রোজার নিয়ত, রোজা একটি ইসলামিক আমল ।রোজা রাখলে একজন মানুষ সারাদিন খারাপ কাজ থেকে বিরত থাকে। রোজা রাখার মাধ্যমে একজন মুসলিম সারা দিন খাবার ও পানি থেকে বিরত থাকে। রোজা রাখা ফরজ। রোজা রাখা হচ্ছে আল্লাহ সুবহানাতায়ালা আদেশ। যাহা প্রত্যেকটি মুসলমানের জন্য ফরজ।
“নিয়ত করলাম আজ সকালের পর থেকে সন্ধ্যা মধ্যে সমস্ত খাদ্য ও পানীয় থেকে বিরত থাকব। আল্লাহর জন্য আমি এই রোজাটি রাখছি।
রোজার নিয়ত
রোজার নিয়ত বাংলায় হলো “আল্লাহুম্মা ইন্নী নাওয়াবিক মিনাল খবা-ইতি ওয়াআজ়াবিক মিনাল জাহদি ওয়াসুখণা বিসমিকা ইসমা’উল জালীল যারুল ইসমাইল ওয়াবিসাইর রব্বুল আলামীন।” এর অর্থ হলো “হে আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় চাই এবং আপনার নিকট সুখ চাই। আপনার সকল নাম উচ্চস্বরে সংকীর্তন করা হয়। হে আল্লাহ, আপনি সকল জাতির রব্ব এবং আমার পরম রক্ষক ও পালনকর্তা হন।”
নফল রোজার নিয়ত
নফল রোজা মুসলিমদের একটি সুন্নত রোজা যা সূর্যোদয় থেকে পর্যন্ত রাখা হয়। নিয়ত করার সময় একটি উদ্দীপনা বলা হয় যা হলে নিয়ত স্বীকৃত হয়।
বাংলা উদ্দীপনা: নিয়ত করিতেছি রমজানের পূর্বের নফল রোজার জন্য ।
আরবি উদ্দীপনা: نَوَيْتُ صَوْمَ غَدٍ عَنْ نَوَافِلِ رَمَضَانَ إِلَى مَغْرِبِ الشَّمْسِ، فَرَضًا لِلَّهِ تَعَالَى।
Transliteration: “Nawaitu sauma ghadin ‘an nawafil ramadana ila maghribi ash-shamsi, fardan lillahi ta’ala.”
Translation: “I intend to observe a voluntary fast tomorrow for the sake of Allah, in accordance with the Sunnah fasting of Ramadan until sunset.”
ইফতারের বাংলা নিয়ত: হে আল্লাহ তায়ালা, আমি আপনার নির্দেশিত মাহে রমজানের ফরয রোজা শেষে আপনারই নির্দেশিত আইন মেনেই রোজার পরিসমাপ্তি করছি ও রহমতের আশা নিয়ে ইফতার শুরু করছি। তারপর “বিসমিল্লাহি ওয়া’আলা বারাকাতিল্লাহ” বলে ইফতার করা।
বাংলায় নিয়ত: হে আল্লাহ পাক! আপনার সন্তুষ্টির জন্য আগামীকালের রমাদ্বান শরীফ’র ফরয রোযা রাখার নিয়ত করছি। আমার পক্ষ থেকে আপনি তা কবুল করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞাত।
রোজা রাখার নিয়ত কী?
Ans: রোজা রাখার নিয়ত ইসলামিক শরীয়তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি রোজার উদ্দেশ্য এবং এর পূর্বশর্তগুলি উল্লেখ করে রোজা পালনে সাহায্য করে।
একটি পূর্ণ রোজার নিয়ত হলো:
“নিয়ত করলাম আমি আল্লাহর জন্য রোজা রাখব।”
একটি সাধারণ রোজার নিয়ত হলো:
“নিয়ত করলাম আজ সহরী খাওয়ার জন্য রোজা রাখার।”
বিশেষত, রমজানে রোজা রাখার জন্য নিয়ত করা হয়:
“নিয়ত করলাম আজ রমজানের (মাস) প্রথম রোজার জন্য রোজা রাখার উদ্দেশ্যে আমি ইনশাআল্লাহ রোজা রাখব।”
আগামী রমজান কত তারিখে ২০২৩?
Ans: মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান শুরু হতে পারে ২০২৩ সালে ২৩ মার্চ বৃহস্পতিবার।
শেষ কথা:
রোজা রাখা ফরজ। রোজা রাখা আল্লাহ তাআলার হুকুম। আমাদের প্রত্যেক মুসলমানকে আল্লাহতালার হুকুম মানতে হবে। রোজা রাখলে একজন পাপি তাপি মুসলমান আলোর পথে ফিরে আসে। রোজার ফজিলত অতুলনীয়।
ট্যাগ পোস্ট:
নফল রোজার নিয়ত বাংলায়.নফল রোজার নিয়ত আরবিতে.নফল রোজার সেহরির সময়.রোজার নিয়ত বাংলায়.রোজার নিয়ত করা কি ফরজ।