Skip to content
Home » ইয়ামাহা fz-x price in bangladesh 2022

ইয়ামাহা fz-x price in bangladesh 2022

  • by
ইয়ামাহা fz-x price in  bangladesh

ইয়ামাহা fz-x price in bangladesh

বাংলাদেশের জনপ্রিয় একটি মোটরসাইকেল ব্র্যান্ড হচ্ছে ইয়ামাহা। বাংলাদেশের বাজারে তাদের অনেকগুলো বাইক লঞ্চ হয়েছে। আমাদের দেশে ইয়ামাহার প্রায় সকল বাইকের ই অনেক চাহিদা রয়েছে। সে চাহিদার কথা মাথায় রেখে ইয়ামাহা তাদের নতুন একটি মোটরসাইকেল বাংলাদেশের বাজারে লঞ্চ করতে যাচ্ছে।

ইয়ামাহা fz-x বাইকটি আমাদের দেশে আনঅফিসিয়াল লঞ্চ হয়েছে কিন্তু অফিশিয়ালি এখন পর্যন্ত আমাদের দেশে লঞ্চ হয়নি। যার ফলে অনেকেই এখন পর্যন্ত এই বাইকটি কিনতে পারেনি কারণ আনঅফিসিয়াল বাইকের দাম একটু বেশি হয়। কাঙ্ক্ষিত সেই বাইকটির নাম হচ্ছে ইয়ামাহা fz-x ।আজকে আমরা ইয়ামাহা fz-x price in bangladesh সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের তা উপকারে আসবে।

ইয়ামাহা এফ জেড এক্স হচ্ছে একটি ইন্ডিয়ান ব্র্যান্ড মোটরসাইকেল। যা সম্পূর্ণরূপে মেনুফেক্সার করা হয়েছে ইন্ডিয়াতে। যার ফলে আশা করা যায় এই বাইকটির দাম তুলনামূলক একটু কম হবে। এই বাইকটির ডিজাইন করা হয়েছে ক্যাফে রেসার স্টাইলে। এ বাইকের ইঞ্জিনের রয়েছে এয়ারকুল ফোর স্ট্রোক টু ভাল্প ইঞ্জিন। এই মোটরসাইকেল মাইলেজ 40 কিলোমিটার পার লিটার এবং টপ স্পিড 120 kmp। এর বাইক ওজন  হচ্ছে 139 কেজি। এই বাইকটি বাজারে পাওয়া যাবে চার টি কালারে। সেটি হচ্ছে সাদা ,লাল ,কালো এবং অরেঞ্জ কালার। এই বাইকটি মূলত 149 সিসির বাইক।

ইয়ামাহা fz-x price ইন্ডিয়ান রুপি হচ্ছে ১২১৮০০। বাংলাদেশে অফিসিয়ালি আসলে এর সঠিক দাম জানা যাবে।

আরো পড়ুন

রানার স্কুটি প্রাইস ইন বাংলাদেশ-runner scooty price in bangladesh

ইয়ামাহা fz-x স্পেসিফিকেশন

 

ইয়ামাহা fz-x price in  bangladesh

  • Brand :Yamaha
  • Type :Cafe Racer
  • Model :Yamaha FZ-X
  • Engine: Air cooled, 4-stroke, SOHC, 2-valve
  • Mileage: 40 kmpl
  • Top Speed : 120 kmph
  • Weight : 139 Kg
  • Colour(s) : White, Red, Black, Orange

ইন্জিন স্পেসিফিকেশন

  • Engine Displacement : 149 cc
  • Cylinders : Single
  • Max Power : 12.2 Bhp @ 7250 rpm
  • Maximum Torque : 13.3 Nm @ 6000 rpm
  • Fuel Delivery System : Fuel Injection
  • Fuel Type : Octane
  • Ignition : Electric
  • Cooling System : Air cooled
  • Gearbox Type : Manual
  • Number of Gears : 5 Speed
  • Clutch : Multi – disc wet clutch

ইয়ামাহা fz-x wheels

  • Front wheel size : 17 Inch
  • Rear Wheel Size : 17 Inch
  • Front Tyre Size : 100/60R17
  • Rear Tyre Size : 140/60R17
  • Tyre Type : Tubeless
  • Wheel Type : Alloy
  • Curb Weight : 139 Kg
  • Overall Length : 2020 mm
  • Overall Width : 785 mm
  • Overall Height : 1115 mm
  • Wheelbase : 1330 mm
  • Ground Clearance : 165 mm
  • Seat Height : 810 mm

ইয়ামাহা এফ জেড এক্স এর ফুয়েল ক্যাপাসিটি 10 লিটার এবং এর রিজার্ভ ক্যাপাচিটি 2 লিটার। এই বাইকটি পার লিটার মাইলেজ 40kmph। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই বাইকটি ফুয়েল ইঞ্জেকশন ইঞ্জিন।যার মাধ্যমে আপনারা সবসময় একই ধরনের পারফরম্যান্স পেয়ে যাবেন। কার্বুরেটর ইঞ্জিনে যেমন পারফরম্যান্স সবসময় এক থাকেনা কিন্তু ফুয়েল ইঞ্জেকশন ইঞ্জিন এর একটি সুবিধা হচ্ছে এর পারফর্মেন্স সব সময় একই অবস্থায় থাকে যার ফলে বাইকের কন্ডিশন অনেক ভালো থাকে।

এই বাইকটি পার্সোনালি আমার অনেক পছন্দের একটি বাইক। যার কারণে আমি চেষ্টা করেছি এই বাইকটির সকল ধরনের ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার।যেহেতু আমাদের দেশে এখনও অফিশিয়াল ভাবে এই বাইকটি লঞ্চ হয়নি যার কারণে এর ইনফরমেশনের মধ্যে যদি কোন প্রকার ভুল হয়ে থাকে তাহলে আপনারা আর কিছুদিন অপেক্ষা করলে এর সঠিক ধরনের সকল ইনফরমেশন পেয়ে যাবেন। এই বাইকটি যখন অফিশিয়ালি বাংলাদেশের বাজারে লঞ্চ হবে তখন এই বাইকটি নিয়ে অনেক বাইকের রিভিউ দিবেন।

সেগুলো দেখলে আপনাদের মাঝে যে ভুল ত্রুটিগুলো মনে হয়েছিল সেগুলোর সমাধান হয়ে যাবে। যেহেতু এই মোটরসাইকেলটি বাংলাদেশের বাজারে এভেইলেবল এখনো হয়নি যার কারণে এই মোটরসাইকেলটি সকল ধরনের ইনফরমেশন প্রায় সবারই অজানা। তারপরও যতটুকু সম্ভব ইনফরমেশন গুলো কালেক্ট করে আপনাদের সাথে শেয়ার করলাম যদি এর মধ্যে কোন প্রকার ভুল হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন আশা করি আমরা সেই ভুলগুলো শুধরে নেব। আপনারা কোন ধরনের তথ্য জানতে চান তা আমাদেরকে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *