Skip to content
Home » R15 v3 বাইকের দাম কত ২০২২ এডিশন

R15 v3 বাইকের দাম কত ২০২২ এডিশন

  • by
R15 v3-বাইক-এর-দাম-কতো-২০২১

R15 v3 বাইকের দাম কত ২০২২ এডিশন

আজকে আমরা কথা বলবো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বাইক R15 v3 বাইকের দাম কত ২০২২ এডিশন সম্পর্কে।ইয়ামাহা কোম্পানির মূলত একটি জাপানি ব্র্যান্ডের কোম্পানি। এই কোম্পানিতে বিভিন্ন মডেলের বাইক ম্যানুফ্যাকচারিং করে থাকে। তবে তার মধ্যে তাদের জনপ্রিয় একটি বাইক হল r15 v3। বাইক গুলো অনেক দেশে ম্যানুফ্যাকচারিং করা হয়। যেমন ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ইন্ডিয়া।তবে এগুলোর মধ্যে ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডের যে r15 v3 ম্যানুফ্যাকচারিং করা হয় তা ইন্ডিয়ার চেয়ে একটু ভালো কোয়ালিটি সম্পন্ন। কিন্তু দামের দিক দিয়ে ইন্ডিয়ায় যে বাইকটি ম্যানুফ্যাকচারিং করা হয় তার ইন্দোনেশিয়ার চেয়ে ইন্ডিয়ান বাইক এর দাম অনেকাংশে কম।

আরো পড়ুন

স্ন্যাক ভিডিও থেকে টাকা ইনকাম-প্রতিদিন ১২০০ টাকা ইনকাম

এটি মূলত এটি একটি 150 সিসির স্পোর্টস বাইক। যা আমাদের দেশ সহ পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে খুব জনপ্রিয়তা অর্জন করেছে।2017 সালে ইয়ামাহা কোম্পানি ইন্দোনেশিয়াতে R15 v3 এর একটি নতুন সংস্করণ চালু করেছিল যা বর্তমান নাম R15 v3। তারপর এটি 2018 সালে 18 মার্চ বাজারে আসে। এটি ভারতের 150cc সবচেয়ে শক্তিশালী একটি বাইক। ইয়ামাহা কোম্পানি বিশ্বের সকল দেশের প্রায় তাদের বাইক গুলো সরবরাহ করে থাকে।

ইয়ামাহা r15 v3 বাইক টি মূলত তিনটি কালারে পাওয়া যায় সেটি হচ্ছে গ্রে কালার ব্লু কালার ব্লু কালার। বাংলাদেশের ব্যাটের দাম নির্ধারণ করা হয়েছে 5 লক্ষ 24 হাজার টাকা। তবে অনেক সময় এর দাম একটু কম বেশি হয় সেটি বিভিন্ন ধরনের ইভেন্টের কারণে। বাংলাদেশের একটি ব্যাপক চাহিদা রয়েছে কারণ এই বাইকটির গুণগতমান অনেক ভালো।

ইয়ামাহা r15 ভার্সন থ্রি বাইক ডিজাইন দেখতে অসাধারণ। এ বাক্যে দেখলে যে কেউই চোখে ভালো লেগে যাবে। কারণ এই বাইকটি যে গর্জিয়াস লুক তা যে কারো মন কেড়ে নিবে। এই বাইকটি আর ওয়ান এবং আর সিক্স এর ডিজাইন অনুসারে r15 v3 ডিজাইন করা হয়েছে। ইয়ামাহা মূলত আর সিরিজের ব্যাংকগুলোর ডিজাইন নতুন করে আর সেটি স্মর্ট মোটরসাইকেল ডিজাইন করে থাকে ইয়ামাহা কোম্পানি।ইয়ামাহা কোম্পানি মূলত r125 থেকে অনুপ্রাণিত হয়ে r15 v3 এর সামনে এয়ার ইনটেক যোগ করা হয়েছে। ইয়ামাহা কোম্পানি তাদের মার্কেট ধরে রাখার জন্য তারা একটি নিখুঁত বাইক তৈরি করেছে যেটি হচ্ছে ইয়ামাহা r15 v3।কারণ বাজারে আরো অনেকগুলো ব্র্যান্ডের মোটরসাইকেল রয়েছে যেগুলো হণ্ডা cbr150r এবং সুজুকি gsx-r 150 এর সাথে প্রতিদ্বন্দ্বী করতে হবে। যার কারণে তারা ইয়ামাহা r15 ভার্শন 3 খুব মজবুত ভাবে তৈরি করেছে।

R15 v3 বাইকের ইঞ্জিন

R15 v3-বাইক-এর-দাম

ইয়ামাহা r15 v3 ইঞ্জিন যেকোনো ওয়াই জেড এফ ইঞ্জিনের চেয়ে সেরা।হিন্দু তিনজনের মধ্যে কোন পার্থক্য নেই শুধু আগের ভার্সন টি আপডেট করা হয়েছে।r15 v3 ইঞ্জিন সিঙ্গেল সিলিন্ডার ফর বাল্বের ইঞ্জিন। এই বাইকের ইঞ্জিন প্রায় 18.7 পি এইচ পি এবং 10000 আরপিএম এবং 15 এন এন টর্ক 850 আরপিএম দিতে সক্ষম।

ইয়ামাহা R15 v3 বাইকটিতে তে ৬ টি গিয়ার প্যাটার্ন সংযুক্ত করা হয়েছে। এই বাইকে সামনে ১ টি এবং পিছনে ৫ টি গিয়ার প্যাটার্ন ।

সকল তথ্য

>>এখানে Length – Width – Height: 1990 – 725 – 1135 mm^3 ব্যাবহার করা হয়েছে। ওভার অল Length:   1990 mm।

>>এখানে Wheelbase: 1325 mm ব্যবহৃত হয়েছে।

>>এই বাইকটিতে Overall Height: 1135 mm. ৫.৭ এর নিচে কেও থাকলে তাদের বাইকটি চালাতে অসুবিদা হবে।

>>Ground Clearance: 170 mm

>>Overall Width:  725 mm

>>Fuel Tank Capacity:  11 Liters স্পোরস বাইক তুলনায় আরএকটু ফুয়েল ক্যাপাসিটি বশি হলে ভালো হতো।

>>Kerb Weight: 142 Kg

>>Tail Light: LED

>>Brake Diameter (Front):  282 mm

>>Brake Diameter (Rear):  220 mm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *