Skip to content
Home » ১৪ ফেব্রুয়ারি ১০০+ বিশ্ব ভালবাসা দিবসের শুভেচ্ছা  ছন্দ

১৪ ফেব্রুয়ারি ১০০+ বিশ্ব ভালবাসা দিবসের শুভেচ্ছা  ছন্দ

  • by
বিশ্ব ভালবাসা দিবসের শুভেচ্ছা  ছন্দ

১৪ ফেব্রুয়ারি ১০০+ বিশ্ব ভালবাসা দিবসের শুভেচ্ছা  ছন্দ,আমরা প্রতিবছরের মতো এবারও আমাদের ওয়েবসাইটে 100 + ভালোবাসা দিবসের শুভেচ্ছা বার্তা প্রকাশ করেছে। এবারে কিছু নতুন নতুন শুভেচ্ছাবার্তা আপনাদের সাথে শেয়ার করেছি। যেগুলো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং খুব সহজেই এই শুভেচ্ছা বার্তা গুলো ডাউনলোড করে আপনার প্রিয়জনকে শেয়ার করতে পারবেন।

যারা 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে তাদের প্রিয় মানুষটিকে শুভেচ্ছা বার্তা পাঠাতে চাচ্ছেন তারা সঠিক পোস্টটি ভিজিট করেছেন। কারণ আজকে আমরা আপনাদের 100 টিরও বেশি নতুন এবং কিছু ইউনিক শুভেচ্ছা বার্তা নিয়ে এসেছি।

ভালোবাসা দিবসের শুভেচ্ছা বার্তা

ভালোবাসা দিবসের উপলক্ষ করে প্রতিবছর অনেক তরুণ-তরুণী নতুন সাজে বের হয়। সেদিন তারা তাদের ভালোবাসার মানুষকে শুভেচ্ছাবার্তা জানানোর জন্য নানান রঙে সেজে থাকে। স্কুল-কলেজের এবং ইউনিভার্সিটির মেয়েরা লাল শাড়ি পড়ে মাথায় ফুলের মুকুট পরে বের হয়। সেই সময় যদি তাদের প্রিয় মানুষটিকে তাদের ভালোবাসার শুভেচ্ছা বার্তা দিয়ে উইশ করে সেই মুহূর্তটা অনেক আনন্দদায়ক। ঠিক আমরা আজকে সেরকম কিছু শুভেচ্ছাবার্তা আপনাদের সাথে শেয়ার করব। যে বার্তা গুলো আপনাদের স্মৃতিতে রয়ে যাবে আজীবন।

>আমি তোমাকে চাই কল্পনাতে নয় বাস্তবে, আমি তোমাকে চাই ছলনাতে নয় ভালোবাসায়, আমি তোমাকে চাই তোমার মত করে নয়, আমার মত করে, আমি তোমাকে চাই খনিকের জন্য নয় চিরদিনের জন্য। হ্যাপি ভ্যালেন্টাইন ডে


>মন যদি আকাশ হতো, তুমি হতে চাঁদ, ভালবেসে যেতাম শুধু হাতে রেখে হাত.. সুখ যদি হৃদয় হতো, তুমি হতে হাসি, হৃদয়ের দুয়ার খুলে দিয়ে বলতাম তোমায় ভালবাসি..!!


>ভালোবাসি তোমায় এবং সর্বদা বাসবো, আজ বললাম ও সারা জীবন বলবো। হ্যাপি ভ্যালেন্টাইন ডে…


>তোমায় ভালোবাসা ছিলো আমার জীবনের দ্বিতীয় শ্রেষ্ঠ কাজ , আর প্রথমটি ছিলো তোমায় খুজে বের করা। ভালোবাসি তোমায় এবং সর্বদা বাসবো, আজ বললাম ও সারা জীবন বলবো। হ্যাপি ভ্যালেন্টাইন ডে…


>যখন কেউ কারো জন্য কাঁদে সেটা হল আবেগ। যখন কেউ কাউকে কাঁদায় সেটা হল প্রতারনা। আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে! সেটাই হল প্রকৃত ভালবাসা!


>হতে পার তুমি মন থেকে দুরে তথাপি, রয়েছো মোর নয়ন পুরে॥ হয়তো তুমি নেই এই হৃদয়ে, তবুও রয়েছো পরশের-ই ভিতরে। কারণ, ভালবাসি শুধুই তোমারে॥


>আজ না খুব একা একা লাগছে। চোখের সামনে তুমি তবু যেন তোমাকে ছোয়া যায় না। কেন এমন হয় বলোতো ! ভালবাসা বুঝি শুধু কষ্ট দিতেই জানে ! তোমাকে ছাড়া যে আমার নিশ্বাস নিতেও কষ্ট হয় !

ভালোবাসি যতোটা, বোঝাতে পরিনি

সেটা ঠিক কতটা,

তবে বলতে পারি এতোটা, আমি নিজের

হইনি যতোটা, তার থেকেও

বেশি তুমি আমার ভেতর বাহির পুরোটা।

আরো পড়ুন: ১৪ ফেব্রুয়ারি ভালবাসা দিবস sms-happy valentine day এসএমএস পিকচার

ভালোবাসা দিবস স্পেশাল প্রেমের কবিতা (লিখেছেন – পিঞ্জিরা খানম)

সত্যি করে বলোতো সখি ভালোবাসা দিবস কোনটা?

দূর বোকা তাও জানোরা ফেব্রুয়ারির চৌদ্দ; তারিখটা।

জানিরে জানি সবি জানি শুধু পারি না বলতে,

বলার জন্য মন দিয়েছে দেয়নি তো কাউকে বুঝাতে।

পঁচিশটা বছর হেঁটে চলেছি বলেনি তো কেউ ভুলেও,

দাড়াও পথিক একটু বোসো কথা আছে শুনে যেও-

আমাকে তোমার সঙ্গে নিবে, নিবে আমার মধুর হাসি,

যে হাসিটা তুমি দিয়েছো দেখেছে নদীর জল রাশি।

তুমি আসলে মনের অরণ্যে গজায় সবুজ পাতা,

পাখিরা সব গেয়ে শোনায় বসন্তেরই বার্তা।

ফুলের কানে ভ্রমর বলে আসছি আমি উড়ে-

ফেব্রুয়ারির চৌদ্দ তারিখ ভালোবাসতে শুধু তোরে।

>মন যদি আকাশ হতো তুমি হতে চাঁদ ,

ভালোবেসে যেতাম শুধু হাতে রেখে হাত ।

সুখ যদি হৃদয় হতো তুমি হতে হাসি ,

হৃদয়ের দুয়ার খুলে দিয়ে বলতাম – তোমায় ভালোবাসি ।

      ভালোবাসা দিবসের শুভেচ্ছা

মনেতে আকাশ হয়ে রয়েছো ছড়িয়ে ,

বলোনা কোথায় রাখি তোমায় লুকিয়ে ,

থাকি যে বিভোর হয়ে শয়নে স্বপনে ,

যেওনা হৃদয় থেকে দূরে হারিয়ে ,

আমি যে ভালোবাসি শুধুই তোমাকে ।

।… হ্যাপি ভ্যালেন্টাইন ডে …।

আরো পড়ুন: পহেলা ফাল্গুন ২০২২ মেসেজ, ছবি – বসন্ত উৎসব ২০২২ পিক, স্ট্যাটাস, শুভেচ্ছা, SMS, সাজগোজ

ভালোবাসা দিবসের ছবি, পিকচার, ওয়ালপেয়ার

ভালোবাসা দিবসের যদি ভালোবাসেন পিকচার বা ওয়ালপেপার কাউকে না শেয়ার করা হয় তাহলে ভালোবাসা দিবসে ব্যর্থ। আজকে আমরা কিছু নতুন ভালোবাসা দিবসের ওয়ালপেপার বা পিকচার আপনাদের সাথে শেয়ার করব। যেগুলো আপনারা খুব সহজেই ডাউনলোড করে আপনাদের মনের মানুষের সাথে শেয়ার করে ভালোবাসার বিনিময় করবেন।

ভালোবাসা দিবসের ছবি, পিকচার, ওয়ালপেয়ার

ভালোবাসা দিবসের ছবি, পিকচার

ভালোবাসা দিবসের ছবি, পিকচার, ওয়ালপেয়ার

ভালোবাসা দিবসের ছবি, পিকচার, ওয়ালপেয়ার

১৪ ফেব্রুয়ারি ভালবাসা দিবস ছবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *