Skip to content
Home » বাবাকে নিয়ে সেরা উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন ও কবিতা

বাবাকে নিয়ে সেরা উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন ও কবিতা

  • by

বাবাকে নিয়ে সেরা উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন ও কবিতা। সম্মানিত পাঠক, আমাদের ওয়েবসাইটে প্রবেশ করার জন্য আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করবো বাবাকে নিয়ে সেরা কিছু উক্তি, ফেসবুক স্ট্যাটাস, ক্যাপশন এবং কবিতা। যদি আপনি বাবাকে ভালোবেসে থাকেন ।সেই ভালোবাসাকে উপলক্ষ করে আপনি সেরা কিছু বাবাকে নিয়ে উক্তি, ক্যাপশন, ফেসবুক স্ট্যাটাস খুঁজে থাকেন তাহলে আমাদের এই পোস্টটি পেয়ে যাবেন। এর জন্য আপনাকে এই পোস্টটি সম্পূর্ণ করতে হবে।

 বাবাকে নিয়ে উক্তি

একটি পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছেন বাবা। একটি পরিবারকে কিভাবে সামনের দিকে ভালোভাবে এগিয়ে নিতে হয় ।সে বিষয়ে সবচেয়ে সেরা মানুষটি হচ্ছে বাবা।  প্রত্যেকটি সন্তানের ভবিষ্যৎ গড়ার  কারিগর হচ্ছে বাবা। মানুষ যেমন মেরুদন্ডহীন চলতে পারবে না, ঠিক তেমনি একটি পরিবারের সকল সদস্য তাদের বাবাকে ছাড়া চলতে পারবে না। একটি পরিবারের বাবার অবদানের কথা বলে শেষ করা যাবে না। একটি সন্তানের ছোট থেকে কর্মসংস্থানের যোগ দেওয়ার আগ পর্যন্ত বাবার অবদান অপরিসীম।

আমরা অনেকে রয়েছি যারা বাবাকে সম্মান করি না। বাবার সাথে খারাপ ব্যবহার করি। তাদের বলব তোমরা তোমাদের বাবার সাথে সবসময় ভাল ব্যবহার করবে। কারণ যখন সে আর থাকবে না তখন বুঝতে পারবে, বাবা তোমার মাথার উপর বটগাছ হিসেবে ছায়া দিতেন। তখন বুঝবেন বাবা হারানোর যন্ত্রণা। আজ আমরা সেই বাবাকে নিয়ে সেরা কিছু উক্তি ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন এবং কবিতা শেয়ার করব।

 বাবাকে নিয়ে সেরা উক্তি

 আগে বলেছি বাবা হচ্ছে বটবৃক্ষের মতো। তার গুণগান সারা জীবনেও শোধ হবে না। কিন্তু তারপরও আমরা বাবাকে অনেক ভালোবাসি সেই ভালোবাসাকে কেন্দ্র করে আজকে আমরা বাবাকে নিয়ে সেরা কিছু উক্তি আপনাদের সাথে শেয়ার করব।

>>একজন বাবার হৃদয় হল প্রকৃতির এক অপার স্থান।

— এন্টনি ফ্রানকোই প্রিভোস্ট

>>একজন বাবা তার সন্তানকে কি ততটাই ভালো বানাতে চান যতটা তিনি হতে চেয়েছিলেন।

— ফ্রাংক এ. ক্লার্ক

>>একটা মেয়ের জীবনে বাবায় হলে প্রথম পুরুষ এবং তিনি হলেন সবচেয়ে অনুপ্রেরণাদায়ক পুরুষ।

— ডেভিড জেরেমিয়াহ

>>পৃথিবীতে একটি মেয়েকে তার বাবার চেয়ে কেউ বেশি ভালোবাসতে পারবে না।

— মাইকেল রাত্নাডিপাক

>> একজন বাবা বলে না যে সে তোমাকে ভালোবাসে বরং তিনি দেখিয়ে দেন যে তিনি তোমাকে ভালোবাসে।

— দিমিত্রি থে স্টোনহার্ট

>>যে কোন পুরুষই বাবা হতে পারে তবে প্রকৃত বাবা হতে কিছুটা বিশেষত্ব দরকার।

— অ্যানি গেডেস

 বাবাকে নিয়ে সেরা উক্তি

>> একজন বাবাকে তার মেয়ের কাছে এতটা আদর্শ হওয়া উচিত যে আদর্শ যা দেখে সেই মেয়ে পৃথিবীর অপর সকল ছেলেকে যাচাই করবে।

— জর্জ ই. ল্যাং

>>মেয়দের কাছে বাবার মানেই ভালোবাসার আরেক নাম।

— ফ্যানি ফার্ন

>>আমার বাবা আমাকে সেই মহৎ জিনিসটা দিয়েছে, যা খুব কম লোকই কাউকে দিতে পারে তিনি আমার উপর বিশ্বাস রেখেছেন।

— জিম ভালভানো

>>একজন বাবার হওয়া উচিত তার ছেলের কাছে প্রথম হিরো এবং এবং একটি মেয়ের কাছে তার প্রথম ভালোবাসা।

— পিক্সেল কোটস

>>বাবাকে হারানোর মানে মাথার উপরে ছাদ হারিয়ে ফেলা।

— ইয়ান মার্টেল

>>একজন সফল বাবা তার চেয়েও সফল একজন সন্তানকে তৈরি করেন।

— পিকচার কোটস

>> বাবা ছেলের ভালোবাসার থেকেই কিছুই বড় হতে পারে না।

— ড্যান ব্রাউন

বাবাকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস এবং ক্যাপশন

আমরা যখন বিভিন্ন কাজে কিংবা পড়াশোনার ক্ষেত্রে ফ্যামিলি থেকে অনেক দূরে থাকি । তখন পরিবারের সকলের কথা মনে পড়ে। বিশেষ করে বাবা যখন আমাদের ভবিষ্যৎ গড়ার জন্য ভালো স্কুল কলেজে পড়াশোনা করাই। বাবার মাথার ঘাম পায়ে ফেলা টাকা দিয়ে আমরা যখন পড়াশোনা করি এবং বিভিন্ন ধরনের আনন্দ উৎসব করি। তখন তাদের কথা অনেক মনে পড়ে। তখন আমরা সে আবেদনের জন্য আমাদের সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন ধরনের বাবাকে নিয়ে বিভিন্ন ধরনের আবেগ প্রথম কিম্বা খুশিমনে পিকচার কিংবা ফেসবুকে স্ট্যাটাস ক্যাপশন দিয়ে থাকি ।আজকে আমরা বাবাকে নিয়ে কিছু সুন্দর ফেসবুক স্ট্যাটাস এবং ক্যাপশন আপনাদের সাথে শেয়ার করব।

>> বাবার পা কি অন্য সবার চেয়ে অনেক দ্রুত চলে ? নইলে এতোটা পথ এত অল্প সময়ে কি করে এত শক্ত করে সব কিছু আগলে রাখেন বাবা ।”

>>একজন বাবা তার সন্তানের জন্য কতভাবে অবদান রেখে যান, তার চুলচেড়া হিসাব কেউ কোনদিন বের করতে পারবে না ।”

>>” বাবার কাঁদ টা কি অন্য সবার চেয়ে বেশী চওড়া ? তা না হলে কি করে সমাজ সংসারের এত দায়ভার অবলীলায় বয়ে বেড়ান বাবা ।”

>>” বাবার চোখ দেখতে পায় কল্পনার অতীত কোন দুরত্ত । তাই তিনি সব সময় শঙ্কিত থাকেন সন্তানের ভবিষ্যৎ নিয়ে ।”

>>” বাবার ছায়া শেষ বিকেলের বট গাছের ছায়ার চাইতেও বড় । সে তার সন্তান কে জীবনের সব উত্তাপ থেকে সামলে রাখেন ।”

>>” বাবা শুধু একজন মানুষ নন, স্রেফ একটি সম্পর্কের নাম নয় । বাবার মাঝে জড়িয়ে আছে বিশালত্তের এক অদ্ভুত মায়াবী প্রকাশ ।”

বাবাকে নিয়ে কবিতা

 আমরা যারা বাবাকে নিয়ে কবিতা সংগ্রহ করতে চাচ্ছি। কিংবা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় বাবাকে নিয়ে কবিতা খুজতেছি। সেসকল আদর্শ সন্তানদের জন্য আজকে আমরা বাবাকে নিয়ে সুন্দর একটি কবিতা শেয়ার করব।

বাবাকে নিয়ে কবিতা

সঞ্জয় সরকার

যেদিন আমি ছোট ছিলাম, যুবক ছিলেন বাবা ,

সেদিন টি আসবে ফিরে যায় কি তা আজ ভাবা ?

বাবার কাছেই হাঁটতে শিখি, শিখি চলা-বলা,

সারাটি দিন কাটতো আমার জড়িয়ে তার গলা ।

বাবার হাতেই হাতে খড়ি, প্রথম পড়া লেখা,

বিশ্বটাকে প্রথম আমার বাবার চোখেই দেখা ।

আজকে বাবার চুল পেকেছে গ্রাস করেছে জড়া,

তবু বুঝি বাবা থাকলেই লাগে ভুবন ভরা ।

বাবা এখন চশমা পড়েন পার করেছেন আশি-

আজো তাকে আগের মতোই অনেক ভালোবাসি ।

বাবাকে নিয়ে কিছু কথা

বাবা, তুমি আমার বটবৃক্ষের ছায়া। তোমাকে ছাড়া আমি অচল অসহায়। তুমি যদি পাশে থাকো তাহলে আমি চির উদ্যোমে পৃথিবী জয় করতে পারবো। তুমি যদি অনুপ্রেরণা যোগাও তাহলে কোনো বাধাই আমার কাছে বাধা নয়। তোমার আদর্শে আমি আদর্শবান হতে চাই। সন্তানকে নিয়ে তোমার যে মনের আশা সে আশা আমি পূরণ করতে চাই। শুধু তুমি আমার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করো। যাতে আমি তোমার সকল মনের আশা পূরণ করতে পারি।

বৃষ্টি নিয়ে উক্তি রোমান্টিক ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন ও কবিতা

প্রেম নিয়ে শক্তিশালী উক্তি বাণী স্ট্যাটাস

আবেগ নিয়ে উক্তি বাণী স্ট্যাটাস পোস্ট ইমোশনাল কথা ছবি

বৃষ্টি নিয়ে ক্যাপশন ৩০ টি বৃষ্টির রোমান্টিক উক্তি,এস এম এস ,ছবি

অবহেলা নিয়ে উক্তি 40 টি সুন্দর বাণী স্ট্যাটাস পোস্ট কবিতা ও পিক

রাত নিয়ে ভালোবাসার ক্যাপশন উক্তি স্ট্যাটাস ও পিকচার

জোসনা রাত নিয়ে ভালোবাসার উক্তি ও এস এম এস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *