুক ভাল। কাটুক বিষাদ, আসুক হর্ষ শুভ হোক নববর্ষ।
ঝড়-বৃষ্টি কাটিয়ে আবার দেখাবো আলোর হাসি,আমি আছি, থাকবো শুধু তোমার পাশাপাশি।”
সূর্য আসে নতুন বেশে, সেই সূর্যের রঙিন আলো, মুছে দিক জীবনের সকল কালো। সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা
জীবন ভাসাও রঙিন ভেলায়। ফিরে চলো মাটির টানে, নতুন সুরে নতুন গানে নতুন আশা জাগাও প্রাণে, খুঁজে নাও বাঁচার মানে। ” নববর্ষের শুভেচ্ছা জানাই
তোমার জন্য সকল গোলাপ,সব রজনীগন্ধা। তোমার জন্য নতুন সুর,তোমার জন্য ছন্দ, নতুন বছর বয়ে আনুক হাজারো আনন্দ।” শুভ নববর্ষ
নতুন বছর আসছে তাকে যতন করে রেখো স্বপ্নগুলো সফল করে ভীষণ ভালো থেকো” শুভ নববর্ষ
নতুন সকাল নতুন আলো,নতুন দিন হোক ভালো। ” সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা যেমনই হোক পুরনো দিন ঠিকই যায় কেটে তাই বলবো লাভ কি আর, পুরনো স্মৃতি ঘেঁটে। এ বছরই পূর্ন হোক, তোমার সকল আশা নববর্ষে আমার শুধু এটাই প্রত্যাশা। শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই সকলকে “বাংলা নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও ভালবাসা জানাই… তুমি ও তোমার পরিবার যেন সবসময় সুখে থাকে। শুভ নববর্ষ |
“Let’s get rid of the dirt, let’s get rid of the rust,
In the fire bath, the juice of the caught juice should be cleansed
Let it dry, come, bring it, bring it, then the shell of destruction.
Maya’s murmur go away.
Come, O Boishakh, come, come “- Rabindranath Tagore
Paint a new look in the new year
Every moment of life,
May it be full of prosperity and joy
The days to come.
Happy new years
“Make a dream come true in a fair of colors,
Life floats on a colorful raft.
Let’s go back to the ground,
New songs with new tunes
Awaken new hope in the soul,
Finding means living.
“Happy New Year
New sun, new light
The year is good for everyone.
Bitter sadness, let there be joy
Happy new year
“Friend, keep the window of your love open,
If the sky of the mind is cloudy, but deco me.
After the storm and rain, I will show the smile of light again,
I’m here, I’ll be right there with you. “
পহেলা বৈশাখের ছবি
সম্মানিত পাঠক, পহেলা বৈশাখ উপলক্ষে আমরা আপনাদের সাথে নতুন কিছু ছবি শেয়ার করব। যে ছবিগুলো দিয়ে আপনারা পহেলা বৈশাখ উদযাপন করতে পারবেন এবং তাকে পয়লা বৈশাখের শুভেচ্ছা বিনিময় করতে পারবেন।