Skip to content
Home » ভালোবাসা দিবস (১৪ ফেব্রুয়ারি) – বাংলার কবিতা

ভালোবাসা দিবস (১৪ ফেব্রুয়ারি) – বাংলার কবিতা

  • by

ভালোবাসা দিবস (১৪ ফেব্রুয়ারি) – বাংলার কবিতা,সম্মানিত ভিজিটর, আজ 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। পুরো বিশ্ববাসী এ দিনটির জন্য একটি বছর অপেক্ষা করে। এই দিনে তারা তাদের প্রিয়জনকে নিয়ে বিভিন্ন ধরনের আয়োজন করে থাকে এবং বিভিন্ন পার্কে বেড়াতে যায়। বর্তমান সময়ে পহেলা ফাল্গুনের মতো ভালোবাসা দিবসে বাঙালি জাতির একটি ঐতিহ্য হয়ে গিয়েছে। যার ফলে তারা প্রতিবছর ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা দিবস পালন করে থাকে।

তেমনি এই ভালোবাসা দিবসে অনেক কবি রয়েছে যারা তাদের প্রিয়জনকে নতুন নতুন কবিতা উপহার দিতে পছন্দ করে। আজকে আমরা ঠিক সেরকমই কিছু বাংলা কবিতা আপনাদের সাথে শেয়ার করব। যে কবিতাগুলো পড়ে আপনাদের অনেক ভাল লাগবে এবং আপনাদের প্রিয় জনকে শেয়ার করে তাদেরকেও পড়ার সুযোগ করে দিতে পারবেন। তাহলে চলুন কবিতাগুলো শেয়ার করা যাক।

পরিচ্ছেদ সমূহ

  • ভালোবাসতে মন লাগে কবিতা
  • ১৪ ফেব্রুয়ারি নিয়ে উক্তি
  • মানব প্রেমের কবিতা
  • মন নিয়ে কবিতা

ভালোবাসতে মন লাগে কবিতা

সম্মানিত পাঠক, যারা ভালো লাগে মন লাগে কবিতাটি খুজতেছেন আজকে আমি তাদের জন্য এই কবিতাটি শেয়ার করব। যাতে আপনি খুব সহজেই কবিতাটির পড়তে পারেন এবং আপনার কাছে সংরক্ষণ করে রাখতে পারেন।

ভালোবাসতে মন লাগে কবিতা

happy valentines day images, outkast, status 2023

– আবু তালিব নিশাদ – আহবান

কান দিয়ে নই, অন্তর দিয়ে শুন তুমি অধীর আগ্রহ নিয়ে, বলছি তোমায় বোনগো আমার! বের হয়োনা ঘর থেকে আর, ফেব্রুয়ারীর ‘চৌদ্দ’ হলে, যদিও দারুণ অফার মিলে । হচ্ছে যা সব এমন দিনে, দেখেও তোমার হয়না ঘৃণে? ফেব্রুয়ারীর ‘পনের’ যবে, পত্রিকাতে চোখ বুলাবে দেখবে কত সম্ভ্রমহানী, ভালোবাসার এটাই মানি? বিশ্ব ভালোবাসা এটাই নাকি, সবার চোখকে দিচ্ছে ফাঁকি । তাইতো শুন, বলছি আমি, বোন! তোমার জীবন অনেক দামি আজ,সমাজটাকে পাল্টে দিতে তুমিও পারো শপথ নিতে ।

আরো পড়ুন:১৪ ফেব্রুয়ারি ২০+ ফানি পিক

১৪ ফেব্রুয়ারি নিয়ে উক্তি

14 ই ফেব্রুয়ারি নিয়ে অনেক বড় বড় মনীষীদের এবং কবিদের কিছু চিরন্তন সত্য বানী উক্তি আপনাদের সাথে শেয়ার করব। যে উক্তি গুলো হয়তো বা আপনারা এর আগে কখনো শোনেননি বার শুনলেও মনে নেই। আজকে আমরা সেরকম কিছু চিরন্তন সত্য উক্তিটি আপনাদের সাথে শেয়ার করছি।

  1. ভালবাসা একটি সাময়িক সমাধি – প্লেটো
  2.  ভালবাসা তালাবদ্ধ হৃদয়ের দরজা মূহুর্তে খুলে দেয়। – টমাস।
  3.  ভালবাসার জন্য যার পতন হয়, বিধাতারকাছে সে আকাশের উজ্জল তারার মত উজ্জল ।- বেন জনসন
  4. প্রেম হল অগ্নির মত যার শুরু আগুন দিয়ে শেষ পরিণতি ছাইয়েতে। – বানার্ড’শ।
  5. প্রেমের আনন্দ থাকে শুধু সল্পক্ষন প্রমেরব্যাদনা থাকে সমস্ত জীবন – রবীন্দ্রনাথ

১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের ইতিহাস

মানব প্রেমের কবিতা

সম্মানিত পাঠক এখন আপনাদের সাথে শেয়ার করব অনেক সুন্দর একটি কবিতা কবিতাটির নাম হচ্ছে মানব প্রেমের দুয়ার খুলে। লিখেছেন মোঃ আমিনুল হাসান মোল্লা।

মানব প্রেমের দুয়ার খুলে

– মোঃ আমিনুল এহছান মোল্লা

হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান মুসলিম -এ কোন রঙ্গে ?

আপনার স্বার্থে রাজনৈতিক বানী যে যার ডঙ্গে ।

চারিদিকে ঐ দাউ দাউ আর ভাঙ্গচুর বঙ্গে।

কেউ নেই সেই আজিকায় এসে মানবতার সঙ্গে ।

সাম্যের ধ্বনি নবীর বাণী আজিকায় যেন ছায়া

সে আর নেই ভুলে গেছে তা স্বার্খের বিভেদ নিয়া

হুজুগের নায়ে উড়ায়ে নিশান বাংলার রণ তরী

লঘিষ্ঠ গড়িষ্ঠের অগ্নি শিখা ঐ ছুটেছে পুড়ি ।

কেবা মুসলিম কেবা হিন্দু কেবা অন্য দলে

যে যার ধর্ম্ পালন ভ্রতে জেগেছে কালে কালে

রক্ত স্রোতে হয়নি রেখা বিধির বিধান পালে

ধবংস লীলার উর্ধ্বে তাহা মানব প্রেমের কোলে

গুজব গুজব ভ্রান্ত চিত্র ফেইস বুক পাতায় এসে

বৈরী হাওয়া উত্তাল গাঙ্গ নিচ্ছে তরী ভেসে

ধর্মীয় মূল্যবোধ আজ হারিয়ে প্রেম ধসে

উসকানি জঙ্গীবাদ যত তত্র মিশে

স্বার্থন্বেষী কতক মহল নিজের মত কষে।

আয় ফিরে আয় গড়িষ্ঠ ঐ লঘিষ্ঠ আপন করে

ওরাই মানব তোমার মত সোনার বাংলায় উড়ে

রক্ষা কর জান মাল নবীর শিক্ষা ধরে

মানব প্রেমের দুয়ার খুলে যাওরে তুমি দৌড়ে ।

আরো পড়ুন:১৪ ফেব্রুয়ারি ১০০+ বিশ্ব ভালবাসা দিবসের শুভেচ্ছা  ছন্দ

মন নিয়ে কবিতা

সম্মানিত পাঠক এখন আমরা আরও একটি চমৎকার কবিতা আপনাদের সাথে শেয়ার করব। সে কবিতাটির নাম হচ্ছে মন হতে চায় লিখেছেন মোঃ সাখাওয়াত আলম চৌধুরী।

মন হতে চায়

– মুহাম্মদ সাখাওয়াৎ আলম চৌধুরী

ইচ্ছে করে মেঘ হই,

উড়ে যায় তোমার পাণে।

মন যে কিছুই মানে না,

ছুটে যেতে চায় তোমার টানে।

 

হতাম যদি পুষ্প,

ভরিয়ে দিতাম সুরভীতে তোমার অঙ্গ।

ইচ্ছে করে হই আকাশ,

দুনিয়া জুড়ে আমার আবাস।

সেই আবাসে তোমায় নিয়ে,

থাকবো বার মাস।

মন যে হতে চায় সবুজ কানন,

সেই কাননে ছুটবো মোরা সারাটিক্ষণ।

ইচ্ছে করে ছুটে যায়,

ঐ দূর পাহাড়ের চূড়ায়।

বাধি ঘর সেথায়,

দেখি এই ধরণী যেদিকে দু চোখ যায়।

মন যে চায় যেতে সাগর নীলে,

কাটাব সাঁতার দু জন মিলে।

ইচ্ছে করে ভিজি বর্ষায়,

যদি পাই তোমার সায়।

মন যে চায় গাইতে গান,

ভরিয়ে দিতে তোমার প্রাণ।

মন যে কিছুই মানে না,

দেখতে চায় শুধু ঐ মুখখানা।

হতাম যদি ঐ দূর ঝর্ণা,

তোমায় নিয়ে দিতাম হানা।

হতাম যদি নদী,

তোমার পাণে বয়ে যেতাম নিরবধি।

ইচ্ছে করে হই ডিঙি,

তোমায় নিয়ে সারাটি দিন ঘুরি।

হতাম যদি বৃহ্ম,

তোমার প্রতীক্ষায় থাকতাম সুদীর্ঘ।

মন হতে চায় দহ্মিনা হাওয়া,

দুলিয়ে দেই তোমায় সারাবেলা।

ইচ্ছে করে হই সুখ,

মুছে দিয়ে যায় তোমার সব দুঃখ।

ইচ্ছে করে অনেক কিছুই,

হতে পারি না কিছুই।

মন হতে চায় সবকিছু,

নিতে তোমার পিছু।

হতাম যদি তোমার মন,

পেতাম তোমায় আরোও আপন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *