Skip to content
Home » সাবেক অর্থমন্ত্রী মুহিত সাহেব না ফেরার দেশে চলে গেলেন

সাবেক অর্থমন্ত্রী মুহিত সাহেব না ফেরার দেশে চলে গেলেন

  • by
সাবেক অর্থমন্ত্রী মুহিত সাহেব না ফেরার দেশে চলে গেলেন

সাবেক অর্থমন্ত্রী মুহিত সাহেব না ফেরার দেশে চলে গেলেন

শোক সংবাদ, না ফেরার দেশে চলে গেলেন সাবেক অর্থমন্ত্রী মুহিত সাহেব। দিবাগত রাত 12.56 মিনিটে ঢাকা ইউনাইটেড হসপিটালে মারা যান তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান।

তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে শুক্রবার সাড়ে বারোটায় তাকে ইউনাইটেড হসপিটালে নেওয়া হয়। ইউনাইটেড হাসপাতালে নেওয়ার পর রাত একটার দিকে মারা যান এই বীর মুক্তিযোদ্ধা এবং ভাষাসৈনিক ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাহেব। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

সাবেক অর্থমন্ত্রী মুহিত সাহেব না ফেরার দেশে চলে গেলেন

আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী হিসেবে টানা 10 বার বাজেট পাস করেন তিনি। সকাল দশটায় গুলশান আজাদ মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে এবং এগারোটার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাযা অনুষ্ঠিত হবে। দুপুর 2 টায় তার মরদেহ সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে।

এরপর সকল প্রকার কার্যক্রম শেষে রায়পুর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

abul-mal-abdul-muhit ঢাকা ইউনাইটেড হসপিটালে মারা গেছেন একথাটি নিশ্চিত করেছেন তার ছোটভাই আবুল মাল আবদুল মোমেন। সাংবাদিকদেরকে এমনভাবে বলেছেন, তিনি আরো বলেছেন সন্ধ্যার পর তার ভাইয়ের সার্বিক অবস্থা খারাপ হওয়ার কারণে তাকে ইউনাইটেড হসপিটালে ভর্তি করা হয়। সকল কার্যক্রম শেষে তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। এছাড়াও তিনি বাংলাদেশের সকল নাগরিকের কাছে তার ভাইয়ের প্রতি দোয়া চেয়েছেন যেন তাকে বেহেস্তবাসী করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *