Skip to content
Home » টি ক্যাশ মোবাইল ব্যাংকিং-প্রধান কার্যালয় কাস্টমার কেয়ার নাম্বার একাউন্ট খোলার পদ্ধতি

টি ক্যাশ মোবাইল ব্যাংকিং-প্রধান কার্যালয় কাস্টমার কেয়ার নাম্বার একাউন্ট খোলার পদ্ধতি

  • by
টি ক্যাশ মোবাইল ব্যাংকিং-প্রধান কার্যালয় কাস্টমার কেয়ার নাম্বার একাউন্ট খোলার পদ্ধতি

টি ক্যাশ মোবাইল ব্যাংকিং

সম্মানিত পাঠক, টি ক্যাশ মোবাইল ব্যাংকিংয়ের আপনাকে জানাই স্বাগতম। আজকে আমরা টি ক্যাশ মোবাইল ব্যাংকিং সকল পরিষেবা সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করব। টি ক্যাশ হচ্ছে ট্রাস্ট ব্যাংকের অধীনে। টি ক্যাশ এর মাধ্যমে পল্লী এলাকার লোকজন মোবাইল ব্যাংকিং চালু করে থাকে। এই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আপনি খুব সহজেই টাকা আদান প্রদান এবং মোবাইল রিচার্জ বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।

আপনি টি ক্যাশ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে যে সকল পরিষেবা পাবেন সকল ধরনের পরিষেবা মূলক তথ্য আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের এই সম্পূর্ণ পোস্টটি পড়বেন তাহলে আপনি টি ক্যাশ মোবাইল ব্যাংকিং সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাবেন।টি ক্যাশ মোবাইল ব্যাংকিং-প্রধান কার্যালয় কাস্টমার কেয়ার নাম্বার একাউন্ট খোলার পদ্ধতি নিচে দেওয়া হলো।

পরিচ্ছেদসমূহ

  • টি ক্যাশ মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খুলার নিয়ম
  • টি ক্যাশ  একাউন্ট খুলতে যেসব কাগজপত্র প্রয়োজন
  • টি ক্যাশ একাউন্ট এর মাধ্যমে এনআইডি সংশোধন ফি প্রদান করবেন যেভাবে
  • টি ক্যাশ মোবাইল ব্যাংকিং এর সেবা সমূহ নিম্নরূপ
  • টি ক্যাশ এর মাধ্যমে কিভাবে ইউটিলিটি বিল প্রদান করবেন
  • টি ক্যাশ মোবাইল ব্যাংকিং এর হেল্পলাইন নাম্বার

টি ক্যাশ মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খুলার নিয়ম

টি ক্যাশ মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খুলার নিয়ম

>>প্রথমেই আপনি আপনার নিকটস্থ কোনো এজেন্টের কাছে গিয়ে নিবন্ধন করিয়ে নিন

>>টি ক্যাশ এজেন্ট আপনাকে একটি ফরম দিবেন দেখে দেখে নির্দিষ্ট জায়গায় আপনার সকল তথ্য প্রয়োগ করুন।

>>আপনার ফরমটি পূরণ করা হয়ে গেলে এজেন্ট তার সকল কার্য সম্পন্ন করলে আপনার ফোনে একটি কল আসবে।

>>এবার আপনি আপনার মোবাইল থেকে কল রিসিভ করুন এবং আপনার ইচ্ছামত পিন নম্বর প্রদান করুন।

>>পিন নাম্বার বসানোর পর আপনি একটি নিশ্চিতকরন মেসেজ পাবেন।

>>এবার আপনার অ্যাকাউন্টটি সক্রিয় হয়েছে কিনা তা নিশ্চিত করার জন্য আপনার মোবাইল থেকে ডায়াল করুন *২০১#

টি ক্যাশ  একাউন্ট খুলতে যেসব কাগজপত্র প্রয়োজন

  1. প্রথমেই আপনার সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের এক কপি ছবি।
  2. আপনার নামে নিবন্ধিত একটি সিম।
  3. আপনার ভোটার আইডি কার্ড অথবা নাগরিকত্ব ফটোকপি।

টি ক্যাশ একাউন্ট এর মাধ্যমে এনআইডি সংশোধন ফি প্রদান করবেন যেভাবে

  •  প্রথমেই টি ক্যাশ একাউন্ট এর মেনু কোডটি অর্থাৎ *২০১# ডায়াল করুন।
  • এবার আপনার মোবাইলে ৪ নাম্বার অপশনটি সিলেক্ট করুন।
  • এবার আপনার পছন্দসই পরিষেবার ধরন অনুযায়ী যে কোন বাটন চাপুন।
  • নোটিফিকেশন মোবাইল নং বাটনটি চাপুন
  • এবার আপনার টি ক্যাশ একাউন্টের পিন নাম্বারটি প্রবেশ করান।
  • লেনদেন সম্পন্ন হলে এবার আপনি একটি ফিরতি মেসেজ সম্পূর্ণ করণ মেসেজ পাবেন।

টি ক্যাশ মোবাইল ব্যাংকিং এর সেবা সমূহ নিম্নরূপ

  1. মোবাইল রিচার্জ
  2. ইউটিলিটি বিল প্রদান
  3. টাকা উত্তোলন
  4. টিউশন ফি প্রদান
  5. ভোটার আইডি কার্ড সংশোধন ফি প্রদান
  6. বিদ্যুৎ বিল প্রদান
  7. ক্যাশ ডিপোজিট

টি ক্যাশ এর মাধ্যমে কিভাবে ইউটিলিটি বিল প্রদান করবেন

>>প্রথমেই আপনার মোবাইল ফোন থেকে ইউএস এইডি মেনু কোড *২০১# ডায়াল করুন।

>>সার দিয়ে উত্তর দিন এবং ইউটিলিটি প্রদানের জন্য অনুরোধ বাটনে চাপুন।

>> আপনার পরিষেবা অনুযায়ী এনআইডি জন্য বাটন চাপুন

 >>আপনার একাউন্টের পিন নাম্বারটি প্রবেশ করান।

টি ক্যাশ মোবাইল ব্যাংকিং এর হেল্পলাইন নাম্বার

টি-ক্যাশ মোবাইল ব্যাংকিং এর হেলপ্লাইন বা কল সেন্টার নাম্বার হচ্ছে ১৬২০১ এবং টেলিফোন নাম্বার ০৯৬১২৩১৬২০১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *