প্রথম প্রেম দিবস ২০২১-২০২২ স্ট্যাটাস শুভেচ্ছা ফেসবুক পোস্ট
প্রিয় পাঠক,আজকে হল প্রথম প্রেমের দিবস। 2021 সালের প্রথম প্রেম দিবসের জন্য সকলকে জানাই শুভেচ্ছা। যাদের জীবনে প্রথম প্রেম তারা আমাদের এই ওয়েবসাইটে শুভেচ্ছা পোস্ট স্ট্যাটাস সংগ্রহ করতে পারবেন। তাছাড়া যদি আপনারা প্রথম প্রেমের দিবসের ইতিহাস সম্পর্কে জানতে চান তাহলে সেই তথ্যগুলো আমাদের ওয়েবসাইট পাবেন। প্রত্যেকটি মানুষের জীবনে প্রেম হল সর্বোৎকৃষ্ট প্রেম। যা কখনো ভোলার মত নয়। জীবনে হাজারো প্রেম আসলে প্রথম প্রেমের মত হয়না।
তাই যারা প্রথম প্রেমের অভিজ্ঞতা সম্পন্ন মানুষ রয়েছেন তারা যদি আমাদের ওয়েবসাইট থেকে এসব বলে স্ট্যাটাস শুভেচ্ছা এবং ফেসবুক পোস্ট সংগ্রহ করে সেগুলো প্রিয়তমাকে জানাতে পারেন তাহলে তারা অনেক খুশি হবে। তাছাড়া যারা এ ধরনের স্ট্যাটাস শুভেচ্ছা সংগ্রহ করে । প্রথম প্রেম দিবস ২০২১-২০২২ স্ট্যাটাস শুভেচ্ছা ফেসবুক পোস্ট নিচে দেয়া হলো।
ফেসবুকে পোস্ট করে জানতে চান দিয়ে আপনার জীবনের সেই ব্যাক্তিটির গুরুত্ব কতখানি ছিল এবং সে মুহূর্তে আপনার অনুভূতি কি ছিল, তাহলে অনেক মানুষের সম্পর্কে জানতে পারবে। তাছাড়া যাদের একেবারেই প্রথম প্রেম তারা তাদের সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য আরও দায়িত্ববান হবে।কারণ এটিই তার জীবনে প্রথম আবেগের অনুভূতি সৃষ্টি করে। এই প্রথম প্রেম হয়তো কারো বুকে বিধিয়ে দেয় ব্যর্থতার তরবারি, আবার কারো জীবন গড়ে তোলে সুখময়। তাই প্রথম প্রেম প্রত্যেকটি মানুষের জীবনের শ্রেষ্ঠ অনুভূতির একটা অংশ এবং এই অনুভূতি একজন মানুষ তার সারা জীবনে কখনোই ভুলতে পারেনা।
আরো পরুন:
১০০+ স্বার্থপর বন্ধুত্ব নিয়ে স্ট্যাটাস পোস্ট ক্যাপশন পিকচার
চাঁদ নিয়ে ভালোবাসার উক্তি ও নতুন স্ট্যাটাস ক্যাপশন
প্রথম প্রেম দিবস শুভেচ্ছা
১. এই মন শুধু তোমাকেই চাই
তোমাকে আরো কাছে পেতে চাই
এই মন চাই শুধু তোমার মিষ্টি হাসি দেখতে
সারাজীবন শুধু এইভাবেই পাশে থাকতে।
Happy Valentines Day প্রিয়তম।
২. তুমি শুধু আমার
আর তো কারো নয়।
আজকের এই বিশেষ দিনে
জীবন হয়ে উঠুক ভালোবাসাময়।
আমি যে ভালোবাসি শুধু তোমায়।
শুভ ভেলেন্টাইন ডে প্রিয়।
প্রথম প্রেম দিবস স্ট্যাটাস
- চোখে আছে কাজল কানে আছে দুল, ঠোট যেন রক্তে রাঙা ফুল, চোখ একটু ছোট মুখে মিষ্টি হাসি, এমন একজন মেয়েকে সত্যি আমি ভালোবাসি।
- কেউ যদি অভিমানে তোমার সাথে কথা না বলে, বুঝে নিবে সে তোমায় আড়ালে মিস করে.. আর কেউ যদি না দেখে কাঁদে, বুঝে নিবে সে তোমায় ভীষণ ভালবাসে..!
- আমি তোমাকে চাই কল্পনাতে নয় বাস্তবে, আমি তোমাকে চাই ছলনাতে নয় ভালোবাসায়, আমি তোমাকে চাই তোমার মত করে নয়, আমার মত করে, আমি তোমাকে চাই খনিকের জন্য নয় চিরদিনের জন্য। হ্যাপি ভ্যালেন্টাইন ডে
প্রথম প্রেম দিবস ফেসবুক পোস্ট
>>তার কোনো কথায় আমি কষ্ট পাবো কিনা এইটা চিন্তা কইরা সে একটা কথা বলার আগে হাজার বার ভাবতো,
>>আর সে এখন প্রতিনিয়ত আমার মন ভাঙ্গতে একবারও দ্বিধাবোধও করে নাহ।
>>আমি যেখানেই শান্তি খুঁজতে যাই! সেখান থেকেই মানসিক যন্ত্রনা
নিয়ে ফিরে আসি!
>>সৃষ্টিকর্তা হয়তো কাউকে বানিয়েছেন কষ্ট দেওয়ার জন্য,আর কাউকে কষ্ট সহ্য করার জন্য!’
>>মাঝে মাঝে তোহ মনে হয়, মশা আমাদের বাসায় নাহ্ আমরা মশার বাড়িতে থাকি,
>>ভালো থাকুক পৃথিবীর ঐসব মানুষগুলো,
>>যারা নিজের ভালো থাকার জন্য অন্যের ভালো থাকা কেড়ে নেয়