Skip to content
Home » টেলিটক মিনিট অফার ২০২২

টেলিটক মিনিট অফার ২০২২

  • by
টেলিটক মিনিট অফার ২০২১

টেলিটক মিনিট অফার ২০২২

আজকে আপনাদের সামনে তুলে দরবো টেলিটকের সব দূর্দান্ত মিনিট প্যাকেজ। টেলিটক নিয়ে এসেছে দুর্দান্ত সব মিনিট অফার। আপনাদের ইচ্ছামতো আপনাদের প্রিয়ো টেলিটক অফারটি লুফে নিন এখনি।

সেরা মিনিট প্যাক ৮৬ টাকায় ১৪৩ মিনিট

পেয়ে যাচ্ছেন ৭ দিন মেয়াদে। দুর্দান্ত আরেকটি অফার আছে আপনাদের জন্য ৩০ দিন মেয়াদে পাচ্ছেন ২৮৭ টাকায় ৪৭৭ মিনিট।

  • ৮৬ টাকার অফারটি পেতে ডায়াল করুন *১১১*৮৬#
  • ২৮৭ টাকার অফারটি পেতে ডায়াল করুন *১১১*২৮৭#
  • যে কোন নাম্বারে মিনিট প্যাকটি ব্যাবহার করতে পারবেন।
  • মিনিট চেক করতে ডায়াল করুন *১৫২#

টেলিটক ১৩ টাকায় ২৫ মিনিট অফার

১৩ টাকায় ২৫ মিনিট চমৎকার এক অফার নিয়ে এসেছে টেলিটক। এই অফারটি পেতে হলে আপনাকে ডায়াল করতে হবে *১১১*১৩# মেয়াদ ২ দিন। যে কোন নাম্বারে কথা বলতে পারবেন।

টেলিটক ৪৪ টাকায় ৬০ মিনিট প্যাক

টেলিটক মিনিট অফার ২০২১ আপনি কি ৪৪ টাকায় ৬০ মিনিট অফারটি খুচ্ছেন। তাহলে এই অফারটি আপনার জন্যে।এই অফারটি পেতে হলে আপনাকে ডায়াল করতে হবে *১১১*৪৪# মেয়াদ ৫ দিন।

কিছু নিয়মাবলী:

১. এই অফারটি সকল প্রিপেইড গ্রাহকদের জন্য প্রয়োজ্য।

২. ক্যাম্পেইন চলাকালিন সময় অফারটি যতো খুসি ততোবার নিতে পারবেন।

৩. অফার মূল্যে সম্পূরক শুল্ক, ভ্যাট অন্তর্ভুক্ত

আরো পড়ুন

রবি মিনিট অফার ২০২১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *